সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কতখানি প্রেম দেখান?

আপনি কতখানি প্রেম দেখান?

আপনি কতখানি প্রেম দেখান?

“‘তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে।’”মথি ২২:৩৯.

১. আমরা যদি যিহোবাকে প্রেম করি, তাহলে কেন আমাদের প্রতিবেশীদেরও প্রেম করতে হবে?

 একবার একজন লোক এসে যীশুকে জিজ্ঞেস করেছিলেন, শ্রেষ্ঠ আজ্ঞা কোন্‌টা। উত্তরে তিনি বলেছিলেন: “‘তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে [“যিহোবাকে,” NW] প্রেম করিবে।’” আর তারপর তিনি দ্বিতীয় আজ্ঞাটাও বলেছিলেন, যা প্রথমটার মতোই: “‘তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে।’” (মথি ২২:৩৭, ৩৯) হ্যাঁ, প্রতিবেশীকে প্রেম দেখানো হল খ্রীষ্টানদেরকে চেনার একটা চিহ্ন। আসলে আমরা যদি যিহোবাকে প্রেম করি, তাহলে আমাদের অবশ্যই প্রতিবেশীকেও প্রেম করতে হবে। কেন? কারণ যিহোবার বাক্য মেনে চলে আমরা দেখাই যে আমরা তাঁকে ভালবাসি আর তাঁর বাক্যই আমাদেরকে প্রতিবেশীদের প্রতি প্রেম দেখাতে বলে। তাই আমরা যদি আমাদের খ্রীষ্টান ভাইবোনদেরকে প্রেম না করি, তাহলে ঈশ্বরের প্রতি আমাদের প্রেম খাঁটি হতে পারে না।—রোমীয় ১৩:৮; ১ যোহন ২:৫; ৪:২০, ২১.

২. প্রতিবেশীদের প্রতি আমাদের কীরকম প্রেম দেখাতে হবে?

যীশু যখন বলেছিলেন যে প্রতিবেশীদের প্রতি আমাদের প্রেম দেখাতে হবে, তখন তিনি তাদের সঙ্গে শুধু বন্ধুত্ব করার চেয়েও আরও বেশি কিছু বুঝিয়েছিলেন। তিনি এমন এক প্রেমের কথা বলছিলেন, যা সাধারণত পরিবারের লোকেদের মধ্যে অথবা একজন নারী ও পুরুষের মধ্যে যে প্রেম থাকে তার চেয়ে আলাদা। তিনি এক বিশেষ ধরনের প্রেমের কথা বলছিলেন, যা তাঁর উৎসর্গীকৃত দাসদের জন্য যিহোবার আছে এবং যিহোবার জন্য সেই উৎসর্গীকৃত দাসদের আছে। (যোহন ১৭:২৬; ১ যোহন ৪:১১, ১৯) একজন যিহুদি অধ্যাপক যিনি খুব বুদ্ধি খাটিয়ে কথা বলেছিলেন, তিনি যীশুর সঙ্গে একমত হয়েছিলেন যে “সমস্ত অন্তঃকরণ, সমস্ত বুদ্ধি ও সমস্ত শক্তি দিয়া” ঈশ্বরকে প্রেম করতে হবে। (মার্ক ১২:২৮-৩৪) তিনি ঠিক কথাই বলেছিলেন। একজন খ্রীষ্টান, ঈশ্বর ও প্রতিবেশী দুজনকেই ভালবাসবেন আর এর সঙ্গে আমাদের আবেগ ও জ্ঞানবুদ্ধি দুটোই জড়িত। এটা হৃদয়ে অনুভূত হয় ও মন থেকে আসে।

৩. (ক) কীভাবে যীশু একজন ‘ব্যবস্থাবেত্তাকে’ শিখিয়েছিলেন যে, তার প্রতিবেশী কে সেই সম্বন্ধে তাকে আরও উদার হতে হবে? (খ) আজকে খ্রীষ্টানদের জন্য যীশুর এই উদাহরণ কীভাবে খাটে?

