প্রচ্ছদ বিষয়
আপনি কেন বেঁচে থাকবেন?
ডায়ানাকে * দেখলে আপনার মনে হবে, তিনি একজন হাসিখুশি ও বুদ্ধিমতী মেয়ে, যিনি সবার সঙ্গে মিলেমিশে থাকতে চান। কিন্তু, তার এই হাসিখুশি চেহারার পেছনে আর একটা চেহারা লুকিয়ে আছে, যা হতাশার অন্ধকারে আচ্ছন্ন। তিনি বলেন, ‘আমার এমন একটা দিনও কেটেছে কিনা সন্দেহ, যে-দিন আমি মরে যাওয়ার কথা চিন্তা করিনি। আমার মনে হয়, পৃথিবীতে আমি না থাকলেই ভালো।’
“কয়েকটা সমীক্ষা অনুযায়ী, একজন ব্যক্তি যখন আত্মহত্যা করে মারা যান, সেই একই সময় ২০০ জন আত্মহত্যা করার চেষ্টা করেন এবং ৪০০ জন আত্মহত্যা করার কথা চিন্তা করেন।”—দ্যা গ্যাজেট, মন্ট্রিল, কানাডা।
ডায়ানা বলেন, তিনি কখনোই আত্মহত্যা করতে চান না। তবে, কখনো কখনো বেঁচে থাকার জন্য কোনো কারণও তিনি খুঁজে পান না। তিনি বলেন, ‘খুব ভালো হতো, যদি কোনো দুর্ঘটনায় আমি মারা যেতাম। আমার কাছে মৃত্যু কোনো শত্রু নয় বরং এক বন্ধু।’
অনেকেই ডায়ানার মতো চিন্তা করে থাকে আর তাদের মধ্যে কেউ কেউ আত্মহত্যা করার কথা ভাবে অথবা আত্মহত্যা করার চেষ্টা করে। বিশেষজ্ঞরা বলেন যে, যারা আত্মহত্যা করার চেষ্টা করে তাদের বেশিরভাগই আসলে নিজেদের জীবনকে শেষ করতে চায় না বরং কষ্টের হাত থেকে মুক্তি পেতে চায়। এক কথায় বললে, তারা মনে করে যে, আত্মহত্যা করার পেছনে তাদের একটা নির্দিষ্ট কারণ রয়েছে; কিন্তু তাদের যা প্রয়োজন তা হল বেঁচে থাকার কারণ সম্বন্ধে জানা।
আপনি কেন বেঁচে থাকবেন? বেঁচে থাকার তিনটে কারণ সম্বন্ধে বিবেচনা করুন।
^ অনু. 3 নাম পরিবর্তন করা হয়েছে।