সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

এটা তাদের আঙুলে আবার আংটি পরিয়ে দিয়েছিল

এটা তাদের আঙুলে আবার আংটি পরিয়ে দিয়েছিল

এটা তাদের আঙুলে আবার আংটি পরিয়ে দিয়েছিল

 “আমার আঙুলের দিকে তাকান। আলাদা কিছু দেখতে পাচ্ছেন কি?” এক ভদ্রলোক, যিহোবার সাক্ষি এক বোনকে তার হাত দেখিয়ে এই কথাগুলো বলেছিলেন। বোন তার হাতের দিকে তাকিয়েই খেয়াল করেন যে তার বিয়ের আংটিটা তার আঙুলে নেই। ভদ্রলোক বলেন যে তিনি এবং তার স্ত্রী আর একসঙ্গে থাকতে চান না, তারা ঠিক করেছেন যে তারা বিবাহবিচ্ছেদ করবেন। “না, কখনোই নয়!” আমাদের বোন বলেছিলেন। “এই বইটা নিন ও পড়ে দেখুন। এটা আপনাদের বিয়ে যেন ভেঙে না যায় সে ব্যাপারে সাহায্য করবে।” তিনি তাকে জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটা দিয়েছিলেন, যেখানে বাইবেলের নীতিগুলো সম্বন্ধে বলা আছে। *

কয়েকদিন পরে সেই ভদ্রলোক খুশি মনে ওই বোনের কাছে আসেন। তিনি তাকে তার হাত দেখান। আর এখন তার হাতে তার বিয়ের আংটিটা আছে। তিনি বলেন যে তিনি এবং তার স্ত্রী জ্ঞান বইটা পড়েছেন এবং তারা এখন সুখী। এই বইটা যেন সত্যিই তাদের আঙুলে আবার বিয়ের আংটি পরিয়ে দিয়েছে।

বাইবেলের পরামর্শ একজন স্বামী এবং স্ত্রীকে একে অন্যের প্রতি প্রকৃত প্রেম দেখাতে সাহায্য করে। কারণ বাইবেলের লেখক আর কেউই নন, বরং আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর যিহোবা যিনি বলেন: “আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি তোমার উপকারজনক শিক্ষা দান করি, ও তোমার গন্তব্য পথে তোমাকে গমন করাই।”—যিশাইয় ৪৮:১৭.

[পাদটীকাগুলো]

^ ওয়াচটাওয়ার বাইবেল আ্যন্ড ট্র্যাক্ট সোসাইটির দ্বারা প্রকাশিত।