যিহোবা যে শক্তি দেন তার থেকে সান্ত্বনা পান
যিহোবা যে শক্তি দেন তার থেকে সান্ত্বনা পান
“আমার আন্তরিক ভাবনার বৃদ্ধিকালে তোমার দত্ত সান্ত্বনা আমার প্রাণকে আহ্লাদিত করে।”—গীতসংহিতা ৯৪:১৯.
যারা সান্ত্বনা পাওয়ার জন্য আকুল, বাইবেল তাদের সবাইকে সান্ত্বনা দেয়। আর এজন্যই, দ্যা ওয়ার্ল্ড বুক এনসাইক্লোপিডিয়া বলে যে “অগণিত মানুষ অশান্তি ও অনিশ্চয়তার মধ্যে সান্ত্বনা, আশা ও নির্দেশ পাওয়ার জন্য বাইবেলের দ্বারস্থ হয়েছে।” কিন্তু কেন?
কারণ, বাইবেল আমাদের প্রেমময় সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন। আর তিনি হলেন “সমস্ত সান্ত্বনার ঈশ্বর,” যিনি “আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদিগকে সান্ত্বনা করেন।” (২ করিন্থীয় ১:৩, ৪) তিনি “সান্ত্বনার ঈশ্বর।” (রোমীয় ১৫:৫) যিহোবা আমাদের সবাইকে সান্ত্বনা দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। আমাদেরকে আশা ও সান্ত্বনা দেওয়ার জন্য তিনি তাঁর একজাত পুত্র খ্রীষ্ট যীশুকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর যীশু শিখিয়েছিলেন: “ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার একজাত পুত্ত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়।” (যোহন ৩:১৬) যিহোবার সম্বন্ধে বাইবেল বলে যে “যিনি দিন দিন আমাদের ভার বহন করেন; সেই ঈশ্বর আমাদের পরিত্রাণ।” (গীতসংহিতা ৬৮:১৯) ঈশ্বরকে ভয় করেন এমন মানুষেরা তাই নিশ্চিতভাবে বলতে পারেন: “আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি; তিনি ত আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না।”—গীতসংহিতা ১৬:৮.
বাইবেলের এই পদগুলো দেখায় যে যিহোবা ঈশ্বর মানুষদের অর্থাৎ আমাদের খুবই ভালবাসেন। আর তিনি সত্যি করেই চান যে আমাদের দুঃখকষ্টের লাঘব হোক আর আমরা সান্ত্বনা পাই। আর এটা করার শক্তি তাঁর আছে কারণ বাইবেল বলে, “তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, ও শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন।” (যিশাইয় ৪০:২৯) তাহলে, যিহোবা আমাদের যে শক্তি দেন তার থেকে আমরা কীভাবে সান্ত্বনা পেতে পারি?
যিহোবার যত্ন আমাদের সান্ত্বনা দেয়
গীতরচক লিখেছিলেন: “তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ কর; তিনিই তোমাকে ধরিয়া রাখিবেন, কখনও ধার্ম্মিককে বিচলিত হইতে দিবেন না।” (গীতসংহিতা ৫৫:২২) যিহোবা ঈশ্বর মানুষের জন্য চিন্তা করেন। প্রেরিত পিতর প্রথম শতাব্দীর খ্রীষ্টানদের এই আশ্বাস দিয়েছিলেন: “তিনি [ঈশ্বর] তোমাদের জন্য চিন্তা করেন।” (১ পিতর ৫:৭) ঈশ্বর যে মানুষের জন্য কতখানি চিন্তা করেন তা বলতে