লূক বলেছিলেন, যীশু যখন প্রতিবেশীকে ভালবাসার কথা বলেন তখন “এক জন ব্যবস্থাবেত্তা” তাঁকে জিজ্ঞেস করেছিলেন: “আমার প্রতিবাসী কে?” যীশু একটা দৃষ্টান্ত বলে এর উত্তর দিয়েছিলেন। একজন লোককে মেরে, তার সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে তাকে আধমরা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল। সেই পথ দিয়ে প্রথমে একজন যাজক ও পরে একজন লেবীয় হেঁটে যান। দুজনই তাকে দেখে পাশ কাটিয়ে চলে যায়। শেষে একজন শমরীয় সেই পথে আসেন এবং আহত লোকটাকে দেখে তার প্রতি দয়া দেখান। ওই তিনজনের মধ্যে কে তার প্রতিবেশী ছিলেন? এই প্রশ্নের উত্তর কী হবে তাতে কোন দ্বিমত নেই। (লূক ১০:২৫-৩৭) যীশু যখন বলেন যে ওই যাজক ও লেবীয় নয় বরং শমরীয়ই ছিলেন তার সত্যিকারের প্রতিবেশী, তখন ওই ব্যবস্থাবেত্তা নিশ্চয়ই কিছুটা ধাক্কা খেয়েছিলেন। তবে এটা স্পষ্ট যে যীশু ওই ব্যক্তিকে বুঝতে সাহায্য করছিলেন প্রতিবেশীকে আসলে কতখানি প্রেম দেখাতে হবে। খ্রীষ্টানরাও লোকেদেরকে এমনভাবে প্রেম দেখান। তারা কাদের কাদের প্রেম দেখান তা একটু দেখুন।

পরিবারের মধ্যে ভালবাসা

৪. একজন খ্রীষ্টান সবচেয়ে প্রথমে কাদের প্রেম দেখান?

খ্রীষ্টানরা তাদের পরিবারের লোকেদেরকে ভালবাসেন। স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, বাবামায়েরা বাচ্চাদের ভালবাসেন। (উপদেশক ৯:৯; ইফিষীয় ৫:৩৩; তীত ২:৪) পরিবারের লোকেদের জন্য ভালবাসা থাকাটা স্বাভাবিক। কিন্তু বিয়ে ভেঙে যাওয়ার, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া, অশান্তি এবং ছেলেমেয়েদের অবহেলা করা বা তাদের সঙ্গে খারাপ ব্যবহারের খবরগুলো দেখে বোঝা যায় যে, আজকে পরিবারগুলো খুবই চাপের মধ্যে রয়েছে। আর পরিবারের বন্ধনকে অটুট রাখার জন্য পরিবারের মধ্যে শুধু স্বাভাবিক স্নেহ-মমতা থাকাই যথেষ্ট নয়। (২ তীমথিয় ৩:১-৩) সুখী পরিবার গড়ে তোলার জন্য খ্রীষ্টানদের যিহোবা ও যীশুর মতো প্রেম দেখানো দরকার।—ইফিষীয় ৫:২১-২৭.

৫. ছেলেমেয়েদের মানুষ করার জন্য বাবামায়েরা কার কাছে সাহায্য চান আর অনেকে কী ফল পেয়েছেন?

