সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বিশ্ব নিরীক্ষা

বিশ্ব নিরীক্ষা

বিশ্ব নিরীক্ষা

◼ “বর্তমানে মহাসাগরের প্রতি বর্গ কিলোমিটার এলাকায় ১৮,০০০ টুকরো পরিত্যক্ত প্লাস্টিক ভাসছে।”—রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচি। (g ৭/০৭)

◼ দক্ষিণ আফ্রিকার আদালতগুলোতে প্রতিদিন ৮২ জন শিশুকে “অন্য শিশুদের ধর্ষণ করার বা অন্য শিশুদের সঙ্গে অশোভন আচরণ করার” দায়ে অভিযুক্ত করা হয়ে থাকে। কারো কারো মতে, অভিযুক্তদের এক বিরাট অংশ দাবি করে যে, এই ধরনের অপব্যবহার করার জন্য তারা “টেলিভিশনের অনুষ্ঠান দেখে উদ্বুদ্ধ হয়েছে।”—দ্যা স্টার, দক্ষিণ আফ্রিকা। (g ৮/০৭)

◼ হোটেলের গেস্টরা, যারা হোটেল রুমে দরজার হাতল, বাতি, টেলিফোন ও টেলিভিশনের রিমোট কন্ট্রোল স্পর্শ করে থাকে, তাদের “সর্দিকাশিজনিত ভাইরাসে আক্রান্ত হওয়ার শতকরা ৫০ ভাগ সম্ভাবনা রয়েছে।”—ম্যাকলিনস্‌, কানাডা। (g ৯/০৭)

ভাল বন্ধুবান্ধব ও দীর্ঘায়ু!

ভাল বন্ধুবান্ধবের সঙ্গে পারস্পরিক যোগাযোগ বজায় রাখা একজন ব্যক্তির আয়ু বৃদ্ধি করতে পারে, জার্নাল অভ্‌ এপিডিমিওলজি আ্যন্ড কমিউনিটি হেলথ্‌ রিপোর্ট করে। ৭০ বছর বা তার ওপর বয়সি অস্ট্রেলিয়ার প্রায় ১,৫০০ জন অধিবাসীদের নিয়ে করা এক গবেষণায় পরীক্ষা করে দেখা হয়েছিল যে, কীভাবে মানব সম্পর্কগুলো দশ বছরেরও বেশি আয়ু বাড়ানোর ক্ষেত্রে প্রভাব ফেলেছিল। বন্ধুবান্ধবের সঙ্গে বেশ ভাল পারস্পরিক যোগাযোগ রয়েছে এমন ব্যক্তিদের মৃত্যুর হার, সেই ব্যক্তিদের চেয়ে ২২ শতাংশ কম, যাদের মাত্র অল্প কিছু বন্ধু রয়েছে। সেই রিপোর্ট বলে, যখন “বিষণ্ণতা, নিজের কর্মক্ষমতা, আত্মসম্মানবোধ, বিভিন্ন সমস্যার সঙ্গে সফলভাবে মোকাবিলা করার ক্ষমতা এবং মনোবল অথবা নিজেকে নিয়ন্ত্রণ করার অনুভূতির মতো” বিষয়গুলো আসে, তখন সক্রিয় বন্ধুত্ব এমনকি বয়স্ক ব্যক্তিদের মধ্যেও এক ইতিবাচক প্রভাব বিস্তার করে থাকে। (g ৭/০৭)

জ্বালানি হিসেবে গমের ব্যবহার?

জ্বালানি হিসেবে গম পোড়ানো কি ঠিক? জার্মান খবরের কাগজ ফ্রাংকফুর্টার আলগেমাইনি সনটাগস্টাইটুং ব্যাখ্যা করে যে, শস্যের দাম কমে যাওয়ার এবং জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে একজন কৃষকের কাছে জ্বালানি তেল কেনার জন্য তার গম বিক্রি করার চেয়ে, জ্বালানি হিসেবে তা পোড়ানো আরও বেশি সাশ্রয়ী। আড়াই কিলোগ্রাম গম উৎপাদন করতে তার খরচ পড়ে ২০ সেন্ট কিন্তু সেই একই পরিমাণ গম পোড়ালে তা প্রায় এক লিটার জ্বালানি তেলের সমপরিমাণ কাজ করবে, যেটার দাম ৬০ সেন্ট। তাই, সেই খবরের কাগজ এই উভয় সংকটকে তুলে ধরে: “যেখানে এত এত লোক ক্ষুধায় মারা যাচ্ছে, সেখানে” আপনি কি এভাবে “শস্য পোড়াতে” পারেন? (g ৮/০৭)

আমাজনে পোকামাকড় গণনা করা

পতঙ্গবিদরা—পোকামাকড়ের বিষয়ে বিশেষজ্ঞ প্রাণীবিজ্ঞানীরা—এই পর্যন্ত আমাজনের বৃষ্টিবহুল অরণ্যাঞ্চলে প্রায় ৬০,০০০ প্রজাতির পোকামাকড় শনাক্ত করেছে। ফোলিয়া অনলাইন অনুসারে, বেশ কিছু সংখ্যক প্রজাতি, যেগুলোকে এখনও পর্যন্ত শনাক্ত করা হয়নি, সেগুলোর আনুমানিক সংখ্যা ১,৮০,০০০. বর্তমানে, ২০ জন পতঙ্গবিদ এই এলাকায় কাজ করছে। সাম্প্রতিক পরিসংখ্যান প্রকাশ করে যে, এই বিশেষজ্ঞরা প্রতি বছর গড়ে ২.৭টি করে প্রজাতিকে শনাক্ত করে ও সেগুলোর বৈশিষ্ট্য সম্বন্ধে বর্ণনা করে। এই হারে শনাক্তিকরণের কাজ সম্পূর্ণ করতে, ৯০ প্রজন্মের পতঙ্গবিদদের প্রত্যেককে ৩৫ বছর করে বা মোট প্রায় ৩,৩০০ বছর কাজ করতে হবে! (g ৯/০৭)

পর্যাপ্ত শক্তির অভাব

“আনুমানিক ১৬০ কোটি লোক—মানবজাতির প্রায় এক চতুর্থাংশ লোক—বিদ্যুৎ পায় না এবং ২৪০ কোটি লোক রান্না ও তাপ উৎপাদনের জন্য শক্তির প্রধান উৎস হিসেবে কাঠকয়লা, গোবর বা কাঠের ওপর নির্ভর করে থাকে,” রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির দ্বারা প্রকাশিত আমাদের গ্রহ (ইংরেজি) নামক পত্রিকা বলে। “এই প্রচলিত জ্বালানিগুলো থেকে সৃষ্ট ধোঁয়া বছরে প্রায় পঁচিশ লক্ষ নারী ও শিশুর মৃত্যুর কারণ হয়।” (g ৯/০৭)