সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আজকে কারা ঈশ্বরের পরিচারক?

আজকে কারা ঈশ্বরের পরিচারক?

আজকে কারা ঈশ্বরের পরিচারক?

‘আমাদের উপযোগিতা ঈশ্বর হইতে উৎপন্ন; তিনিই আমাদিগকে নূতন নিয়মের . . . পরিচারক হইবার উপযুক্ত করিয়াছেন।’২ করিন্থীয় ৩:৫, ৬.

১, ২. প্রথম শতাব্দীর সমস্ত খ্রীষ্টানদের কোন্‌ দায়িত্ব ছিল কিন্তু তা কীভাবে বদলে যায়?

 সাধারণ কালের প্রথম শতাব্দীতে প্রত্যেক খ্রীষ্টানকে একটা জরুরি কাজ করতেই হতো আর তা ছিল সুসমাচার প্রচার করা। তারা সকলেই ছিলেন অভিষিক্ত ব্যক্তি এবং নতুন নিয়মের পরিচারক। এদের মধ্যে আবার কারও কারও অন্যান্য দায়িত্বও ছিল, যেমন তারা মণ্ডলীতে শিক্ষা দিতেন। (১ করিন্থীয় ১২:২৭-২৯; ইফিষীয় ৪:১১) পরিবারের মধ্যে বাবামাদের অনেক দায়িত্ব ছিল। (কলসীয় ৩:১৮-২১) কিন্তু, সবাই-ই প্রচার করতেন আর সেটাই ছিল তাদের প্রধান ও জরুরি কাজ। মূল খ্রীষ্টান গ্রিক শাস্ত্রে এই দায়িত্ব ছিল এক ধরনের ডায়াকোনিয়া অর্থাৎ সেবা বা পরিচর্যা।—কলসীয় ৪:১৭.

কিন্তু, সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে যায়। পাদরি শ্রেণীর উৎপত্তি হয়, যারা প্রচার করার সুযোগকে শুধু তাদের নিজেদের হাতের মুঠোয় রেখে দিতেন। (প্রেরিত ২০:৩০) নিজেদের খ্রীষ্টান বলে দাবি করত এমন লোকেদের মধ্যে পাদরিদের সংখ্যা ছিল খুবই কম। বাকি লোকেরা ছিল সাধারণ লোক। সাধারণ লোকেদের শেখানো হয়েছিল যে, তাদেরও কিছু দায়িত্ব আছে আর তার মধ্যে একটা হল পাদরিদের ভরণপোষণের জন্য টাকাপয়সা দেওয়া। এর ফলে বেশির ভাগ লোকেরা শুধু পাদরিদের প্রচার শুনত, নিজেরা প্রচার করত না।

৩, ৪. (ক) খ্রীষ্টীয়জগতের গির্জাগুলোতে কীভাবে পরিচারক নিযুক্ত করা হয়? (খ) খ্রীষ্টীয়জগতে কারা পরিচারক হিসেবে কাজ করেন আর যিহোবার সাক্ষিরা তাদের চেয়ে কেন আলাদা?

পাদরিরা নিজেদের পরিচারক (ডায়াকোনোস শব্দের ল্যাটিন অনুবাদ মিনিস্টার, যার মানে হল “দাস”) * বলে দাবি করতেন। তারা বিভিন্ন কলেজ অথবা সেমিনার থেকে গ্র্যাজুয়েট হতেন আর তারপর তাদেরকে আনুষ্ঠানিকভাবে পরিচারক হিসেবে নিযুক্ত করা হতো। দি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বাইবেল এনসাইক্লোপিডিয়া বলে: “‘নিযুক্ত’ এবং ‘নিযুক্তিকরণ’ শব্দগুলো সাধারণত ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিচারক বা যাজকদের বিশেষ পদ দেওয়া বোঝায়। তাদেরকে বাক্য প্রচার করার অথবা বিভিন্ন সাক্রামেন্ট দেওয়ার অথবা দুটো কাজ করারই অধিকার দেওয়া হয়।” পরিচারকদেরকে কারা নিযুক্ত করেন? দ্যা নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলে: “যে গির্জাগুলোতে বিশপ থাকেন সেখানে সাধারণত বিশপরাই পরিচারকদের নিযুক্ত করেন। প্রেসবিটারিয়ান গির্জাগুলোতে যাজকদের নিয়ে গঠিত নির্বাহী পরিষদ, পরিচারকদেরকে নিযুক্ত করে থাকে।”

তাই, খ্রীষ্টীয়জগতের গির্জাগুলোতে পরিচারক হওয়ার সুযোগ খুবই কড়াকড়ি ও সীমিত। কিন্তু, যিহোবার সাক্ষিদের বেলায় এমনটা নয়। কেন? কারণ প্রথম শতাব্দীর খ্রীষ্টীয় মণ্ডলীতে এমনটা ছিল না।

ঈশ্বরের পরিচারক আসলে কারা?

