ভাল কাজ করলে ঈশ্বরেরই গৌরব হয়
ভাল কাজ করলে ঈশ্বরেরই গৌরব হয়
যারা ঈশ্বরকে ভালবাসে তাদের কথাবার্তা ও আচার ব্যবহার এমন যে তা যেন জগতের লোকেদের কাছে আলো ছড়িয়ে দেওয়ার মতো। আর তা করে তারা যীশুর এই আদেশকে মেনে চলেন যা বলে: “তোমাদের আলো লোকেদের সামনে জ্বলুক, যেন তারা তোমাদের ভাল কাজ দেখে তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে।” (মথি ৫:১৬, প্রে.বা.) হ্যাঁ, আমরা ভাল কাজ করে ঈশ্বরের গৌরব করতে পারি।
যিহোবার সাক্ষিরা সবসময় ঈশ্বরকে খুশি করার চেষ্টা করেন। এইজন্য তারা বাইবেলের কথামতো চলতে চান এবং অন্যদেরকে ঈশ্বরের বিষয় জানাতে চান। এমনকি যে দেশগুলোতে প্রচার করতে নিষেধ করা হয়েছে সেখানেও তারা লোকেদেরকে ঈশ্বরের বিষয় জানাতে চেষ্টা করেন। এরকমই একটা দেশের প্রধান শহরে যিহোবার সাক্ষিরা তাদের বার্ষিক সম্মেলনগুলো করে এসেছেন। যেখানে ৬০০০ থেকে ৯০০০ জন পর্যন্ত লোকেরা আসেন। এইরকম বড় বড় সম্মেলনগুলোর জন্য তারা সেই হলগুলোকে ভাড়া নিয়েছিলেন যেগুলোতে সাধারণত বিভিন্ন প্রদর্শনী হয়ে থাকে। আগের বছরগুলোর মতো, এবারও অর্থাৎ ১৯৯৯ সালেও সম্মেলন শুরুর আগে হাজার হাজার সাক্ষি ভাইবোনেরা মিলে অনেক খাটাখাটনি করে হলগুলোকে পরিষ্কার করেন, চেয়ার লাগান ও সাউণ্ড সিস্টেমের ব্যবস্থা করেন।
সম্মেলন করার জন্য তাদের এই খাটাখাটনি হলের কর্তৃপক্ষ দেখেছিলেন। তারা দেখেছিলেন যে সম্মেলনে ১৫,৬৬৬ জন এসেছিলেন অথচ সেখানে কোনরকম গণ্ডগোল হয়নি, সবকিছুই খুব সুষ্ঠভাবে হয়েছিল। সম্মেলন শেষ হয়ে যাওয়ার পরও ভাইবোনেরা যেভাবে আবার হল পরিষ্কার করেন তা দেখেও তারা অবাক হয়ে যান।
এইজন্য হল কর্তৃপক্ষ ভাইবোনেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন যে তারা সবসময়ই সবার আগে যিহোবার সাক্ষিদের হল ভাড়া দেবেন। কিন্তু শুধু তাই নয়, তারা আরও কিছু করেন। ১৯৯৯ সালের ১৫ই জুলাই সম্মেলন কমিটিকে তারা একটা ফলক দেন। আর তাতে লেখা ছিল “যিহোবার সাক্ষিদের মণ্ডলী।” যে দেশে যিহোবার সাক্ষিদের কাজ করতে নিষেধ করা হয়েছে সেখানে এমন পুরস্কার সত্যিই খুব অবাক করে দেওয়ার মতো!
২০০০/২০০১ সালে পৃথিবী জুড়ে যিহোবার সাক্ষিরা এইরকমই এক সম্মেলন করবেন যার নাম হচ্ছে “ঈশ্বরের বাক্যের কার্যকারী” জেলা সম্মেলন। লক্ষ লক্ষ লোকেরা সেখানে আসবেন বলে আশা করা হচ্ছে। আপনিও আসুন না কেন আর সেখানে এসে নিজের চোখে দেখুন যে কীভাবে বাইবেলের কথা মতো চলে ভাল কাজ করে ঈশ্বরের গৌরব করা যায়।