যিহোবার প্রতি বিশ্বস্ত থাকা
যিহোবার প্রতি বিশ্বস্ত থাকা
আজকে, লোকেদের মধ্যে বিশ্বস্ততা বলতে গেলে দেখাই যায় না কিন্তু এটা এমন এক গুণ, যা সত্য ঈশ্বর যিহোবার উপাসকরা দেখিয়ে থাকেন। বিশ্বস্ত ব্যক্তি পরীক্ষার সময়ে দৃঢ় থাকেন এবং সবসময়ই অটল থাকেন। ভাল রাজা হিষ্কিয়ের কথাই দেখুন। বাইবেল বলে যে “তাঁহার পরে যিহূদার রাজগণের মধ্যে কেহ তাঁহার তুল্য হন নাই, তাঁহার পূর্ব্বেও ছিলেন না।” কোন্ বিষয়টা হিষ্কিয়কে সবার থেকে আলাদা করেছিল? তা হল তার চারপাশে মিথ্যা দেবতা, মোলকের উপাসকরা থাকা সত্ত্বেও তিনি “সদাপ্রভুতে আসক্ত ছিলেন।” হ্যাঁ, হিষ্কিয় “[যিহোবার] পশ্চাদ্গমন হইতে ফিরিলেন না, বরং . . . সকল আজ্ঞা . . . পালন করিতেন।”—২ রাজাবলি ১৮:১-৬.
প্রেরিত পৌলও যিহোবার প্রতি বিশ্বস্ত থেকেছিলেন। বাইবেলের গ্রিক শাস্ত্রে পৌলের প্রচার কাজের যে বিবরণ পাওয়া যায়, তা প্রমাণ দেয় যে তিনি সবসময় মনপ্রাণ দিয়ে ঈশ্বরের সেবা করেছিলেন। তাই মারা যাওয়ার আগে পৌল বলতে পেরেছিলেন: “আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথের শেষ পর্য্যন্ত দৌড়িয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি।”—২ তীমথিয় ৪:৭.
আমাদের কাছে হিষ্কিয় এবং পৌলের মতো বিশ্বস্ত ব্যক্তিদের কত সুন্দর উদাহরণই না আছে! আমাদের মহান ঈশ্বর, যিহোবার প্রতি বিশ্বস্ত থেকে আসুন আমরাও তাদের মতো বিশ্বাস দেখাই।—ইব্রীয় ১৩:৭.