৫. বাইবেল অনুসারে কারা পরিচারক হিসেবে সেবা করেন?

বাইবেল বলে যে স্বর্গে ও পৃথিবীতে যারা যিহোবাকে উপাসনা করেন তারা সবাই-ই পরিচারক। স্বর্গদূতেরা যীশুর পরিচর্যা করেছিলেন। (মথি ৪:১১; ২৬:৫৩; লূক ২২:৪৩) স্বর্গদূতেরা ‘যাহারা পরিত্রাণের অধিকারী হইবে, . . . তাহাদেরও পরিচর্য্যা’ করেন। (ইব্রীয় ১:১৪; মথি ১৮:১০) যীশু নিজেও একজন পরিচারক ছিলেন। তিনি বলেছিলেন: “মনুষ্যপুত্ত্র পরিচর্য্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচর্য্যা করিতে, . . . আসিয়াছেন।” (মথি ২০:২৮; রোমীয় ১৫:৮) যীশুর শিষ্যরা যেহেতু “তাঁহার পদচিহ্নের অনুগমন” করেন, তাই এতে অবাক হওয়ার কিছুই নেই যে তারাও পরিচারক।—১ পিতর ২:২১.

৬. যীশু কীভাবে দেখিয়েছিলেন যে তাঁর শিষ্যদেরও পরিচারক হতে হবে?

যীশু স্বর্গে চলে যাবার কিছুক্ষণ আগে তাঁর শিষ্যদের বলেছিলেন: “তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর; পিতার ও পুত্ত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ কর; আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও।” (মথি ২৮:১৯, ২০) যীশুর শিষ্যরাও পরিচারক হবেন অর্থাৎ তারা লোকেদের শিষ্য বানাবেন। আর তারা যাদের নতুন শিষ্য বানাবেন তাদেরকে যীশুর সমস্ত আজ্ঞা পালন করতে হতো, যার মধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে শিষ্য তৈরি করার আজ্ঞাও ছিল। নারী-পুরুষ, ছেলে-বুড়ো যে-ই হোক না কেন, যীশুর প্রকৃত শিষ্যরা প্রত্যেকেই এক একজন পরিচারক।—যোয়েল ২:২৮, ২৯.

৭, ৮. (ক) বাইবেলের কোন্‌ পদগুলো দেখায় যে, সত্য খ্রীষ্টানরা সবাই-ই পরিচারক? (খ) পরিচারক নিয়োগ করার বিষয়ে কোন্‌ প্রশ্নগুলো ওঠে?

যীশুর এই কথার সঙ্গে মিল রেখে সা.কা. ৩৩ সালের পঞ্চাশত্তমীর দিনে যীশুর সমস্ত শিষ্যরা এবং অন্যান্য নারী-পুরুষেরা সবাই “ঈশ্বরের মহৎ মহৎ কর্ম্মের কথা” বলেছিলেন। (প্রেরিত ২:১-১১) এছাড়াও, প্রেরিত পৌল লিখেছিলেন: “লোকে হৃদয়ে বিশ্বাস করে, ধার্ম্মিকতার জন্য, এবং মুখে স্বীকার করে, পরিত্রাণের জন্য।” (রোমীয় ১০:১০) এই কথাগুলো পৌল শুধু পাদরি শ্রেণীর উদ্দেশে বলেননি কিন্তু “রোমে ঈশ্বরের প্রিয় . . . যত লোক [ছিলেন]” তাদের উদ্দেশে বলেছিলেন। (রোমীয় ১:১, ৭) একইভাবে, “ইফিষে স্থিত পবিত্র ও খ্রীষ্ট যীশুতে বিশ্বাসী” সমস্ত লোকেদের “শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণে” দিতে হতো। (ইফিষীয় ১:১; ৬:১৫) আর যারা ইব্রীয়দের কাছে লেখা চিঠির বিষয়বস্তু শুনেছিলেন তাদেরকে ‘প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরিয়া’ রাখতে হতো।—ইব্রীয় ১০:২৩.