গিয়ে যীশু খ্রীষ্ট বলেছিলেন: “পাঁচটী চড়াই পাখী কি দুই পয়সায় বিক্রয় হয় না? আর তাহাদের মধ্যে একটীও ঈশ্বরের দৃষ্টিগোচরে গুপ্ত নয়। এমন কি, তোমাদের মস্তকের কেশগুলিও সমস্ত গণিত আছে। ভয় করিও না, তোমরা অনেক চড়াই পাখী হইতে শ্রেষ্ঠ।” (লূক ১২:৬, ৭) ঈশ্বরের চোখে আমরা এতটাই মূল্যবান ও তিনি আমাদের জন্য এতটাই চিন্তা করেন যে আমাদের ছোট ছোট বিষয়গুলোর দিকেও তিনি নজর রাখেন। তিনি আমাদের সম্বন্ধে সেই সমস্ত কথাও জানেন, যা হয়তো আমরা নিজেরাই জানি না।
যিহোবা প্রত্যেকের জন্য চিন্তা করেন তা জেনে স্ভেতলানা অনেক সান্ত্বনা পেয়েছিল। স্ভেতলানা হল সেই অল্পবয়সী পতিতা যার কথা আমরা আগের প্রবন্ধে পড়েছি। নিরাশ হয়ে সে আত্মহত্যা করবে বলে ঠিকই করে ফেলেছিল। এমন সময় তার যিহোবার সাক্ষিদের সঙ্গে দেখা হয়। সে বাইবেল অধ্যয়ন শুরু করে আর জানতে পারে যে যিহোবাই সত্য ঈশ্বর, যিনি তার জন্য চিন্তা করেন ও তার মঙ্গল চান। বিষয়টা তার মনের ওপর ছাপ ফেলে আর সে তার জীবনের খারাপ রাস্তা ছেড়ে চলে আসে এবং ঈশ্বরের কাছে নিজেকে উৎসর্গ করে। এছাড়া বাইবেল অধ্যয়ন করে জীবনকে সে অন্য চোখে দেখতে শুরু করে আর যিহোবা তার জন্য চিন্তা করেন জেনে তার আত্মবিশ্বাস ফিরে আসে। সে বুঝতে পারে যে সমস্যা থাকলেও তাকে এগিয়ে যেতে হবে। সে এখন বলে, “আমি একেবারে নিশ্চিত যে যিহোবা আমাকে কখনও ছেড়ে দেবেন না। আমি নিজে ১ পিতর ৫:৭ পদে লেখা কথাগুলোকে সত্যি হতে দেখেছি, আমার জীবনে তা ঘটতে দেখেছি। সেখানে লেখা আছে: ‘তোমাদের সমস্ত ভাবনার ভার [যিহোবার] উপরে ফেলিয়া দেও; কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন।’”
বাইবেলের আশা আমাদের সান্ত্বনা দেয়
সান্ত্বনা দেওয়ার জন্য যিহোবা বিশেষ করে তাঁর লিখিত বাক্য বাইবেল ব্যবহার করেন। কারণ এতে ভবিষ্যতের জন্য অপূর্ব এক আশার কথা বলা আছে। প্রেরিত পৌল লিখেছিলেন: “পূর্ব্বকালে যাহা যাহা লিখিত হইয়াছিল, সে সকল আমাদের শিক্ষার নিমিত্তে লিখিত হইয়াছিল, যেন শাস্ত্রমূলক ধৈর্য্য ও সান্ত্বনা দ্বারা আমরা প্রত্যাশা প্রাপ্ত হই।” (রোমীয় ১৫:৪) প্রেরিত পৌল আরও লিখেছিলেন: “আমাদের পিতা ঈশ্বর, যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন, এবং অনুগ্রহ দ্বারা অনন্তকালস্থায়ী সান্ত্বনা ও উত্তম প্রত্যাশা [আশা] দিয়াছেন, তিনি তোমাদের হৃদয়কে সান্ত্বনা দিউন, এবং সমস্ত উত্তম কার্য্যে ও বাক্যে সুস্থির করুন।” (২ থিষলনীকীয় ২:১৬, ১৭) এখানে তিনি বলেছেন যে উত্তম আশা থেকে সান্ত্বনা পাওয়া যায়। কিন্তু এই “উত্তম আশা” কী? এটা পরমদেশ পৃথিবীতে সিদ্ধ অবস্থায় অনন্তকাল সুখে শান্তিতে বেঁচে থাকার আশা।—২ পিতর ৩:১৩.
