সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যিহোবার চোখে দামি এক দান

যিহোবার চোখে দামি এক দান

যিহোবার চোখে দামি এক দান

 মোজাম্বিকে যিহোবার সাক্ষিদের শাখা অফিস এই চিঠিটা পায়:

“আমার বয়স সাত বছর। আমি প্রাথমিক স্কুলে পড়ি। আমি একটা মুরগির বাচ্চা পুষেছিলাম আর সেটা বিক্রি করে যে টাকা পেয়েছি, তা আমি আপনাদেরকে পাঠাচ্ছি। এটাকে আমি ১·০০ মার্কিন ডলারে বিক্রি করেছিলাম। এই প্রথমবার আমি একটা মুরগির বাচ্চা পুষি যেটা পরে একটা বড় মোরগ হয়ে যায়। আর এই জন্য আমি যিহোবাকে ধন্যবাদ দিচ্ছি। আমার ইচ্ছা যে আমার এই দানটুকু যেন যিহোবার রাজ্যের কাজে লাগানো হয়।

“বি.দ্র: চিঠিটা লিখতে বাবা আমাকে সাহায্য করেছেন।”

কেউ কেউ মনে করেন যে যখন লোকেদের কাছে অনেক কিছু থাকে আর তার থেকে তারা কিছুটা দান করেন তখন তারা উদারতা দেখান। কিন্তু, বাইবেলে এমন এক দরিদ্র বিধবার কথা বলা আছে যিনি ভাণ্ডারে “দুইটী সিকি পয়সা” রেখেছিলেন। আর যেহেতু এই ঘটনার কথা বাইবেলে লেখা হয়েছে তাই আমরা বুঝতে পারি যে তার মানে লোকেরা কতটা দিচ্ছেন যিহোবা তা দেখেন না কিন্তু তারা কোন্‌ মন নিয়ে দিচ্ছেন তিনি তাই দেখেন।—লূক ২১:১-৪.

তাই আমাদের দান যত ছোট বা যত অল্পই হোক না কেন, যিহোবার চোখে আমাদের সমস্ত দান খুবই দামি কারণ যিহোবা আমাদের হৃদয় দেখেন, তিনি দেখেন যে আমরা তাঁকে ভালবাসি বলে দান করছি। আর যারা যিহোবার মতো উদার হতে চান ও রাজ্যের কাজের জন্য তাদের সময়, শক্তি কিংবা টাকাপয়সা দান করেন তিনি তাদেরকে অনেক আশীর্বাদ করেন।—মথি ৬:৩৩; ইব্রীয় ৬:১০.