কিন্তু, একজন ব্যক্তি কখন পরিচারক হতে পারেন? অন্য কথায়, কখন তাকে নিয়োগ করা হয়? আর কে-ই বা তাকে নিয়োগ করেন?

পরিচারক হিসেবে কখন নিযুক্ত করা হয়?

৯. যীশুকে পরিচারক হিসেবে কখন নিযুক্ত করা হয়েছিল এবং কে তা করেছিলেন?

একজন ব্যক্তিকে কখন ও কে পরিচারক হিসেবে নিযুক্ত করেন, তা জানার জন্য যীশু খ্রীষ্টের উদাহরণ দেখুন। যীশু যে একজন পরিচারক ছিলেন, তা প্রমাণের জন্য কোন সার্টিফিকেট অথবা সেমিনারি থেকে কোন ডিগ্রি ছিল না কিংবা কোন মানুষও তাঁকে নিযুক্ত করেনি। তাহলে কেন আমরা বলতে পারি যে তিনি একজন পরিচারক ছিলেন? কারণ ঈশ্বরের অনুপ্রেরণায় লেখা যিশাইয়ের কথাগুলো তাঁর বেলায় পূর্ণ হয়েছিল: “প্রভুর [যিহোবার] আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন, . . . সুসমাচার প্রচার করিবার জন্য।” (লূক ৪:১৭-১৯; যিশাইয় ৬১:১) ওই কথাগুলো পড়ে আর কোন সন্দেহই নেই যে, সুসমাচার প্রচার করার জন্য কেউ একজন যীশুকে নিযুক্ত করেছিলেন। কিন্তু কে করেছিলেন? এই কাজের জন্য যিহোবার আত্মা তাঁকে অভিষিক্ত করেছিল বলে এখান থেকে খুবই স্পষ্ট যে, আসলে যিহোবা ঈশ্বরই তাঁকে নিযুক্ত করেছিলেন। কখন করেছিলেন? যীশুর বাপ্তিস্মের সময় যিহোবার আত্মা তাঁর ওপর এসেছিল। (লূক ৩:২১, ২২) অতএব, যীশুর বাপ্তিস্মের সময়ই তাঁকে নিযুক্ত করা হয়েছিল।

১০. একজন খ্রীষ্টান পরিচারক কার মাধ্যমে ‘উপযোগী’ হয়ে ওঠেন?

১০ প্রথম শতাব্দীতে যীশুর শিষ্যদের কথা কী বলা যায়? তাদের পরিচারক পদও যিহোবার কাছ থেকেই এসেছিল। পৌল বলেছিলেন: ‘আমাদের উপযোগিতা ঈশ্বর হইতে উৎপন্ন; তিনিই আমাদিগকে নূতন নিয়মের . . . পরিচারক হইবার উপযুক্ত করিয়াছেন।’ (২ করিন্থীয় ৩:৫, ৬) পরিচারক হওয়ার জন্য যিহোবা তাঁর উপাসকদের কীভাবে যোগ্য করে তোলেন? তীমথিয়ের উদাহরণ দেখুন, যাকে পৌল “খ্রীষ্টের সুসমাচারে ঈশ্বরের পরিচারক” বলেছিলেন।—১ থিষলনীকীয় ৩:২.

১১, ১২. পরিচারক হয়ে ওঠার জন্য তীমথিয় কীভাবে উন্নতি করেছিলেন?