এই নিশ্চিত ও উজ্জ্বল আশা লাইমানিসকে নতুন জীবন দিয়েছিল। লাইমানিস হলেন সেই মাতাল পঙ্গু যুবক যার কথা আগের প্রবন্ধে বলা হয়েছে। তিনি যিহোবার সাক্ষিদের কিছু বইপত্র পড়েছিলেন। আর ঈশ্বরের রাজ্যে এই নতুন জগৎ যিশাইয় ৩৫:৫, ৬) পরমদেশে থাকার জন্য নিজেকে তৈরি করতে লাইমানিস তার জীবনে অনেক বড় বড় পরিবর্তন করেছিলেন। তিনি মদ খাওয়া ছেড়ে দিয়েছিলেন। তার এই বিরাট পরিবর্তন তার পাড়া-প্রতিবেশী ও চেনাজানা লোকেরাও দেখেছিল। এখন লাইমানিস বেশ কয়েকটা বাইবেল অধ্যয়ন করেন আর অন্যদের বাইবেলে দেওয়া আশা থেকে সান্ত্বনা দেন।
সম্বন্ধে জেনে তিনি খুব খুশি হয়েছিলেন যেখানে সবার স্বাস্থ্য পুরোপুরি ভাল হয়ে যাবে। বাইবেলে তিনি পড়েছিলেন যে ঈশ্বর কী করে অলৌকিকভাবে লোকেদের ঠিক করে দেবেন: “তৎকালে অন্ধদের চক্ষু খোলা যাইবে, আর বধিরদের কর্ণ মুক্ত হইবে। তৎকালে খঞ্জ হরিণের ন্যায় লম্ফ দিবে, ও গোঙ্গাদের জিহ্বা আনন্দগান করিবে।” (প্রার্থনা করে সান্ত্বনা পাওয়া যায়
আমরা যখন কোন দুঃখে কাতর হই, তখন যিহোবার কাছে প্রার্থনা করে আমরা সান্ত্বনা পেতে পারি। প্রার্থনা করে আমাদের মনে হয় যে আমাদের বোঝা যেন অনেকখানি হালকা হয়ে গেছে। প্রার্থনা করার সময় আমাদের হয়তো বাইবেলে দেওয়া কিছু বিষয় মনে পড়ে যেতে পারে যার থেকে আমরা সান্ত্বনা পেতে পারি। বাইবেলে দেওয়া সবচেয়ে লম্বা গীত একটা সুন্দর প্রার্থনা। এর রচক বলেছিলেন: “সদাপ্রভু, আমি তোমার পূর্ব্বকালের শাসনকলাপ স্মরণ করিয়াছি, আর সান্ত্বনা পাইয়াছি।” (গীতসংহিতা ১১৯:৫২) যদি আমাদের এমন কোন কঠিন অসুখ হয় যা সারার কোন পথ নেই বলে মনে হয় ও যখন চোখের সামনে সবকিছু শুধু অন্ধকার বলে মনে হয়, তখন অনেকে দেখেছেন যে আমরা যতটুকু করতে পারি তা করার পর প্রার্থনা করে যিহোবার ওপর সমস্ত ভার ছেড়ে দিয়ে অনেক সান্ত্বনা ও শান্তি পাওয়া যায়। আর মাঝে মাঝে এমনভাবে সমস্যার সমাধান হয়ে যায়, যার কথা হয়তো আমরা কখনও চিন্তাও করিনি।—১ করিন্থীয় ১০:১৩.
