সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পরিচালক গোষ্ঠীর নতুন সদস্যরা

পরিচালক গোষ্ঠীর নতুন সদস্যরা

পরিচালক গোষ্ঠীর নতুন সদস্যরা

 উনিশশো নিরানব্বই সালের ২রা অক্টোবর, শনিবার ওয়াচ টাওয়ার বাইবেল আ্যন্ড ট্র্যাক্ট সোসাইটি অফ পেলসিলভানিয়ার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল। এই সভায় ১০,৫৯৪ জন উপস্থিত ছিলেন। এদের কিছুজন টেলিফোনের মাধ্যমে অনুষ্ঠান শুনেছিলেন। সভার শেষে এক বিশেষ ঘোষণা করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে যিহোবার সাক্ষিদের পরিচালক গোষ্ঠীতে নতুন চারজন সদস্য যোগ দিয়েছেন। এটা শুনে সভায় উপস্থিত সকলে খুবই আনন্দিত হয়েছিলেন। নতুন সদস্যেরা সকলেই অভিষিক্ত খ্রীষ্টান আর এদের নাম হল: স্যামূয়েল এফ. হার্ড; এম. স্টিভন লেট; গাই এইচ. পিয়র্স; এবং ডেভিড এইচ. স্পলেন।

• ভাই স্যামূয়েল হার্ড ১৯৫৮ সালে অগ্রগামীর কাজ শুরু করেছিলেন আর পরে ১৯৬৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি সীমা ও জেলা অধ্যক্ষ হিসেবে সেবা করেন। এরপর ভাই হার্ড ও তার স্ত্রী গ্লোরিয়া আমেরিকা বেথেলে সেবা করতে শুরু করেন। এখানে ভাই হার্ড সার্ভিস ডিপার্টমেন্টে কাজ করছিলেন। এছাড়া তিনি সার্ভিস কমিটির কাজেও সাহায্য করেছেন।

• স্টিভন লেট ১৯৬৬ সালের ডিসেম্বরে অগ্রগামীর কাজ শুরু করেছিলেন। এরপর তিনি ১৯৬৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত আমেরিকার বেথেলে সেবা করেন। কিন্তু ১৯৭১ সালের অক্টোবরে সুজানকে বিয়ে করার পর তাদেরকে বিশেষ অগ্রগামী করে পাঠান হয়। পরে, ১৯৭৯ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি সীমা অধ্যক্ষ হিসেবে সেবা করেন। এরপর ১৯৯৮ সালের এপ্রিল মাসে তিনি ও সুজান আবার আমেরিকার বেথেলে আসেন। এখানে তিনি সার্ভিস ডিপার্টমেন্টে কাজ করেন। এছাড়া তিনি শিক্ষা কমিটিকেও সাহায্য করেন।

• গাই পিয়র্সকে তার পরিবারের দেখাশোনা করতে হয়েছিল। কিন্তু পরে ১৯৮২ সালের এপ্রিল মাসে তিনি ও তার স্ত্রী অগ্রগামীর কাজ শুরু করেছিলেন। তিনি ১৯৮৬ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত একজন সীমা অধ্যক্ষ হিসেবে সেবা করেন। এরপর তিনি ও তার স্ত্রী পেনি আমেরিকার বেথেলে আসেন। ভাই পিয়র্স পারসোনেল কমিটির কাজে সাহায্য করছিলেন।

• ডেভিড স্পলেন ১৯৬৩ সালের সেপ্টেম্বর মাসে অগ্রগামীর কাজ শুরু করেছিলেন। তিনি ৪২তম গিলিয়েড ক্লাস থেকে গ্র্যাজুয়েট হয়েছিলেন। তিনি আফ্রিকার সেনেগালে একজন মিশনারি হিসেবে কাজ করেছিলেন আর এরপর ১৯ বছর ধরে কানাডায় সীমা অধ্যক্ষ হিসেবে সেবা করেন। তিনি ও তার স্ত্রী লিন্ডা ১৯৯০ সাল থেকে বেথেলে সেবা করছেন। ভাই স্পলেন সার্ভিস ও রাইটিং ডিপার্টমেন্টে কাজ করেন। ১৯৯৮ সাল থেকে তিনি রাইটিং কমিটির কাজে সাহায্য করে এসেছেন।

এই নতুন চারজন সদস্য ছাড়া পরিচালক গোষ্ঠীতে এখন অন্যান্য যে ভাইয়েরা আছেন তারা হলেন: সি. ডব্লু. বার্বর, জে. ই. বার, এম. জি. হেন্সেল, জি. লোশ, টি. জেরাক, কে. এফ. ক্লেন, এ. ডি. শ্রোডার, এল. এ সুইঙ্গেল এবং ডি. সিডলিক। এখন পরিচালক গোষ্ঠীর সদস্য বেড়ে যাওয়ায় তারা পৃথিবী জুড়ে ঈশ্বরের লোকেদের কাজের ওপর ভালভাবে নজর রাখতে পারবেন ও তাদেরকে আধ্যাত্মিকভাবে এগিয়ে যেতে সাহায্য করতে পারবেন। যিহোবার কাছে আমরা প্রার্থনা করি যে তিনি যেন পরিচালক গোষ্ঠীর সদস্যদের সব সময়ে এইভাবেই আশীর্বাদ করে চলেন ও তাদেরকে শক্তি যুগিয়ে যান।