১১ তীমথিয়কে লেখা এই কথাগুলো আমাদের বুঝতে সাহায্য করবে যে, তিনি কীভাবে একজন পরিচারক হয়ে উঠেছিলেন: “কিন্তু তুমি যাহা যাহা শিখিয়াছ ও যাহার যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছ, তাহাতেই স্থির থাক; তুমি ত জান যে, কাহাদের কাছে শিখিয়াছ। আরও জান, তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত আছ, সে সকল খ্রীষ্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান্‌ করিতে পারে।” (২ তীমথিয় ৩:১৪, ১৫) বাইবেলের জ্ঞানই ছিল তীমথিয়ের বিশ্বাসের ভিত আর এইজন্যই তিনি প্রচার করেছিলেন। এর জন্য কি শুধু নিজে নিজে বাইবেল পড়াই যথেষ্ট ছিল? না। সঠিক জ্ঞান নেওয়ার এবং বাইবেল থেকে যা পড়তেন, তা ঠিক মতো বোঝার জন্য তীমথিয়কে সাহায্য নিতে হয়েছিল। (কলসীয় ১:৯) এভাবেই তীমথিয় ‘প্রমাণ জ্ঞাত হয়েছিলেন।’ যেহেতু তিনি “শিশুকাল” থেকেই শাস্ত্র জানতেন তাই বলা যায়, তার মা ও দিদিমাই তাকে শাস্ত্র শিখিয়েছিলেন কারণ তার বাবা একজন অবিশ্বাসী ছিলেন।—২ তীমথিয় ১:৫.

১২ কিন্তু, পরিচারক হয়ে ওঠার পেছনে তীমথিয়কে আরও কিছু বিষয় সাহায্য করেছিল। তার মধ্যে একটা হল, আশেপাশের খ্রীষ্টীয় মণ্ডলীর ভাইবোনদের সঙ্গে মেলামেশা করে তার বিশ্বাস আরও মজবুত হয়েছিল। কীভাবে আমরা তা বলছি? কারণ পৌল যখন যুবক তীমথিয়কে প্রথম দেখেন তখন “লুস্ত্রা ও ইকনিয় শহরের বিশ্বাসী ভাইয়েরা তীমথিয়ের খুব প্রশংসা” করেছিলেন। (প্রেরিত ১৬:২, প্রেমের বাণী) এছাড়াও, সেই সময় কিছু ভাইয়েরা মণ্ডলীর ভাইবোনদের বিশ্বাসকে মজবুত করার জন্য চিঠি লিখতেন। আর তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অধ্যক্ষরা তাদের কাছে যেতেন। এই ব্যবস্থাগুলো তীমথিয়ের মতো খ্রীষ্টানদেরকে আধ্যাত্মিক দিক দিয়ে উন্নতি করতে সাহায্য করেছিল।—প্রেরিত ১৫:২২-৩২; ১ পিতর ১:১.

১৩. কখন তীমথিয় পরিচারক হিসেবে নিযুক্ত হয়েছিলেন আর কেন আপনি বলবেন যে তার আধ্যাত্মিক উন্নতি সেখানেই থেমে ছিল না?

১৩ মথি ২৮:১৯, ২০ পদে লেখা যীশুর আদেশের কথা মাথায় রেখে আমরা নিশ্চিত হতে পারি যে, কোন একটা সময়ে তীমথিয়ের বিশ্বাসই তাকে যীশুর মতো কাজ করতে ও বাপ্তিস্ম নিতে প্রেরণা দিয়েছিল। (মথি ৩:১৫-১৭; ইব্রীয় ১০:৫-৯) তীমথিয় যে ঈশ্বরের কাছে নিজেকে পুরোপুরি উৎসর্গ করেছিলেন বাপ্তিস্ম ছিল তারই একটা চিহ্ন। বাপ্তিস্ম নেওয়ার পরেই তিনি একজন পরিচারক হয়ে উঠেছিলেন। এরপর থেকে তার জীবন, তার শক্তি এবং সমস্ত কিছু ঈশ্বরের হয়ে গিয়েছিল। এটা ছিল তার উপাসনা অর্থাৎ ‘পবিত্র সেবার’ এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু, শুধু পরিচারক হওয়ার সম্মান পেয়েই তীমথিয় সন্তুষ্ট ছিলেন না। তিনি আধ্যাত্মিক দিক দিয়ে দিন দিন উন্নতি করে চলেছিলেন এবং একজন পরিপক্ব খ্রীষ্টান পরিচারক হয়ে উঠেছিলেন। পৌলের মতো একজন পরিপক্ব খ্রীষ্টানের সঙ্গে মেলামেশা, ব্যক্তিগত অধ্যয়ন এবং উদ্যোগের সঙ্গে প্রচারই তীমথিয়কে পরিপক্ব হয়ে উঠতে সাহায্য করেছিল।—১ তীমথিয় ৪:১৪; ২ তীমথিয় ২:২; ইব্রীয় ৬:১.

