সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

‘সদাপ্রভু, আমি তোমার যজ্ঞবেদি প্রদক্ষিণ করিব’

‘সদাপ্রভু, আমি তোমার যজ্ঞবেদি প্রদক্ষিণ করিব’

‘সদাপ্রভু, আমি তোমার যজ্ঞবেদি প্রদক্ষিণ করিব’

 “আমি শুদ্ধতায় আমার হাত ধুইব, সদাপ্রভু, এইরূপে তোমার যজ্ঞবেদি প্রদক্ষিণ করিব।” (গীতসংহিতা ২৬:৬) প্রাচীনকালের রাজা দায়ূদ এই কথাগুলো বলে যিহোবার জন্য তার ভক্তি দেখিয়েছিলেন। কিন্তু কেন তিনি যিহোবার যজ্ঞবেদি “প্রদক্ষিণ” করবেন বা তার চারিদিকে ঘুরে বেড়াবেন আর কীভাবে তনি তা করবেন?

সমাগম তাম্বু ও এর তামা দিয়ে মোড়ানো যজ্ঞবেদি ছিল সেই জায়গা যেখানে দায়ূদ যিহোবার উপাসনা করতেন আর সেই সময়ে এটা যিরূশালেমের উত্তর দিকে গিবিয়োন নগরে ছিল। (১ রাজাবলি ৩:৪) ওই বেদির আকার ছিল মাত্র ২.২ বর্গমিটার, এটা শলোমনের মন্দির প্রাঙ্গণের বিরাট বেদির তুলনায় অনেক ছোট ছিল। * তবুও সেই সময়ে সমাগম তাম্বু ও এর এই ছোট্ট বেদিতেই সমস্ত ইস্রায়েলীয়রা যিহোবার উপাসনা করত আর তাই এই তাম্বু ও যজ্ঞবেদি দায়ূদের খুবই প্রিয় ছিল।—গীতসংহিতা ২৬:৮.

সমাগম তাম্বুর এই বেদিতে হোমবলি, মঙ্গলার্থক বলি ও পাপার্থক বলি উৎসর্গ করা হতো আর বার্ষিক প্রায়শ্চিত্তের দিনে পুরো জাতির হয়ে যাজক এখানে বলি উৎসর্গ করতেন। এই বেদি ও এখানে যে বলি উৎসর্গ করা হতো, সেগুলো আজকের খ্রীষ্টানদের জন্য এক গভীর অর্থ রাখে। প্রেরিত পৌল বলেছিলেন যে এই বেদি ঈশ্বরের ইচ্ছাকে বোঝায়। আর তাঁর এই ইচ্ছার জন্যই তিনি সেই বলিদানকে গ্রাহ্য করেছেন যার দ্বারা সারা পৃথিবীর মানুষ পাপ থেকে মুক্তি পেতে পারে। আর যীশু খ্রীষ্ট এই বলিদান দিয়েছিলেন যে বিষয়ে পৌল বলেছিলেন: “সেই ইচ্ছাক্রমে, যীশু খ্রীষ্টের দেহ একবার উৎসর্গ করণ দ্বারা, আমরা পবিত্রীকৃত হইয়া রহিয়াছি।”—ইব্রীয় ১০:৫-১০.

বেদিতে বলি উৎসর্গ করার আগে, যাজকেরা জল দিয়ে হাত ধুয়ে নিজেদের শুদ্ধ করতেন। তাই রাজা দায়ূদ ঠিক কথাই বলেছিলেন যে ‘যজ্ঞবেদি প্রদক্ষিণ করার’ আগে তিনি “শুদ্ধতায় হাত” ধুয়ে নেবেন। তিনি “চিত্তের সিদ্ধতায় ও সরলভাবে” চলতেন। (১ রাজাবলি ৯:৪) কিন্তু দায়ূদ যদি শুদ্ধতায় হাত না ধুতেন ও চিত্তের সিদ্ধতায় ও সরলভাবে না চলতেন, তাহলে যিহোবাকে তা খুশি করতে পারত না। আরেক কথায় বলা যায় যে তার ‘যজ্ঞবেদি প্রদক্ষিণ করাকে’ ঈশ্বর গ্রাহ্য করতেন না। আসলে ইস্রায়েলীয়দের মধ্যে শুধু লেবীয়দেরই যিহোবার বেদিতে যাজক হিসেবে সেবা করার অধিকার ছিল। কিন্তু, দায়ূদ লেবীয় ছিলেন না আর তাই যাজকের কাজ করার সুযোগ তার ছিল না। তিনি যদিও রাজা ছিলেন, তবুও তাকে সমাগম তাম্বুর প্রাঙ্গণে পর্যন্ত যেতে দেওয়া হতো না। কিন্তু তাহলে কীভাবে তিনি যজ্ঞবেদি প্রদক্ষিণ করতেন? একজন বিশ্বস্ত ইস্রায়েলীয় হওয়ায় তিনি মোশির ব্যবস্থা মেনে চলতেন এবং হোমবলি উৎসর্গ করার জন্য নিয়মিত বলির দ্রব্য নিয়ে আসতেন। আর এইভাবে দায়ূদ দেখিয়েছিলেন যে তার জীবনে যিহোবাকে উপাসনা করা অনেক বড় বিষয়।

আজকে কি আমরা দায়ূদের মতো হতে পারি? হ্যাঁ, পারি। আমরাও শুদ্ধতায় হাত ধুতে পারি ও ঈশ্বরের যজ্ঞবেদির চারিদিকে প্রদক্ষিণ করতে পারি। কীভাবে? যীশুর বলিদানে বিশ্বাস রেখে ও “অঞ্জলি নির্দ্দোষ ও অন্তঃকরণ বিমল” করে মনেপ্রাণে যিহোবাকে সেবা করে।—গীতসংহিতা ২৪:৪.

[পাদটীকাগুলো]

^ শলোমনের মন্দিরের বেদির আকার ছিল প্রায় ৯ বর্গমিটার।

[২৩ পৃষ্ঠার চিত্র]

যজ্ঞবেদি ঈশ্বরের ইচ্ছাকে বোঝায়। আর তাঁর এই ইচ্ছার জন্যই তিনি সেই বলিদানকে গ্রাহ্য করেছেন যার দ্বারা সারা পৃথিবীর মানুষ পাপ থেকে মুক্তি পেতে পারে