সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ভালবাসায় পূর্ণ এক গৃহ তৈরি করুন

ভালবাসায় পূর্ণ এক গৃহ তৈরি করুন

পদক্ষেপ ২

ভালবাসায় পূর্ণ এক গৃহ তৈরি করুন

কেন এই পদক্ষেপ নেবেন? সন্তানদের ভালবাসার প্রয়োজন নতুবা এর অভাবে তারা দুর্বল হয়ে পড়ে। ১৯৫০ এর দশকে, নৃতত্ত্ববিদ এম. এফ. আ্যশলি মন্টাগিউ লিখেছিলেন: “মানুষের বৃদ্ধির জন্য যে-বিষয়টার সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হল ভালবাসা দ্বারা পুষ্টি লাভ করা; মানুষের [দৈহিক ও আবেগগত] স্বাস্থ্য নির্ভর করে ভালবাসা পাওয়ার ওপর আর তা বিশেষ করে জীবনের প্রথম ছয় বছরে।” আধুনিক দিনের গবেষকরা মন্টাগিউয়ের এই উপসংহারের সঙ্গে একমত যে, “সন্তানরা যখন পর্যাপ্ত পরিমাণে ভালবাসা পায় না, তখন তারা বিভিন্ন মারাত্মক ক্ষতিকর প্রভাব ভোগ করে থাকে।”

প্রতিদ্বন্দ্বিতা: ভালবাসাহীন ও স্বার্থপর এই জগতে বাস করার ফলে পারিবারিক বন্ধন চাপের মুখে রয়েছে। (২ তীমথিয় ৩:১-৫) বিবাহিত দম্পতিরা হয়তো দেখতে পায় যে, সন্তানদের মানুষ করে তুলতে গিয়ে যে-আর্থিক ও আবেগগত চাপগুলো আসে, সেগুলো ইতিমধ্যেই বিদ্যমান বৈবাহিক সমস্যাগুলোকে আরও চরমে নিয়ে যায়। উদাহরণস্বরূপ, কীভাবে সন্তানদের শাসন ও পুরস্কৃত করা যায়, সেই বিষয়ে কোনো বিবাহিত দম্পতির মধ্যে মতপার্থক্য হয়তো সেই দুই ব্যক্তির মধ্যে মানসিক চাপকে আরও বাড়িয়ে দিতে পারে, যারা ইতিমধ্যেই ভাববিনিময় করাকে কঠিন বলে মনে করে।

সমাধান: পরিবারগতভাবে নিয়মিত একত্রে সময় কাটানোর পরিকল্পনা করুন। বিবাহিত দম্পতিদেরও আলাদাভাবে একসঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করা প্রয়োজন। (আমোষ ৩:৩) সন্তানরা ঘুমাতে যাওয়ার পর, সময়টা বিজ্ঞতার সঙ্গে কাজে লাগান। টিভি দেখে এই মূল্যবান মুহূর্তগুলোকে নষ্ট হতে দেবেন না। নিয়মিতভাবে পরস্পরের প্রতি অনুরাগ প্রকাশ করার মাধ্যমে আপনার বিবাহের মধ্যে রোমান্টিক সম্পর্ক বজায় রাখুন। (হিতোপদেশ ২৫:১১; পরমগীত ৪:৭-১০) সবসময় “অনুযোগ” বা দোষারোপ করার পরিবর্তে, প্রতিদিন আপনার সঙ্গীকে প্রশংসার করার বিভিন্ন উপায় খুঁজে বের করার চেষ্টা করুন।—গীতসংহিতা ১০৩:৯, ১০; হিতোপদেশ ৩১:২৮.

আপনার সন্তানদের বলুন যে, আপনি তাদের ভালবাসেন। তাঁর পুত্র যিশুর প্রতি খোলাখুলিভাবে স্নেহ প্রকাশ করার মাধ্যমে যিহোবা ঈশ্বর বাবামাদের জন্য উদাহরণ স্থাপন করেছেন। (মথি ৩:১৭; ১৭:৫) ফ্লেক নামে একজন বাবা, যিনি অস্ট্রিয়াতে বাস করেন, তিনি বলেন: “আমি লক্ষ করেছি যে, সন্তানরা কিছুটা ফুলের মতো। এই চারাগাছগুলো যেমন আলো ও উষ্ণতা লাভ করার জন্য সূর্যের ওপর নির্ভর করে, ঠিক তেমনই সন্তানরা ভালবাসা ও এই আশ্বাস লাভের জন্য তাদের বাবামার ওপর নির্ভর করে যে, তারাও পরিবারের মূল্যবান সদস্য।”

আপনি বিবাহিত কিংবা একক বাবা অথবা মা যে-ই হোন না কেন, আপনি যদি আপনার পরিবারকে পরস্পরের প্রতি ও ঈশ্বরের প্রতি ভালবাসা গড়ে তুলতে সাহায্য করেন, তা হলে আপনার পারিবারিক জীবন উন্নত হবে।

কিন্তু, বাবামার কর্তৃত্ব ব্যবহারের বিষয়ে ঈশ্বরের বাক্য কী বলে? (g ৮/০৭)

[৪ পৃষ্ঠার ব্লার্ব]

“প্রেম . . . সিদ্ধির যোগবন্ধন।” —কলসীয় ৩:১৪