সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাবামায়েরা একজন শিক্ষকের ভুল ধারণার বিরুদ্ধে প্রতিবাদ করেন

বাবামায়েরা একজন শিক্ষকের ভুল ধারণার বিরুদ্ধে প্রতিবাদ করেন

বাবামায়েরা একজন শিক্ষকের ভুল ধারণার বিরুদ্ধে প্রতিবাদ করেন

 ইতালির কাসানো মুরজের প্রাথমিক স্কুলের এক শিক্ষক, তার স্কুলের কয়েকজন ছেলেমেয়েকে কিছু স্টিকার দেন আর বলেন, তারা যেন সেগুলো নিয়ে যার যার ঘরের সামনের দরজায় লাগিয়ে রাখে। সেই স্টিকারগুলোতে লেখা ছিল: “আমরা ক্যাথলিক। তাই যিহোবার সাক্ষিদের বলছি, আপনারা এই দরজায় কড়া নাড়বেন না।”

কিছু ছেলেমেয়ের বাবামা, যদিও তারা যিহোবার সাক্ষি ছিলেন না কিন্তু তারা ওই শিক্ষকের এরকম কাজের খুব কড়া প্রতিবাদ জানান। মোভিটি মোভিটি খবরের কাগজ বলে যে বাবামায়েরা অভিযোগ করে বলেন ‘ছেলেমেয়েদেরকে এরকম স্টিকার দিয়ে শেখানো হচ্ছে যে কারও সঙ্গে তাদের মতের মিল না হলে তাদের সঙ্গে মেলামেশা করা ঠিক না বা “অন্য” ধর্মের লোকেদের ঘরে ঢুকতে দেওয়া উচিত না।’ একজন মা সেই স্টিকার সম্বন্ধে লিখেছিলেন যে এটা এমন এক “আগাছার বীজ, যা অজ্ঞানতা ও বোকামির জন্ম দেয়।”

এই রিপোর্ট থেকে এটা স্পষ্ট যে অনেক ভাল মনের লোকেরা বোঝেন, ভুল ধারণার বীজ বোনা কতখানি বিপদজনক। শুধু তাই নয়, ইতালি এবং সারা পৃথিবীতে যিহোবার সাক্ষিদের প্রচার কাজকে তারা শ্রদ্ধা করেছেন। এবার তাহলে যিহোবার সাক্ষিদেরকে ‘তাহাদের প্রত্যাশার হেতু’ সম্বন্ধে জিজ্ঞেস করুন না কেন? তারা ‘ভয় [গভীর সম্মান] সহকারে’ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আগ্রহী।—১ পিতর ৩:১৫.