অর্থই কি জীবনের সব নাকি আপনার জীবন আরও বেশি অর্থপূর্ণ?
অর্থই কি জীবনের সব নাকি আপনার জীবন আরও বেশি অর্থপূর্ণ?
কথিত আছে যে চকচক করলেই সোনা হয় না। একবার যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি দামের একটা ব্যাংক নোট বের করা হয়েছিল যেটা ছিল ১০,০০০ ডলার। কিন্তু যে নোটের উপর এই ১০,০০০ ডলার ছাপানো হয়েছিল আসলে সেটা শুধু কাগজের একটা টুকরো ছাড়া আর কিছুই ছিল না।
আজকে জগতে কোটি কোটি লোকেরা মনে করেন যে এই কাগজের টুকরো বা অর্থ তাদের জীবনকে অর্থপূর্ণ করবে, তাদের জীবনে সুখ, শান্তি এনে দেবে। আপনিও কি তাই মনে করেন? যারা মনে করেন যে অর্থই তাদের জীবন তারা দিনরাত এক করে পয়সা রোজগার করেন। পয়সার পিছনে ছুটতে গিয়ে তাদের বন্ধুবান্ধব পরিবার এমনকি নিজেদের শরীরের দিকেও খেয়াল থাকে না। কিন্তু এতে কি কিছু লাভ আছে? পয়সা বা পয়সা দিয়ে কেনা কোন জিনিস কি আমাদের জীবনকে অর্থপূর্ণ করতে পারে বা সত্যিকারের সুখ, শান্তি দিতে পারে?
গবেষকেরা বলেন যে পয়সা দিয়ে আমরা যত বেশি সুখ পেতে চাই সুখ যেন আমাদের কাছ থেকে ততই দূরে সরে যায়। সাংবাদিক অল্ফি কোন বলেন যে “পয়সা দিয়ে সুখ কেনা যায় না।. . . যারা ভাবেন যে জীবনে পয়সাই সবকিছু তারা সুখী হন না বরং নানারকম চাপে ও দুশ্চিন্তায় ভোগেন।”—ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিব্যুন।
গবেষকেরা যদিও বা জেনে ফেলেছেন যে শুধু পয়সা দিয়েই জীবনে সুখী হওয়া যায় না, তবুও বেশির ভাগ লোকেরা কিন্তু তা মানেন না। তাদের কাছে পয়সাই সবকিছু। যেমন সেই লোকেদের কথাই ধরুন যারা পশ্চিমী দেশগুলোতে থাকেন। প্রতিদিন ৩,০০০রেরও বেশি বিজ্ঞাপন তারা দেখেন আর সে বিজ্ঞাপন গাড়িরই হোক বা চকলেটের। প্রত্যেকটা বিজ্ঞাপন আপনাকে বলে: “এই জিনিস কিনুন আর সুখী হোন।”
যখন জিনিসের পিছনে ছোটাটাই জীবনে বড় হয়ে দাঁড়ায় তখন তার ফল কী হয়? জীবনে ঈশ্বরের জন্য কোন জায়গা থাকে না। নিউজউইক ম্যাগাজিনের এক রিপোর্ট বলে জার্মানির কোলোনের আর্কবিশপ কিছুদিন আগে বলেছিলেন যে, “আজকের লোকেরা যেন ঈশ্বরকে ভুলে গিয়েছে।”
আপনাকেও হয়তো রুজিরোজগারের জন্য সারাটা দিন ব্যস্ত থাকতে হয়, ভোরবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত খাটাখাটনি করতে হয়। তাই আপনি হয়তো বলবেন যে অন্য কিছু ভাবার আমার সময় কোথায়? কিন্তু তবুও আপনিও নিশ্চয় কখনও না কখনও চিন্তা করেন যে এটাই কি জীবন? যন্ত্রের মতো সারাদিন শুধু খেটে চলা যতদিন পর্যন্ত না শরীর ভেঙে পড়ে বা বয়স আপনাকে থামিয়ে দেয়?
আসলে জীবনে অর্থই কি সবকিছু না কি আপনার জীবন আরও বেশি অর্থপূর্ণ? এমন কি হতে পারে যে জীবনে ঈশ্বরকে তাঁর জায়গা দিয়ে, তাঁর সঙ্গে কাছের সম্পর্ক গড়ে আপনি আপনার জীবনকে অর্থপূর্ণ করে তুলবেন?