সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মনের সৌন্দর্য কখনও মলিন হয় না

মনের সৌন্দর্য কখনও মলিন হয় না

মনের সৌন্দর্য কখনও মলিন হয় না

একজন বয়স্ক খ্রীষ্টান বলেছিলেন, “একজন যুবক বাইরের সৌন্দর্য দেখে অন্যের যোগ্যতা যাচাই করে।”

 সত্যিই, বেশির ভাগ সময়ই মানুষ বাইরের সৌন্দর্য দেখে আর এর ফলে তারা মনের সৌন্দর্যের সঠিক বিচার করতে পারে না। কিন্তু, আমাদের সৃষ্টিকর্তা মানুষের চেহারা যেমনই হোক না কেন, তা না দেখে আমাদের মনে কী আছে তা দেখেন। আর তা করে তিনি আমাদের সামনে সঠিক বিচার করার সবচেয়ে ভাল উদাহরণ রেখেছেন। বাইবেলে লেখা আছে যে ঈশ্বর বলেন: “মনুষ্য যাহা দেখে, তাহা কিছু নয়; যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন।”—১ শমূয়েল ১৬:৭.

ঈশ্বরই মানুষকে প্রকৃত সৌন্দর্য দিয়েছেন। আর তাঁর বাক্য বলে, যখন কোন ব্যক্তির যোগ্যতা যাচাই করা হয় তখন তার আধ্যাত্মিক গুণগুলোই সবচেয়ে বেশি মূল্যবান। বাইবেল বলে: “লাবণ্য মিথ্যা, সৌন্দর্য্য অসার, কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করেন, তিনিই প্রশংসনীয়া।” (হিতোপদেশ ৩১:৩০) এটা ঠিক যে, কারও বাইরের সৌন্দর্য হয়তো তার মনের নোংরা স্বভাবকে ঢেকে রাখে। (ইষ্টের ১:১০-১২; হিতোপদেশ ১১:২২) বাইরের সৌন্দর্য হয়তো একসময় মলিন হয়ে যায় কিন্তু ভেতরের সৌন্দর্য অর্থাৎ আমাদের গুণগুলো কখনও নষ্ট হয় না বরং দিন দিন সেগুলো আরও বাড়ে।

তাই প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয়দমন এই গুণগুলো গড়ে তোলা কত বুদ্ধির কাজই না হবে! (গালাতীয় ৫:২২, ২৩) আর তাহলেই আমরা মনের সৌন্দর্যের শ্রেষ্ঠ গুণগুলো গড়ে তুলতে পারব, যা সত্যিই নষ্ট হয় না।—১ পিতর ৩:৩, ৪.