সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রীষ্টীয় প্রেম শুধু মুখে নয়

খ্রীষ্টীয় প্রেম শুধু মুখে নয়

খ্রীষ্টীয় প্রেম শুধু মুখে নয়

 বার্থলমিউ পরিবার ত্রিনিদাদে থাকে। একদিন হঠাৎ-ই ঘরে আগুন লেগে যাওয়ায় তারা তাদের সর্বস্ব খোয়ান। শুধু প্রাণ হাতে করে তারা কাছাকাছি এক আত্মীয়ের ঘরে গিয়ে উঠেছিলেন। কিন্তু এখানেই শেষ নয়।

অলিভ বার্থলমিউ একজন যিহোবার সাক্ষি। তাই ঘটনার কথা জানা মাত্রই তার মণ্ডলী ও কাছেপিঠের মণ্ডলীগুলো তাকে একটা নতুন ঘর বানিয়ে দেওয়ার জন্য দান দিতে শুরু করে। ঘর বানানোর জন্য ভাইরা একটা ছোট কমিটি করেন ও ঘর তৈরির কাজ শুরু হয়। প্রায় ২০ জন ভাইবোন ও সেইসঙ্গে পাড়ার কিছু লোকেরা কাজে হাত লাগান। এমনকি যুবকেরাও এসে কাজে যোগ দিয়েছিল। আর যারা ঘর তৈরি করছিলেন তাদের জন্য কিছুজন জলখাবারের ব্যবস্থা করেন।

অলিভ বলেন, “আমার পরিবার অভিভূত হয়ে যায়। আমার স্বামী যেন আজও তার চোখকে বিশ্বাস করতে পারেন না। তারা কেউ যিহোবার সাক্ষি নয়। তাই ভাইদের এভাবে সাহায্য করতে দেখে তারা একেবারে অবাক হয়ে গিয়েছিল।” ত্রিনিদাদের সানডে গার্ডিয়ান খবরের কাগজে এভাবেই লেখা হয়েছিল।

যে ভাই এই কাজের দেখাশোনা করেছিলেন তিনি কীভাবে এই কাজ শেষ হয়েছিল তা জানান। আর তিনি এও বলেন যে আমাদের এই কাজ আমাদের সত্য খ্রীষ্টান বলে পরিচয় দেয়। তিনি বলেন, “আমরা ঘরে ঘরে গিয়ে শুধু মুখেই লোকেদেরকে প্রেমের কথা বলি না কিন্তু আমরা কাজেও তা করে দেখানোর চেষ্টা করি।”—যোহন ১৩:৩৪, ৩৫.

[৩২ পৃষ্ঠার চিত্র]

স্বামীর সঙ্গে অলিভ বার্থলমিউ