বিশ্ব নিরীক্ষা
মধ্যপ্রাচ্য সম্বন্ধে উল্লেখযোগ্য বিষয়
মধ্যপ্রাচ্য হল প্রত্নতাত্ত্বিক সম্পদের এক বিরাট উৎস, যেখান থেকে বিশ্বের প্রাচীনতম বহু সভ্যতা গড়ে উঠেছিল।
কনানীয় ওয়াইন প্রস্তুতকারক
২০১৩ সালে প্রত্নতত্ত্ববিদরা প্রায় ৩,৭০০ বছর পুরোনো কনানীয় ওয়াইন রাখার এক বিশাল ভাণ্ডার খুঁজে পায়। সেই ভাণ্ডারে ৪০টা বড়ো বড়ো কলসি পাওয়া গিয়েছে, যে-কলসিগুলোতে বর্তমান দিনের ওয়াইনের বোতলের মাপ অনুযায়ী ৩,০০০টা বোতলের সমান ওয়াইন রাখা যেতে পারে। সেই কলসিগুলোতে থাকা ওয়াইনের অবশিষ্টাংশ পরীক্ষা করার পর একজন প্রত্নতত্ত্ববিদ উল্লেখ করেন, কনানীয়রা খুব যত্ন সহকারে ওয়াইন প্রস্তুত করত। তিনি বলেন: “প্রতিটা কলসির ওয়াইন হুবহু একই পদ্ধতিতে প্রস্তুত করা হয়েছিল।”
আপনি কি জানতেন? বাইবেল প্রাচীন ইস্রায়েলে ‘উত্তম দ্রাক্ষারস’ প্রস্তুত করার এবং তা বড়ো বড়ো কলসিতে সঞ্চয় করার বিষয়ে উল্লেখ করে।—পরমগীত ৭:৯; যিরমিয় ১৩:১২.
জনবিস্ফোরণ
গার্ডিয়ান নামে এক সংবাদপত্রের রিপোর্ট অনুসারে, মিশরে ২০১০ সালের তুলনায় ২০১২ সালে ৫,৬০,০০০ জন বেশি শিশু জন্মগ্রহণ করেছে। মিশরের গবেষণা সংস্থা বাসেরার একজন আধিকারিক মাগেড অস্মান বলেন: “মিশরের ইতিহাসে এটা সর্বোচ্চ বৃদ্ধি।” কোনো কোনো বিশেষজ্ঞের মতে, এই হারে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলে দেশে জল, বিদ্যুৎ ও খাদ্যের অভাব আরও বেশি দেখা দেবে।
আপনি কি জানতেন? বাইবেল জানায়, ঈশ্বরের উদ্দেশ্য হল, মানবজাতি যেন একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত “পৃথিবী পরিপূর্ণ” করে এবং প্রত্যেকে যেন তাদের প্রয়োজনীয় বিষয়গুলো পর্যাপ্ত পরিমাণে লাভ করে।—আদিপুস্তক ১:২৮; গীতসংহিতা ৭২:১৬.
গুপ্ত মুদ্রার আবিষ্কার
ইজরায়েলে একটা হাইওয়ের ধারে ১০০টারও বেশি এমন ব্রোঞ্জের মুদ্রার সন্ধান পাওয়া গিয়েছে, যেগুলোতে “চতুর্থ বছর” কথাটা খোদাই করা রয়েছে। এই তারিখ রোমীয়দের বিরুদ্ধে যিহুদিদের বিদ্রোহের চতুর্থ বছরকে (৬৯-৭০ খ্রিস্টাব্দ) নির্দেশ করে, যে-বিদ্রোহের ফলে যিরূশালেম ধ্বংস হয়েছিল। খননকার্যের একজন পরিচালক পাবলো বেৎসের বলেন: ‘সম্ভবত কোনো ব্যক্তি এই ভেবে ভয় পেয়েছিল, ধ্বংস আসন্ন—সে হয়তো এগিয়ে আসতে থাকা রোমীয় সেনাবাহিনীকে দেখতে পেয়েছিল। সে এই আশা করে তার জিনিসপত্র লুকিয়ে রেখেছিল যে, পরে এগুলোকে উদ্ধার করবে।’
আপনি কি জানতেন? ৩৩ খ্রিস্টাব্দে যিশু ভবিষ্যদ্বাণী করেছিলেন, রোমীয় সেনাবাহিনী যিরূশালেমকে ঘিরে ফেলবে। রক্ষা পাওয়ার জন্য তিনি খ্রিস্টানদের পাহাড়ের দিকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।—লূক ২১:২০-২৪. (g15-E 09)