১৪. আজকে যে ব্যক্তি “অনন্ত জীবনের জন্য নিরূপিত” তিনি কীভাবে একজন পরিচারক হওয়ার জন্য উন্নতি করে চলেন?

১৪ আজকে খ্রীষ্টান পরিচারকদেরও একইভাবে নিযুক্ত করা হয়। যে ব্যক্তি “অনন্ত জীবনের জন্য নিরূপিত” তার সঙ্গে বাইবেল অধ্যয়ন করে তাকে ঈশ্বর ও তাঁর উদ্দেশ্যগুলো জানানো হয়। (প্রেরিত ১৩:৪৮) এর মাধ্যমে ওই ব্যক্তি তার জীবনে বাইবেলের নীতিগুলো কাজে লাগাতে এবং ঈশ্বরের কাছে অর্থপূর্ণ প্রার্থনা করতে শেখেন। (গীতসংহিতা ১:১-৩; হিতোপদেশ ২:১-৯; ১ থিষলনীকীয় ৫:১৭, ১৮) তিনি খ্রীষ্টান ভাইবোনদের সঙ্গে মেলামেশা করেন এবং “বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাস” যা কিছু জোগান ও যে ব্যবস্থাগুলো করেন তার থেকে উপকার নেন। (মথি ২৪:৪৫-৪৭; হিতোপদেশ ১৩:২০; ইব্রীয় ১০:২৩-২৫) এভাবে, তিনি একটা পদ্ধতিতে শিক্ষা নিয়ে উন্নতি করে চলেন।

১৫. একজন ব্যক্তি যখন বাপ্তিস্ম নেন তখন কী হয়? (পাদটীকা দেখুন।)

১৫ একজন বাইবেল ছাত্র শেষ পর্যন্ত যিহোবা ঈশ্বরের জন্য ভালবাসা গড়ে তোলেন এবং মুক্তির মূল্যের ওপর অটল বিশ্বাস দেখিয়ে স্বর্গীয় পিতার কাছে নিজেকে পুরোপুরিভাবে উৎসর্গ করতে চান। (যোহন ১৪:১) ব্যক্তিগত প্রার্থনায় তিনি নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করেন এবং অন্যদেরকে তার এই সিদ্ধান্ত জানানোর জন্য জলে বাপ্তিস্ম নেন। বাপ্তিস্মের মাধ্যমেই তিনি পরিচারক হিসেবে নিযুক্ত হন কারণ সেই সময়ই তিনি একজন উৎসর্গীকৃত দাস অর্থাৎ ঈশ্বরের একজন ডায়াকোনোস বলে চিহ্নিত হন। তাকে জগৎ থেকে অবশ্যই আলাদা থাকতে হয়। (যোহন ১৭:১৬; যাকোব ৪:৪) তিনি তার জীবনকে পুরোপুরি এবং নিঃশর্তভাবে “জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ” করেছেন। (রোমীয় ১২:১) * খ্রীষ্টের মতো তিনি ঈশ্বরের পরিচারক হয়ে ওঠেন।

খ্রীষ্টীয় পরিচর্যা মানে কী?

১৬. পরিচারক হিসেবে তীমথিয়ের কী কী দায়িত্ব ছিল?

১৬ পরিচারক হয়ে ওঠার পর তীমথিয় কী কী করেছিলেন? পৌলের সঙ্গে বিভিন্ন মণ্ডলীতে ভ্রমণ করার এক বিশেষ দায়িত্ব তার ছিল। আর একজন প্রাচীন হওয়ার পর, খ্রীষ্টান ভাইবোনদেরকে শিক্ষা দেওয়ার ও তাদের বিশ্বাসকে শক্তিশালী করার জন্য তীমথিয় অনেক পরিশ্রম করেছিলেন। তবে, যীশু ও পৌলের মতো তার পরিচর্যার মুখ্য বিষয়ও ছিল সুসমাচার প্রচার এবং শিষ্য তৈরি করা। (মথি ৪:২৩; ১ করিন্থীয় ৩:৫) তীমথিয়কে পৌল বলেছিলেন: “কিন্তু তুমি সর্ব্ববিষয়ে মিতাচারী হও, দুঃখভোগ স্বীকার কর, সুসমাচার-প্রচারকের কার্য্য কর, তোমার পরিচর্য্যা সম্পন্ন কর।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।)—২ তীমথিয় ৪:৫.

