সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“তোমরা অনেক বাইবেল জান”

“তোমরা অনেক বাইবেল জান”

রাজ্য ঘো ষণাকারীরা বিবৃতি দেয়

“তোমরা অনেক বাইবেল জান”

 বারো বছর বয়সে যীশু যখন যিরূশালেম মন্দিরে সাহসের সঙ্গে ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলেছিলেন, তখন “যাহারা তাঁহার কথা শুনিতেছিল, তাহারা সকলে তাঁহার বুদ্ধি ও উত্তরে অতিশয় আশ্চর্য্য জ্ঞান করিল।” (লূক ২:৪৭) একইভাবে আজকে, যিহোবার অনেক অল্পবয়সী দাসেরা সাহস দেখিয়ে তাদের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের কাছে ঈশ্বর ও বাইবেল সম্বন্ধে প্রচার করে আর তা করে তারা একইরকম সুন্দর ফল পায়।

চোদ্দ বছরের টিফ্যানির কথাই ধরুন। তার ক্লাসে একদিন বাইবেলের দানিয়েল ৯:২৪-২৭ পদে লেখা ৭০ সপ্তাহের ভবিষ্যদ্বাণী নিয়ে আলোচনা হচ্ছিল। শিক্ষক পদগুলো কিছুটা বুঝিয়ে তাড়াতাড়ি আলোচনা শেষ করে দিয়েছিলেন।

টিফ্যানি তার হাত তুলবে কি তুলবে না করে একটু দোটানায় ছিল। সে বলে, ‘আমার এটা ভেবে খুবই খারাপ লাগছিল যে বাইবেলের পদগুলোকে ঠিক করে বুঝিয়ে দেওয়া হয়নি। আর তাই নিজের অজান্তেই আমার হাত উঠে গিয়েছিল।’ টিফ্যানি এই বিষয়ে কিছু বলতে চায় দেখে শিক্ষক খুবই অবাক হয়ে গিয়েছিলেন কারণ বেশির ভাগ ছাত্র-ছাত্রীই এই পদগুলো ঠিক মতো বুঝতে পারেনি।

শিক্ষক যখন টিফ্যানিকে এই ভবিষ্যদ্বাণী বুঝিয়ে বলার সুযোগ দেন, সে উঠে দাঁড়ায় আর কোন কিছু না দেখেই সে খুব ভাল করে পদগুলো বুঝিয়ে দেয়। তার কথা শেষ হলে কয়েক মুহূর্তের জন্য পুরো ক্লাস একেবারে নিস্তব্ধ হয়ে যায়। তা দেখে টিফ্যানি কিছুটা ঘাবড়ে যায়। এরপর পুরো ক্লাস তার প্রশংসা করে হাততালি দিতে থাকে।

শিক্ষক বার বার টিফ্যানিকে বলেছিলেন: “সত্যিই তুমি খুব ভালভাবে বুঝিয়ে দিয়েছ, সত্যিই খুব ভাল হয়েছে।” তিনি স্বীকার করেছিলেন যে ওই পদগুলো তিনি নিজেও ভাল করে বুঝতেন না আর টিফ্যানির মতো করে কেউ কখনও তাকে পদগুলো এত স্পষ্ট করে বুঝিয়ে দেয়নি। ক্লাস শেষ হলে তিনি টিফ্যানিকে জিজ্ঞেস করেছিলেন যে বাইবেল সম্বন্ধে এত কিছু সে কীভাবে শিখেছে।

উত্তরে টিফ্যানি বলেছিল, ‘আমি একজন যিহোবার সাক্ষি। আর আমার বাবামা এই ভবিষ্যদ্বাণীটা নিয়ে অনেক বার আমার সঙ্গে আলোচনা করেছিলেন, যতক্ষণ পর্যন্ত না আমি পুরোপুরি তা বুঝতে পেরেছিলাম।’

টিফ্যানি এত বাইবেল জানে দেখে তার সহপাঠীরাও খুব অবাক হয়ে গিয়েছিল। একজন ছাত্রী টিফ্যানিকে বলেছিল, “এখন আমি বুঝেছি যে তোমরা যিহোবার সাক্ষিরা কেন লোকেদের ঘরে ঘরে যাও; কারণ তোমরা অনেক বাইবেল জান।” অন্যরা কথা দিয়েছিল যে তারা আর কখনও তার ধর্ম নিয়ে তাকে আজেবাজে কথা বলে জ্বালাতন করবে না।

টিফ্যানি যখন এই ঘটনা তার বাবামাকে বলেছিল তখন তারা জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটা তার শিক্ষককে দিতে বলেন। টিফ্যানি যখন তার শিক্ষককে জ্ঞান বইয়ের সেই অধ্যায়টা দেখিয়েছিল যেখানে দানিয়েলের ভবিষ্যদ্বাণী বুঝিয়ে দেওয়া হয়েছে, তখন তিনি সঙ্গে সঙ্গে বইটা নিয়ে টিফ্যানিকে ধন্যবাদ জানান।

সত্যিই, যখন খ্রীষ্টান কিশোর-কিশোরীরা সাহস করে ঈশ্বর ও বাইবেল সম্বন্ধে তাদের বাবামা তাদেরকে যা শেখান সেই বিষয়ে লোকেদেরকে বলে, তখন তারা যিহোবার গৌরব করে ও সম্মান নিয়ে আসে এবং নিজেরাও যিহোবার কাছ থেকে অনেক আশীর্বাদ পায়।—মথি ২১:১৫, ১৬.