খ্রীষ্টান বাবামায়েরা তাদের ছেলেমেয়েদেরকে যিহোবার কাছ থেকে এক দামি উপহার মনে করেন এবং তাদেরকে মানুষ করার জন্য তারা যিহোবার কাছ থেকে সাহায্য চান। (গীতসংহিতা ১২৭:৩-৫; হিতোপদেশ ২২:৬) এভাবে তারা খ্রীষ্টীয় প্রেম গড়ে তোলেন ও এর ফলে তারা তাদের ছেলেমেয়েদেরকে সেই নোংরা প্রভাবগুলো থেকে রক্ষা করতে পারেন, যেগুলোর ফাঁদে যুবক-যুবতীরা খুব সহজেই পা রাখতে পারে। এর ফলে অনেক খ্রীষ্টান বাবামারা নেদারল্যান্ডের একজন মায়ের মতো আনন্দ খুঁজে পেয়েছেন। নেদারল্যান্ডে গত বছর ৫৭৫ জন বাপ্তিস্ম নিয়েছিলেন আর এর মধ্যে সেই মহিলার ছেলেও ছিল। তার ছেলের বাপ্তিস্মের পর তিনি লিখেছিলেন: “গত ২০ বছরে আমি যা বিনিয়োগ করেছি, তা আজকে সুদে আসলে ফিরে পেয়েছি। কতটা সময় ও শক্তি আমি তার পিছনে দিয়েছি, কতটা পরিশ্রম করেছি ও কতটা দুঃখ, যন্ত্রণা সয়েছি, তা আমি আজ সব ভুলে গিয়েছি।” তার ছেলে নিজের ইচ্ছায় যিহোবাকে সেবা করার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি কত সুখী। গত বছর নেদারল্যান্ডে সর্বোচ্চ ৩১,০৮৯ জন প্রকাশক রিপোর্ট দেন, যার মধ্যে অনেক ছেলেমেয়েরা তাদের খ্রীষ্টান বাবামার কাছ থেকে যিহোবাকে প্রেম করতে শিখেছে।

৬. খ্রীষ্টীয় প্রেম কীভাবে বিবাহ বন্ধনকে আরও মজবুত করতে সাহায্য করে?

পৌল বলেছিলেন যে, প্রেম হল “সিদ্ধির যোগবন্ধন” এবং শত বাধাবিপত্তির মধ্যেও প্রেম পরিবারগুলোকে টিকিয়ে রাখতে পারে। (কলসীয় ৩:১৪, ১৮, ১৯; ১ পিতর ৩:১-৭) তাহিতি থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে রুরুতু নামে এক ছোট্ট দ্বীপের এক ভদ্রলোক যখন যিহোবার সাক্ষিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে শুরু করেছিলেন, তখন তার স্ত্রী খুবই বিরোধিতা করেন। শেষে তার স্ত্রী তাকে ছেড়ে দিয়ে ছেলেমেয়েদের নিয়ে তাহিতিতে গিয়ে থাকতে শুরু করেন। কিন্তু, তারপরও তার স্বামী সবসময় ফোনে তাদের খোঁজ খবর নিতেন ও নিয়মিত টাকাপয়সা পাঠাতেন এবং তার স্ত্রী বা বাচ্চাদের কিছু লাগবে কি না, তা জিজ্ঞেস করতেন। এভাবে তিনি দেখিয়েছিলেন যে তার পরিবারকে তিনি ভালবাসেন। একজন খ্রীষ্টান স্বামীর যে দায়িত্বগুলো আছে, তা পালন করার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করেছিলেন। (১ তীমথিয় ৫:৮) তিনি সবসময় প্রার্থনা করতেন যেন তাদের পরিবার আবার এক হয় আর এই প্রার্থনার ফল হিসেবে তার স্ত্রী শেষ পর্যন্ত তার কাছে ফিরে আসেন। স্ত্রী যখন ফিরে আসেন তিনি তার প্রতি “প্রেম, ধৈর্য্য, মৃদুভাব” দেখান। (১ তীমথিয় ৬:১১) এই ভদ্রলোক ১৯৯৮ সালে বাপ্তিস্ম নেন এবং পরে তার স্ত্রী-ও যখন বাইবেল অধ্যয়ন করতে রাজি হন, তখন তার আনন্দের সীমা থাকে না। তাহিতি শাখা অফিসের অধীনে গত বছর ১,৩৫১টা বাইবেল অধ্যয়ন করা হয়েছিল আর এর মধ্যে তার স্ত্রী-ও আছেন।

৭. কী জার্মানির এক ভদ্রলোকের বিবাহ বন্ধনকে আরও মজবুত করেছে বলে তিনি স্বীকার করেছেন?