১৭, ১৮. (ক) খ্রীষ্টানরা কোন্‌ কাজ করে থাকেন? (খ) একজন খ্রীষ্টান পরিচারকের কাছে প্রচার কাজ কতখানি গুরুত্বপূর্ণ?

১৭ আজকে খ্রীষ্টান পরিচারকদের বিষয়েও একই কথা বলা যায়। তারা লোকেদের কাছে প্রচার করেন, সুসমাচার প্রচারকের কাজ করেন, যীশুর বলিদানের ওপর ভিত্তি করে লোকেদেরকে পরিত্রাণের পথে নিয়ে যান এবং নম্র লোকেদেরকে যিহোবার নামে ডাকতে শেখান। (প্রেরিত ২:২১; ৪:১০-১২; রোমীয় ১০:১৩) তারা বাইবেল থেকে দেখান যে, মানবজাতির দুঃখকষ্ট থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল ঈশ্বরের রাজ্য এবং আমরা যদি ঈশ্বরের নীতিগুলো মেনে চলি, তাহলে এমনকি এখনই আমরা আরও ভালভাবে বেঁচে থাকতে পারব। (গীতসংহিতা ১৫:১-৫; মার্ক ১৩:১০) কিন্তু, খ্রীষ্টীয় নীতি কাজে লাগিয়ে কীভাবে সমাজের বিভিন্ন সমস্যা দূর করা যায়, সেই বিষয় নিয়ে একজন খ্রীষ্টান পরিচারক প্রচার করেন না। বরং তিনি শিক্ষা দেন যে ‘[ঈশ্বরের প্রতি] ভক্তি বর্ত্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত।’—১ তীমথিয় ৪:৮.

১৮ এটা ঠিক যে, বেশির ভাগ খ্রীষ্টান পরিচারকদের আরও অন্যান্য কাজ আছে আর তাদের একজনের কাজ অন্যজনের চাইতে আলাদা। অনেকের পারিবারিক দায়িত্ব রয়েছে। (ইফিষীয় ৫:২১-৬:৪) প্রাচীন ও পরিচারক দাসদের মণ্ডলীতে দায়িত্ব আছে। (১ তীমথিয় ৩:১, ১২, ১৩; তীত ১:৫; ইব্রীয় ১৩:৭) অনেক খ্রীষ্টানরা কিংডম হল বানাতে সাহায্য করেন। কেউ কেউ ওয়াচ টাওয়ার সোসাইটির বেথেলগুলোতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার অপূর্ব সুযোগ পেয়েছেন। কিন্তু, সমস্ত খ্রীষ্টান পরিচারকরাই সুসমাচার প্রচার করে থাকেন। এর কোন ব্যতিক্রম নেই। সুসমাচার প্রচার করেই একজন ব্যক্তি সবার সামনে একজন আন্তরিক খ্রীষ্টান পরিচারক হিসেবে চিহ্নিত হন।

একজন খ্রীষ্টান পরিচারকের মনোভাব

১৯, ২০. খ্রীষ্টান পরিচারকদের কেমন মনোভাব গড়ে তুলতে হবে?

১৯ খ্রীষ্টীয়জগতের বেশির ভাগ পরিচারকরা আশা করেন, তাদেরকে বিশেষ সম্মান দেখানো হোক আর তাদেরকে বিভিন্ন উপাধি যেমন “রেভারেন্ড” এবং “ফাদার” বলে ডাকা হোক। কিন্তু, একজন খ্রীষ্টান পরিচারক জানেন যে শুধু যিহোবাই এইরকম শ্রদ্ধা পাওয়ার যোগ্য। (১ তীমথিয় ২:৯, ১০) কোন খ্রীষ্টান পরিচারকই এইরকম বিশেষ সম্মান পেতে চান না অথবা চান না যে, তাদের কোন বিশেষ নামে ডাকা হোক। (মথি ২৩:৮-১২) তিনি জানেন যে ডায়াকোনিয়া শব্দের মূল অর্থ হল “সেবা।” এই শব্দের সঙ্গে জড়িত ক্রিয়াপদকে বাইবেলে মাঝে মাঝে ব্যক্তিগত সেবা যেমন খাবার পরিবেশন করার বিষয়েও ব্যবহার করা হয়েছে। (লূক ৪:৩৯; ১৭:৮; যোহন ২:৫) খ্রীষ্টীয় পরিচর্যার সঙ্গে সম্পর্কযুক্ত এই শব্দটার অর্থ যদিও অনেক সম্মানজনক কিন্তু তারপরেও ডায়াকোনোস মানে একজন দাস।

