সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

এটা একটা বিশেষ দিন—আপনি কি আসবেন?

এটা একটা বিশেষ দিন—আপনি কি আসবেন?

এটা একটা বিশেষ দিন—আপনি কি আসবেন?

 প্রায় ৩,৫০০ বছরেরও আগে, মিশরে বন্দি প্রত্যেক ইস্রায়েলীয় পরিবারকে যিহোবা ঈশ্বর বলেছিলেন যে তারা যেন একটা মেষ বা ছাগ বলি দিয়ে, তাদের ঘরের দরজার বাজুতে ও কপালীতে সেটার রক্ত লাগিয়ে দেয়। আর ইস্রায়েলীয়রা এই দিনটাকে ভুলে যেতে পারত না। যেদিন ইস্রায়েলীয়রা তা করেছিল সেই রাতে ঈশ্বরের দূত এসেছিলেন আর সমস্ত মিশরীয়দের প্রথম পুত্র সন্তানকে মেরে ফেলেছিলেন। কিন্তু, দূত ইস্রায়েলীয়দের ঘরগুলোকে নিস্তার দিয়েছিলেন যাদের দরজায় রক্তের চিহ্ন ছিল। সেই রাতে ইস্রায়েলীয়রা মুক্তি পেয়েছিল। এই ঘটনাকে স্মরণ করে যিহুদিরা বছরে একবার করে নিস্তারপর্ব নামে এক পর্ব পালন করত।

যীশু খ্রীষ্ট তাঁর প্রেরিতদের সঙ্গে তাঁর শেষ নিস্তারপর্ব উদ্‌যাপন করার পর পরই আরেকটা নতুন ভোজের ব্যবস্থা করেছিলেন, যা তাঁর বলিদানকে মনে করিয়ে দেবে। তিনি তাঁর প্রেরিতদের তাড়ীশূন্য রুটি দিয়ে বলেছিলেন: “লও, ভোজন কর, ইহা আমার শরীর।” তারপর তিনি তাদেরকে দ্রাক্ষারস দিয়ে বলেছিলেন: “তোমরা সকলে ইহা হইতে পান কর; কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য, পাপমোচনের নিমিত্ত, পাতিত হয়।” যীশু আরও বলেছিলেন: “ইহা আমার স্মরণার্থে করিও।” (মথি ২৬:২৬-২৮; লূক ২২:১৯, ২০) অর্থাৎ যীশু তাঁর শিষ্যদেরকে প্রত্যেক বছর তাঁর মৃত্যুর স্মরণার্থক দিন পালন করার জন্য আজ্ঞা দিয়েছিলেন।

এই বছর যীশুর মৃত্যু দিন পড়েছে ১৯শে এপ্রিল, বুধবার। ওইদিন সূর্যাস্তের পর তা পালন করা হবে। সারা পৃথিবীর যিহোবার সাক্ষিরা এই বিশেষ সন্ধ্যায় মিলিত হবেন আর যীশুর কথা মতো তাঁর মৃত্যুকে স্মরণ করবেন। কীভাবে এটা পালন করা হয়, তা দেখার জন্য আমরা আপনাকে সাদর আমন্ত্রণ জানাই। দয়া করে আপনার এলাকার যিহোবার সাক্ষিদের কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নিন যে এই সভা ঠিক কোথায় ও কখন শুরু হবে।