প্যাটকে, তাড়াতাড়ি করে হাসপাতালের ইমারজেন্সি রুমে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি প্রার্থনা করে সান্ত্বনা ও শান্তি পেয়েছিলেন। সুস্থ হয়ে ওঠার পর তিনি বলেছিলেন: “আমি যিহোবার কাছে প্রার্থনা করেছিলাম আর বুঝেছিলাম যে তাঁর হাতেই আমার জীবন সঁপে দেওয়া এবং তাঁর ওপর ভরসা রাখাই ঠিক, তিনি যা করবেন তাই আমার জন্য ভাল। চিকিৎসা চলার সময়ে আমি ঘাবড়ে যাইনি বরং আমি ঈশ্বরের দেওয়া সেই শান্তি পেয়েছিলাম যে সম্বন্ধে ফিলিপীয় ৪:৬, ৭ পদে লেখা আছে।” বাইবেলের এই পদ দুটো থেকে আমরা সবাই কতই না সান্ত্বনা পাই! এই পদ দুটোতে পৌল আমাদের বলেছেন: “কোন বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচ্ঞা সকল ঈশ্বরকে জ্ঞাত কর। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রীষ্ট যীশুতে রক্ষা করিবে।”
পবিত্র আত্মা আমাদের সান্ত্বনা দেয়
মৃত্যুর আগের রাতে যীশু খ্রীষ্ট তাঁর প্রেরিতদের স্পষ্ট করে জানিয়েছিলেন যে খুব শীঘ্রিই তিনি তাদের ছেড়ে চলে যাবেন। এই কথায় তারা দিশেহারা হয়ে পড়েছিলেন, তারা দুঃখ পেয়েছিলেন। (যোহন ১৩:৩৩, ৩৬; ১৪:২৭-৩১) যীশু বুঝতে পেরেছিলেন যে এর পরেও তাদের সান্ত্বনা ও আশার দরকার আছে, তাই তিনি প্রতিজ্ঞা করেছিলেন: “আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় [অথবা সান্ত্বনাকারী] তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন।” (যোহন ১৪:১৬; পাদটীকা, NW) যীশু এখানে ঈশ্বরের পবিত্র আত্মার কথা বলেছিলেন। আর ঈশ্বরের পবিত্র আত্মা প্রেরিতদের অনেক সাহায্য করেছিল। যেমন পরীক্ষার সময়ে তাদের তা সান্ত্বনা দিয়েছিল, সাহস জুগিয়েছিল আর ঈশ্বরের ইচ্ছা পালন করে চলতে তাদেরকে শক্তি দিয়েছিল।—প্রেরিত ৪:৩১.
এঞ্জি, যার স্বামী মর্মান্তিক দুর্ঘটনায় প্রায় মরতে মরতে বেঁচে গিয়েছিলেন, তিনি খুব ভালভাবে সেই দুঃখজনক অবস্থাকে কাটিয়ে উঠতে পেরেছিলেন। কী তাকে সাহায্য করেছিল? তিনি বলেন: “যিহোবার পবিত্র আত্মার সাহায্য ছাড়া, আমি এইরকম কঠিন অবস্থা সহ্য করতে পারতাম না। পবিত্র আত্মার সাহায্যেই আজ পর্যন্ত আমরা বিশ্বাসে মজবুত আছি। আর দুঃখের সময়ে যিহোবা আমাদের দৃঢ় দুর্গ হয়েছেন। সত্যিই আমাদের দুর্বলতা যিহোবার শক্তিকে প্রকাশ করে।”
ভাইবোনেরা আমাদের সান্ত্বনা দেন
একজনের অবস্থা যত খারাপই হোক না কেন, তার জীবনের পরিস্থিতি যত কঠিন, যত দুঃখেরই হোক না কেন, যিহোবার মণ্ডলীতে যে ভাইবোনেরা আছেন তাদের কাছ থেকে আপনি সান্ত্বনা পেতে পারেন। মণ্ডলীর এই ভাইবোনেদের মধ্যে ভালবাসা আছে আর তাই তারা আমাদেরকে ঈশ্বরের সেবায় লেগে থাকতে সাহায্য করেন ও সাহস জোগান। মণ্ডলীর ভাইবোনেরা একে অন্যের জন্য চিন্তা করেন। তারা একে অন্যের ভাল বন্ধু, যারা অসুবিধার সময় সান্ত্বনা দেওয়ার ও সাহায্য করার জন্য সবসময় তৈরি থাকেন। আর খুশি মনে তারা তা করেন।—২ করিন্থীয় ৭:৫-৭.