২০ তাই, খ্রীষ্টান পরিচারকদের নিজেকে বড় মনে করার কোন কারণই নেই। প্রকৃত খ্রীষ্টান পরিচারকরা, এমনকি মণ্ডলীতে যাদের বিশেষ দায়িত্ব রয়েছে তারা খুবই নম্র দাস। যীশু বলেছিলেন: “তোমাদের মধ্যে যে কেহ মহান্‌ হইতে চায়, সে তোমাদের পরিচারক হইবে; এবং তোমাদের মধ্যে যে কেহ প্রধান হইতে চায়, সে তোমাদের দাস হইবে।” (মথি ২০:২৬, ২৭) যীশু তাঁর শিষ্যদের সঠিক মনোভাব গড়ে তোলার বিষয়টা শেখানোর জন্য তাদের পা ধুয়ে দিয়েছিলেন, যেটা ছিল দাসদের মধ্যে সবচেয়ে নিচু দাসের কাজ। (যোহন ১৩:১-১৫) নম্রতার কত সুন্দর উদাহরণ! তাই, খ্রীষ্টান পরিচারকরা নম্রভাবে যিহোবা ঈশ্বর ও যীশু খ্রীষ্টকে সেবা করেন। (২ করিন্থীয় ৬:৪; ১১:২৩) তারা একে অন্যকে সেবা করতে গিয়ে নম্র মনোভাব দেখান। আর সুসমাচার প্রচার করে তারা নিঃস্বার্থভাবে অবিশ্বাসী প্রতিবেশীদের সেবা করেন।—রোমীয় ১:১৪, ১৫; ইফিষীয় ৩:১-৭.

পরিচর্যার জন্য ধৈর্য ধরুন

২১. ধৈর্য ধরায় পৌল পরিচর্যায় কোন্‌ পুরস্কারগুলো পেয়েছিলেন?

২১ পরিচারক হওয়ায় পৌলকে অনেক ধৈর্য ধরতে হয়েছিল। কলসীর খ্রীষ্টানদের তিনি বলেছিলেন যে, তাদের কাছে সুসমাচার প্রচার করতে গিয়ে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। (কলসীয় ১:২৪, ২৫) তবে, তিনি ধৈর্য ধরেছিলেন বলেই অনেকে সুসমাচার শুনেছিলেন ও পরিচারক হয়ে উঠেছিলেন। তারা ঈশ্বরের পুত্র এবং যীশু খ্রীষ্টের ভাই হিসেবে জন্ম নিয়েছিলেন আর যীশুর সঙ্গে স্বর্গে আত্মিক ব্যক্তি হিসেবে রাজত্ব করার আশা পেয়েছিলেন। ধৈর্য ধরার পুরস্কার কত গৌরবের!

২২, ২৩. (ক) আজকে খ্রীষ্টান পরিচারকদের কেন ধৈর্য ধরা দরকার? (খ) ধৈর্য ধরায় কী অপূর্ব ফল পাওয়া যায়?

২২ আজকে যারা সত্যি সত্যি ঈশ্বরের পরিচারক তাদেরও ধৈর্য ধরা দরকার। কারণ অসুখবিসুখ ও বয়স হয়ে যাওয়ায় তাদের রোজকার জীবনে অনেক কষ্ট আসতে পারে। বাচ্চা মানুষ করার জন্য বাবামায়েদের অনেক পরিশ্রম করতে হয়, আবার অনেক সময় বাবা কিংবা মাকে একাই সেই দায়িত্ব পালন করতে হয়। স্কুলে ছেলেমেয়েরা সাহসের সঙ্গে আশেপাশের অন্যায় কাজগুলোকে প্রতিরোধ করে। অনেক খ্রীষ্টানদের টাকাপয়সার অভাব রয়েছে। আর আজকের এই ‘বিষম সময়ে’ অনেকে তাড়না ও নানারকম কষ্টে পড়েন। (২ তীমথিয় ৩:১) হ্যাঁ, আজকে যিহোবার প্রায় ষাট লাখ পরিচারকরা প্রেরিত পৌলের সঙ্গে বলতে পারেন: “ঈশ্বরের পরিচারক বলিয়া সর্ব্ববিষয়ে আপনাদিগকে যোগ্যপাত্র দেখাইতেছি।” (২ করিন্থীয় ৬:৪) খ্রীষ্টান পরিচারকরা হাল ছেড়ে দেন না। তাদের ধৈর্যের জন্য সত্যিই তাদের প্রশংসা করা উচিত।

