সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

‘তারা সদ্‌গুণ ও ভালবাসার কথা বলেন’

‘তারা সদ্‌গুণ ও ভালবাসার কথা বলেন’

‘তারা সদ্‌গুণ ও ভালবাসার কথা বলেন’

 ফ্রান্সে, গত কয়েক বছরে যিহোবার সাক্ষিদের নামে অনেক আজেবাজে কথা রটানো হয়েছে। বিরোধীরা সাক্ষিদের বিষয়ে কিছুটা সত্য বা একেবারেই মিথ্যা তথ্যকে রংচঙ মাখিয়ে এমনভাবে বলেছিল যে লোকেরা তাদেরকে ভুল বুঝেছে। মিথ্যা আর ভুল তথ্য ব্যবহার করে বিরোধীরা সাক্ষিদেরকে জনতার কাছে ভুলভাবে তুলে ধরে। এই কারণে যিহোবার সাক্ষিরা ১৯৯৯ সালের শুরুতে, ফ্রান্সের লোকেরা, আপনারা তো প্রতারিত হচ্ছেন! (ইংরেজি) নামের একটা ট্র্যাক্ট পুরো ফ্রান্সে ১ কোটি ২০ লক্ষ কপি বিতরণ করেন। তারা এই ট্র্যাক্টে নিজেদের সম্বন্ধে সঠিক তথ্য দেন।

ট্র্যাক্ট বিতরণের কিছুদিন পর, মি. জাঁ বনোম যিনি একজন চিকিৎসক ও আগে সংসদ সদস্য ছিলেন, তিনি স্থানীয় একটা সংবাদপত্রে প্রতিবাদ জানিয়ে একটা চিঠি লেখেন। তিনি লিখেছিলেন: “যিহোবার সাক্ষিরা মাঝে মাঝে আমার ঘরে আসেন। সারা পৃথিবীর লোকেরা কী করে সদ্‌গুণ গড়ে তুলতে ও একে অন্যকে ভালবাসতে পারে সেই বিষয় নিয়ে তারা আমার সঙ্গে কথা বলেন। . . . জোর করে তারা কখনও আমার ঘরে ঢোকেন না। তারা শান্তভাবে কথা বলেন এবং কোন বিষয়ে আমি মতামত ব্যক্ত করলে তারা তা মনোযোগ দিয়ে শোনেন।”

যিহোবার সাক্ষিদের মনোভাব সম্বন্ধে মি. বনোম বলেছিলেন: “তাদের সরলতা কারও কোন ক্ষতি করে না। কিন্তু, কিছু রাজনীতিবিদদের সরলতা দেশের ও দশের শান্তি নষ্ট করে।”