গালাতীয় ৬:১০) বাইবেল থেকে তারা যা শেখেন তার জন্য তারা ভাইবোনদেরকে প্রেম করেন ও ভাল ব্যবহার করেন। (রোমীয় ১২:১০; ১ পিতর ৩:৮) মণ্ডলীর ভাইবোনেরা একে অন্যকে দয়া দেখান, সান্ত্বনা দেন এবং আশা জোগান।—ইফিষীয় ৪:৩২.
খ্রীষ্টীয় মণ্ডলীর ভাইবোনদেরকে শেখানো হয় তারা যেন ‘সকলের প্রতি, বিশেষতঃ যাহারা বিশ্বাস-বাটীর পরিজন, তাহাদের প্রতি সৎকর্ম্ম করেন।’ (আগের প্রবন্ধে আমরা জো এবং রেবেকা সম্বন্ধে পড়েছিলাম যাদের ছেলে মারা গিয়েছিল, মণ্ডলীর ভাইবোনদের কাছ থেকে তারা অনেক সান্ত্বনা পেয়েছিলেন। তারা বলেন: “যিহোবা এবং তাঁর মণ্ডলী আমাদেরকে প্রেম দেখিয়েছে যার জন্য আমরা আমাদের দুঃখ সইতে পেরেছি। ভাইবোনেরা আমাদের অনেক কার্ড ও চিঠি পাঠিয়েছিলেন, তারা আমাদের ফোন করেছিলেন। এতে আমরা আরও ভাল করে বুঝেছিলাম যে আমাদের ভাইবোনদের প্রেম কত অমূল্য। ছেলেকে হারিয়ে আমরা যখন একেবারে ভেঙে পড়েছিলাম, আমরা বুঝে উঠতে পারছিলাম না যে আমাদের কী করা উচিত তখন কাছের মণ্ডলীগুলোর অনেক ভাইবোনেরা এসে আমাদেরকে সাহায্য করেছিলেন। রান্না থেকে শুরু করে ঘরদোর পরিষ্কার করে দেওয়া সবকিছু তারা করেছিলেন।”
সান্ত্বনা পান!
যখন দুর্যোগের পাহাড় আমাদের ওপর ভেঙে পড়ে আর দুঃখকষ্টের কালো মেঘ আমাদের ছেয়ে ফেলে ও শিলাবৃষ্টির মতো আমাদের ওপর পড়তে থাকে, মনে রাখুন যে তখন ঈশ্বর আমাদের যত্ন নেওয়ার ও সান্ত্বনা দেওয়ার জন্য তৈরি। গীতসংহিতার একটা গীতে তাঁকে এইভাবে আঁকা হয়েছে: “তিনি আপন পালখে তোমাকে আবৃত করিবেন, তাঁহার পক্ষের নীচে তুমি আশ্রয় পাইবে।” (গীতসংহিতা ৯১:৪) এখানে হয়তো ঈগল পাখির কথা বলা হয়েছে। এই পাখি বিপদ বুঝতে পারে আর তারপর তার বাচ্চাদের বিপদ থেকে বাঁচানোর জন্য পাখার নিচে ঢুকিয়ে নেয়। এইরকমই আরও বেশি করে যিহোবা আমাদের সবাইকে রক্ষা করেন আর যারা তাঁর কাছে আসেন তাদের সবাইকে তিনি তাঁর পাখার নিচে আশ্রয় দেন।—গীতসংহিতা ৭:১.
আপনি যদি ঈশ্বর, তাঁর ব্যক্তিত্ব, তাঁর উদ্দেশ্য সম্বন্ধে এবং তিনি যে সান্ত্বনা দিতে পারেন সে বিষয়ে আরও বেশি কিছু জানতে চান, তাহলে আপনাকে তাঁর বাক্য বাইবেল অধ্যয়ন করতে হবে। যিহোবার সাক্ষিরা খুশি মনে আপনার সঙ্গে বাইবেল অধ্যয়ন করার জন্য তৈরি। হ্যাঁ, যিহোবা যে শক্তি দেন তার থেকে আপনিও সান্ত্বনা পেতে পারেন!
[৭ পৃষ্ঠার চিত্রগুলো]
বাইবেল ভবিষ্যৎ সম্বন্ধে আশা দেয় যার থেকে আপনি সান্ত্বনা পেতে পারেন