২৩ এছাড়াও, পৌলের বেলায় যেমন হয়েছিল তাদের জন্যও ধৈর্য অপূর্ব ফল নিয়ে আসে। ধৈর্য ধরে আমরা যিহোবার সঙ্গে আমাদের কাছের সম্পর্ককে অটুট রাখতে পারি ও তাঁর হৃদয়কে আনন্দে ভরিয়ে দিতে পারি। (হিতোপদেশ ২৭:১১) আমাদের নিজেদের বিশ্বাসকে আরও মজবুত করি ও শিষ্য তৈরি করি আর এর ফলেই আমাদের খ্রীষ্টান ভাইবোনদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। (১ তীমথিয় ৪:১৬) এই শেষ কালে যিহোবা তাঁর পরিচারকদের শক্তি জুগিয়েছেন এবং তাদের পরিচর্যাকে আশীর্বাদ করেছেন। ফলে, ১,৪৪,০০০ জন অভিষিক্ত অবশিষ্টাংশদের সংগ্রহ করা হয়েছে এবং লাখ লাখ লোকেরা পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকার আশা পেয়েছেন। (লূক ২৩:৪৩; প্রকাশিত বাক্য ১৪:১) সত্যিই, খ্রীষ্টীয় পরিচর্যা করার সুযোগ দিয়ে যিহোবা আমাদের করুণা দেখিয়েছেন। (২ করিন্থীয় ৪:১) আসুন, আমরা সবাই এই সুযোগকে মূল্যবান মনে করি এবং এর ফল চিরকাল স্থায়ী বলে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হই।—১ যোহন ২:১৭.

[পাদটীকাগুলো]

^ “ডিকন” হল গির্জার কর্মকর্তাদের একটা পদ আর এই শব্দটা এসেছে গ্রিক শব্দ ডায়াকোনোস থেকে। বিভিন্ন গির্জায় মহিলারাও ডিকন পদে কাজ করেন আর তাদেরকে ডিকনেস বলা হয়।

^ রোমীয় ১২:১ পদ মূলত অভিষিক্ত খ্রীষ্টানদের জন্য তবে এই পদের নীতিটা ‘অপর মেষদের’ জন্যও খাটে। (যোহন ১০:১৬, NW) তারা “সদাপ্রভুর পরিচর্য্যা করিবার জন্য, তাঁহার নামের প্রতি প্রেম দেখাইবার জন্য ও তাঁহার দাস হইবার জন্য সদাপ্রভুতে আসক্ত হয়।”—যিশাইয় ৫৬:৬.

আপনি কি বলতে পারেন?

• প্রথম শতাব্দীর সমস্ত খ্রীষ্টানদের কোন্‌ দায়িত্ব ছিল?

• একজন খ্রীষ্টান পরিচারককে কখন নিযুক্ত করা হয় ও কে তাকে নিযুক্ত করেন?

• একজন খ্রীষ্টান পরিচারকের কেমন মনোভাব গড়ে তোলা উচিত?

• বিভিন্ন অসুবিধার মধ্যেও একজন খ্রীষ্টান পরিচারকের কেন ধৈর্য ধরা উচিত?

[অধ্যয়ন প্রশ্নাবলি]

[১৬, ১৭ পৃষ্ঠার চিত্রগুলো]

তীমথিয়কে ছেলেবেলা থেকেই ঈশ্বরের বাক্য শেখানো হয়েছিল। তিনি যখন বাপ্তিস্ম নিয়েছিলেন তখন একজন পরিচারক হিসেবে নিযুক্ত হয়েছিলেন

[১৮ পৃষ্ঠার চিত্র]

বাপ্তিস্ম হল ঈশ্বরের কাছে নিজেকে উৎসর্গ করার এবং একজনকে পরিচারক হিসেবে নিযুক্ত করার চিহ্ন

[২০ পৃষ্ঠার চিত্র]

খ্রীষ্টান পরিচারকরা সেবা করতে চান