জার্মানিতে এক ভদ্রলোকের স্ত্রী যখন বাইবেলের সত্যের প্রতি আগ্রহ দেখান তখন তিনি খুবই বিরোধিতা করেন কারণ তিনি ভেবেছিলেন যে, যিহোবার সাক্ষিরা তার স্ত্রীকে ভুল পথে নিয়ে যাবে। কিন্তু, যে সাক্ষি বোন সবচেয়ে প্রথমে তার স্ত্রীর কাছে এসেছিলেন তাকে তিনি পরে লিখেছিলেন: “আমার স্ত্রীকে যিহোবার সাক্ষিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। প্রথমে আমি খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম কারণ আমি তাদের সম্বন্ধে অনেক আজেবাজে কথা শুনেছি। কিন্তু, আমার স্ত্রীর সঙ্গে সভাগুলোতে গিয়ে আমি এখন বুঝতে পারছি, আমি আসলে অযথাই দুশ্চিন্তা করেছিলাম। এখন আমি পুরোপুরি নিশ্চিত যে আমি সত্য বিষয়গুলো জানতে পারছি আর সত্য আমাদের বিবাহ বন্ধনকে আরও মজবুত করেছে।” জার্মানিতে ১,৬২,৯৩২ জন এবং তাহিতি শাখা অফিসের অধীনে যে দ্বীপগুলো আছে, সেখানে প্রায় ১,৭৭৩ জন যিহোবার সাক্ষি রয়েছে। আর ঈশ্বরের প্রতি প্রেম তাদের পারিবারিক বন্ধনকে অটুট রেখেছে।

খ্রীষ্টান ভাইবোনদের জন্য প্রেম

৮, ৯. (ক) কে আমাদেরকে খ্রীষ্টান ভাইবোনদের প্রতি প্রেম দেখাতে শেখান এবং প্রেম থাকায় আমরা কী করি? (খ) প্রেম থাকলে কীভাবে ভাইবোনেরা একে অন্যকে সাহায্য করেন তার একটা উদাহরণ দিন।

থিষলনীকীর খ্রীষ্টান ভাইবোনদের পৌল বলেছিলেন: “তোমরা আপনারা পরস্পর প্রেম করিবার জন্য ঈশ্বরের কাছে শিক্ষা পাইয়াছ।” (১ থিষলনীকীয় ৪:৯) হ্যাঁ, যারা “সদাপ্রভুর কাছে শিক্ষা” পেয়েছেন তারা একে অন্যকে প্রেম দেখান। (যিশাইয় ৫৪:১৩) কাজের মধ্য দিয়ে তাদের প্রেম দেখা যায়, যেমন পৌল দেখিয়েছিলেন যখন তিনি বলেছিলেন: “প্রেমের দ্বারা এক জন অন্যের দাস হও।” (গালাতীয় ৫:১৩; ১ যোহন ৩:১৮) উদাহরণ হিসেবে বলা যায়, অসুস্থ ভাইবোনদের দেখতে গিয়ে, বিষণ্ণ লোকেদের সান্ত্বনা দিয়ে এবং দুর্বলদের সাহায্য করে তারা প্রেম দেখান। (১ থিষলনীকীয় ৫:১৪) আমাদের প্রকৃত খ্রীষ্টীয় প্রেম আধ্যাত্মিক পরমদেশের সীমানা বাড়িয়ে তোলায় এক বিরাট অবদান রাখে।

