সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

দানিয়েলের বই ব্যাখ্যা করা হয়েছিল!

দানিয়েলের বই ব্যাখ্যা করা হয়েছিল!

দানিয়েলের বই ব্যাখ্যা করা হয়েছিল!

 সম্মেলনে আসা ব্যক্তিরা ৩২০ পৃষ্ঠার দানিয়েলের ভবিষ্যদ্বাণীতে মনোযোগ দিন! (ইংরেজি) নতুন বইটার নিজস্ব কপি পাওয়ার জন্য খুবই অপেক্ষা করেছিলেন। বইটা পেয়ে তারা কী বলেন? কয়েকজন কী বলেছিলেন শুনুন।

“বেশির ভাগ কিশোর-কিশোরীদের মতো আমারও প্রাচীন ইতিহাস পড়তে তেমন ভাল লাগে না। তাই আমি যখন দানিয়েলের ভবিষ্যদ্বাণীতে মনোযোগ দিন! বইটা পেয়েছিলাম, আমি খুব একটা খুশি হইনি, আমি ওপর ওপর চোখ বুলিয়েছিলাম মাত্র। কিন্তু বিশ্বাস করুন, আমার ধারণা একেবারেই ভুল ছিল! আমি এই পর্যন্ত যত ভাল বই পড়েছি এটা সেগুলোর মধ্যে একটা। সত্যিই, এটা একটা অদ্ভুত বই! আমার মনে হয়নি যে আমি কয়েক হাজার বছর আগের পুরনো ঘটনা পড়ছি। এই প্রথম আমি অনুভব করেছিলাম যে আমি যদি দানিয়েলের জায়গায় হতাম, আমি কী করতাম। সত্যিই, আমি এখন কল্পনা করতে পারি যে একজনকে যদি তার পরিবার থেকে আলাদা করে দূরে কোন অজানা দেশে পাঠিয়ে দেওয়া হয় আর বার বার তার বিশ্বাসের পরীক্ষা নেওয়া যায়, তাহলে তার কেমন লাগতে পারে। এই বইটার জন্য অশেষ ধন্যবাদ।”—আ্যনা।

“এতে কোন সন্দেহ নেই যে তাঁর লোকেদের ওপর কী ঘটছে সে বিষয়ে যিহোবা পুরোপুরি খেয়াল রাখেন। আর এই বিষয়টা আমাকে সান্ত্বনা দিয়েছে। দানিয়েল নিজে যে দর্শন ও স্বপ্ন দেখেছিলেন এবং অন্যদের দেখা যে স্বপ্নের মানে তিনি বলেছিলেন সেগুলো সব পরিষ্কারভাবে দেখায় যে ঈশ্বর শুধু সেই বিষয়গুলোকেই ঘটতে দেবেন যা তাঁর উদ্দেশ্যের সঙ্গে মিলে যায়। এতে আমাদের বিশ্বাস মজবুত হয় যে নতুন জগৎ তৈরি করার বিষয়ে বাইবেলের সমস্ত ভবিষ্যদ্বাণীগুলো পূর্ণ হবেই হবে।”—চেস্টার।

“আপনারা দানিয়েলকে যেভাবে জীবন্ত করে তুলেছেন তা আমার খুব ভাল লেগেছে। আপনারা যেভাবে তার চিন্তাভাবনা ও অনুভূতিকে তুলে ধরেছেন তাতে আমি তার সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি। আমি এখন আরও ভাল করে বুঝতে পেরেছি যে দানিয়েল কেন যিহোবার এত প্রীতির পাত্র ছিলেন। দানিয়েলের ওপর বিভিন্ন পরীক্ষা ও তাড়না এসেছিল আর তার মধ্যেও তার একমাত্র চিন্তার বিষয় ছিল যিহোবা ও তাঁর নামের মহিমা করা। দানিয়েল কখনও তার নিজের ইচ্ছা পূর্ণ করার চেষ্টা করেননি। এই বিষয়গুলো স্পষ্ট করে বোঝানোর জন্য অনেক ধন্যবাদ।”—জয়।

“সত্যি বলতে কী আমাদের এই বইটারই দরকার ছিল! দানিয়েলের বইয়ে বলা বেশিরভাগ কথা আমাদের প্রত্যেকের জন্য কতখানি অর্থ রাখে তা এর আগে এত ভাল করে আর কখনও দেখানো হয়নি। যে সন্ধ্যায় আমি এই নতুন বইটা হাতে পেয়েছি সেই সন্ধ্যাতেই আমি অনেকখানি পড়ে ফেলেছি। পড়ার পর সঙ্গে সঙ্গে আমি যিহোবার কাছে প্রার্থনা করেছি আর যিহোবাকে ধন্যবাদ না দিয়ে পারিনি।”—মার্ক।

“আমরা চিন্তাও করিনি যে আমাদের ছেলেমেয়েরা বইটাকে এত পছন্দ করবে। আমার ছেলেমেয়েদের একজনের বয়স পাঁচ বছর আর অন্য জনের বয়স তিন। . . . আমার বাইবেলের গল্পের বই-এ দানিয়েল, হনানিয়, মীশায়েল এবং অসরিয়ের যে গল্প আছে সেটা তাদের খুবই প্রিয়, কিন্তু দানিয়েলের ভবিষ্যদ্বাণী বইয়ে ঘটনাটা যেভাবে বলা হয়েছে তা যে তাদের ওপর এতখানি ছাপ ফেলবে তা আমরা ভাবতেও পারিনি। আমাদের ছেলেমেয়েরা খুবই ছোট কিন্তু তবুও তারা বুঝতে পেরেছে যে তাদেরও এই চারজন ধার্মিক লোকেদের মতোই হওয়া দরকার। আমাদের ছেলেমেয়েদের জন্য তারা কত সুন্দর আদর্শ! আপনারা সত্যিই আমাদের এক অদ্ভুত বই দিয়েছেন! এর জন্য অনেক অনেক ধন্যবাদ!”—বেথেল।

“ওই তিন জন ইব্রীয় যুবক বিশ্বাসের যে পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন বইতে তার বর্ণনা এত জীবন্ত যে বইটা পড়তে পড়তে আমার মনে হয়েছে যেন আমিও তাদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলাম; আর তা আমাকে আমার নিজের বিশ্বাসকে পরীক্ষা করে দেখতে উৎসাহ দেয় যে আমার বিশ্বাসও তাদের বিশ্বাসের মতো মজবুত কিনা। প্রত্যেক অধ্যায়ের শেষে দেওয়া বাক্স “আপনি কী বুঝেছেন?” থেকে অধ্যায়ের মূল বিষয়বস্তুগুলো মনের পর্দায় ভেসে ওঠে। আরেকটা সেরা বইয়ের জন্য আবারও ধন্যবাদ।”—লিডিয়া।