সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“একতার উদাহরণ”

“একতার উদাহরণ”

“একতার উদাহরণ”

 ব্রাজিলের সাও পাওলোতে ইনডাইয়াটিওবা খবরের কাগজে সম্পাদকের প্রবন্ধে এই শিরোনাম দেওয়া হয়েছিল। কারা এই উদাহরণ রেখেছেন? “যিহোবার সাক্ষিরা,” ওই প্রবন্ধের লেখক বলেছিলেন। “তারা একটা নতুন কিংডম হল বানানোর পরিকল্পনা করেছেন, যা হল তাদের উপাসনালয় বা মিলনায়তন আর সেটা বানাতে গিয়েই তারা সাহায্য-সহযোগিতার এক গঠনমূলক ও বাস্তব উদাহরণ রেখেছেন, যা কারও নজর এড়াতে পারে না।”

যিহোবার সাক্ষিদের একতা সবার নজরে পড়ে। তাই ওই প্রবন্ধে বলা হয়েছিল: “নারী-পুরুষ ও কিশোর-কিশোরীরা সকলে একসঙ্গে তাদের উপাসনালয় নির্মাণ করছেন, যেখানে এসে তারা ঈশ্বরের উপাসনা করবেন। বিনা পারিশ্রমিকে নিজের ইচ্ছায় করা তাদের এই কাজ দেখে সত্যিই অনেক উৎসাহ পাওয়া যায়। এখানে তারা একে অন্যের সঙ্গে মেলামেশা করতে পারবেন ও একসঙ্গে ঈশ্বরের উপাসনা করবেন।”

অন্যান্য বিষয়েও যিহোবার সাক্ষিরা ভাল উদাহরণ রাখেন। ওই প্রবন্ধে আরও বলা হয়: “বাইবেল স্টাডি ও প্রার্থনা করা ছাড়াও তারা মদ্যপায়ী বা মাদকাসক্তদের ভাল করে তুলতে চান এবং লোকেদেরকে একতা ও ভালবাসার কথা শোনাতে চান।” কিন্তু, কীভাবে তারা তা করেন? সাক্ষিরা জানেন যে বাইবেলের পরামর্শ শিখে ও কাজে লাগিয়ে একজন ব্যক্তি সবধরনের খারাপ কাজ থেকে ফিরে আসতে পারে। এইজন্যই বাইবেল থেকে তারা যা শেখেন, তা অন্যদেরকে জানানোর চেষ্টা করেন। ওই প্রবন্ধের শেষে বলা হয়, “কোন সন্দেহ নেই যে দেরি না করে এদের উদাহরণ সকলের মেনে চলা দরকার।”

যিহোবার সাক্ষিদের মিটিংগুলোতে যে কেউই আসতে পারেন আর এখানে কোন চাঁদা নেওয়া হয় না। আপনার এলাকার কাছাকাছি কিংডম হলে আসার জন্য আমরা আপনাকে সাদর আমন্ত্রণ জানাই।