সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

নিদারল্যান্ডে সব ধরনের লোকেদের সাহায্য করা

নিদারল্যান্ডে সব ধরনের লোকেদের সাহায্য করা

রাজ্য ঘোষণাকারীরা বিবৃতি দেয়

নিদারল্যান্ডে সব ধরনের লোকেদের সাহায্য করা

 অব্রাহামের অসাধারণ বিশ্বাস ছিল। প্রেরিত পৌল বলেছিলেন “যখন আহূত হইলেন,” তখন অব্রাহাম ঈশ্বরের আজ্ঞা মেনেছিলেন এবং “কোথায় যাইতেছেন তাহা না জানিয়া যাত্রা করিলেন।” সেখান থেকে চলে আসার পর অব্রাহাম তার পুরো পরিবার নিয়ে জীবনের বাকি একশ বছর “প্রতিজ্ঞাত দেশে প্রবাসী হইলেন।”—ইব্রীয় ১১:৮, ৯.

অব্রাহামের মতো আজকেও অনেক যিহোবার সাক্ষি যেখানে খুবই দরকার সেইসমস্ত দেশে গিয়ে প্রচার করার কঠিন অবস্থাকে মেনে নেন। অনেকে অন্য ভাষা শিখেছেন যাতে তারা তাদের দেশে এসে বাস করছেন এমন বিদেশিদের কাছে তাদের নিজেদের ভাষায় সাক্ষ্য দিতে পারেন। উদাহরণ হিসেবে বলা যায়, নিদারল্যান্ডে ১,৫০,০০,০০০ জনের মধ্যে প্রায় ১০ লক্ষ লোকই হচ্ছেন বিদেশি। আর এই কারণে তা প্রচার করার জন্য ‘এক দ্বার খুলে দিয়েছে তা বৃহৎ ও কার্য্যসাধক’ যা কিনা নিচের অভিজ্ঞতাগুলো দেখায়।—১ করিন্থীয় ১৬:৯.

◻ বাহ্‌রাম নামের একজন ব্যক্তি মধ্যপ্রাচ্যের একটা দেশ থেকে নিদারল্যান্ডে এসেছিলেন। তিনি আগে কুংফু শিক্ষক ছিলেন। তিনি বাইবেল এবং ওয়াচ টাওয়ার সোসাইটির কিছু বইপত্রিকা পেয়েছিলেন। একমাসের মধ্যেই বাহ্‌রাম বুঝতে পারেন যে তিনি সত্য খুঁজে পেয়েছেন। তার স্ত্রী এবং তার সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করা হয় কিন্তু একটা সমস্যা ছিল, তাদের বাইবেল শিক্ষক ভাই তাদের ভাষায় কথা বলতে পারতেন না। তারা বলেন যে তারা আকারে ইঙ্গিতে একে অন্যের সঙ্গে কথা বলতেন, যেন তাদের “হাত পা” তাদের হয়ে কথা বলত। কিন্তু পরে বাহ্‌রাম এবং তার স্ত্রী এমন একটা মণ্ডলী পেয়ে যান যেখানে তাদের ভাষায় কথা বলা হতো এবং এরপর তারা তাড়াতাড়ি উন্নতি করতে থাকেন। বাহ্‌রাম বাপ্তিস্ম নেন ও এখন তিনি একজন যিহোবার সাক্ষি।

◻ এক ডাচ অগ্রগামী দম্পতি একবার একজন ইন্দোনেশীয় লোককে বাজারে দাঁড়িয়ে থাকতে দেখেন ও তার সঙ্গে গিয়ে কথা বলেন। সেই দম্পতি যখন তার সঙ্গে তারই ভাষায় কথা বলেন তখন তিনি ভীষণ অবাক হয়ে যান। আর এরপরে ওই ব্যক্তির ঘরে গিয়ে আলোচনা করার ব্যবস্থা করা হয়। পরে জানা যায় যে তিনি কুড়ি বছরেরও বেশি সময় রাশিয়ায় ছিলেন আর সেইসময় তিনি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ হয়েছিলেন। তিনি বলেন যে তিনি একজন নাস্তিক কিন্তু তিনি স্বীকার করেন যে প্রতিবারই তিনি যখন সন্তান প্রসব করতে কোন স্ত্রীকে সাহায্য করেন তখন এই ভেবে অবাক না হয়ে পারেন না যে “মানুষের শরীর কত নিখুঁত! কত বিস্ময়কর!” এরপর তিনি বাইবেল অধ্যয়ন করতে রাজি হন এবং তাড়াতাড়িই বিশ্বাস করতে শুরু করেন যে সৃষ্টিকর্তা আছেন যিনি মানবজাতির জন্য চিন্তা করেন। (১ পিতর ৫:৬, ৭) এখন তিনি আমাদের একজন বাপ্তিস্মিত ভাই আর আমস্টারডামের ইন্দোনেশিয়া মণ্ডলীতে সেবা করছেন।

◻ রোটার্ডাম হল পৃথিবীর বড় বড় জাহাজ বন্দরগুলোর একটা। সেখানকার অগ্রগামী ভাইবোনেরা খুবই উৎসাহ নিয়ে প্রতিদিন জাহাজঘাটে যান যাতে সেখানে আসা বিভিন্ন ভাষাভাষি লোকেদের কাছে প্রচার করতে পারেন। এই ভাইবোনদের উৎসাহ ও পরিশ্রমের ফলে জাহাজের একজন নাবিক সেইসঙ্গে কিছু কর্মচারী, একজন অফিসার এবং একজন প্রাক্তন দেহরক্ষী সত্যে এসেছেন। এখন তারাও ঈশ্বরের রাজ্যের সুসমাচার সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার কাজ করছেন।—মথি ২৪:১৪.

পৃথিবীর অন্যান্য দেশের মতো নিদারল্যান্ডের যিহোবার সাক্ষিরাও ঠিক করেছেন যে তারাও প্রত্যেক জাতি, বংশ, ভাষা ও লোকেদের কাছে অনন্তকালীন সুসমাচার প্রচার করবেন।—প্রকাশিত বাক্য ১৪:৬.