ইকুয়েডরে মোট ৫৪৪টা মণ্ডলী আছে আর এর মধ্যে আ্যন্‌কন্‌ মণ্ডলীর ভাইবোনেরা কাজ করে তাদের প্রেম দেখিয়েছিলেন। ইকুয়েডরে চরম অর্থনৈতিক মন্দা দেখা যায় আর এর ফলে অনেকের চাকরি চলে যায়, রোজগারের পথ বন্ধ হয়ে যায়। তাই, প্রকাশকরা সেখানকার জেলেদের কাছে খাবার বিক্রি করে টাকা জোগাড় করবেন বলে ঠিক করেন। সারারাত মাছ ধরে জেলেরা যখন ঘরে ফিরে আসত তখন তারা তাদের কাছে খাবার বিক্রি করতেন। এই কাজে সবাই-ই এমনকি ছেলেমেয়েরাও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিল। তারা রাত ১:০০টার সময় খাবার বানাতে শুরু করতেন, যাতে ভোর ৪:০০টের মধ্যে খাবার বানানো শেষ হয়ে যায় কারণ সেই সময় জেলেরা ঘরে ফিরে আসত। এভাবে যে টাকা উঠত, তা ভাইয়েরা তাদের নিজেদের মধ্যে দরকার মতো ভাগ করে নিতেন। একে অন্যকে এভাবে সাহায্য করার মনোভাব দেখিয়েছিল যে, তাদের মধ্যে প্রকৃত খ্রীষ্টীয় প্রেম আছে।

১০, ১১. যাদেরকে আমরা চিনি না এমন ভাইবোনদের জন্যও আমরা কীভাবে প্রেম দেখাতে পারি?

১০ কিন্তু, যে খ্রীষ্টান ভাইবোনদের আমরা ভালভাবে চিনি শুধু তাদের প্রতিই আমরা প্রেম দেখাই না। প্রেরিত পিতর বলেছিলেন: “ভ্রাতৃসমাজকে প্রেম কর।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) (১ পিতর ২:১৭) আমাদের খ্রীষ্টান ভাইবোনদের আমরা প্রেম দেখাই কারণ তারাও আমাদের মতো যিহোবা ঈশ্বরকে উপাসনা করেন। সমস্যা দেখা দিলে, তা আমাদেরকে প্রেম দেখানোর সুযোগ করে দেয়। উদাহরণ হিসেবে বলা যায়, ২০০০ সালের পরিচর্যা বছরে মোজাম্বিকে ভয়াবহ বন্যা হয়েছিল এবং আ্যংগোলায় গৃহযুদ্ধের জন্য অনেকে গরিব হয়ে গিয়েছিল। এই কারণে মোজাম্বিকের ৩১,৭২৫ জন এবং আ্যংগোলার ৪১,২২২ জন ভাইবোনও খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তাই, পার্শ্ববর্তী দেশ দক্ষিণ আফ্রিকার ভাইবোনেরা ওই দুটো দেশের ভাইবোনদের সাহায্য করার জন্য অনেক অনেক দরকারি জিনিসপত্র পাঠিয়েছেন। অভাবী ভাইবোনদের সাহায্য করার জন্য স্বেচ্ছায় তাদের ‘উপচয়’ দান করে তারা দেখিয়েছিলেন যে তাদের ভাইবোনদেরকে তারা ভালবাসেন।—২ করিন্থীয় ৮:৮, ১৩-১৫, ২৪.

১১ গরিব দেশগুলোতে কিংডম হল ও সম্মেলন হল বানানোর জন্য বিভিন্ন দেশের ভাইবোনেরা যখন সাহায্য করেন তখনও তাদের প্রেমের প্রমাণ পাওয়া যায়। সলোমন দ্বীপপুঞ্জে এরকম হয়েছিল। চরম অস্থিরতা ও বিক্ষোভের মধ্যেও সলোমন দ্বীপপুঞ্জে গত বছর প্রকাশকদের সংখ্যা ছিল সর্বোচ্চ ১,৬৯৭ জন এবং এখানে শতকরা ৬ ভাগ বৃদ্ধি পেয়েছিল। তাদের একটা সম্মেলন হলের দরকার ছিল। অস্থিতিশীল অবস্থার জন্য দ্বীপবাসীরা অনেকে দেশ ছেড়ে চলে যাচ্ছিল কিন্তু অস্ট্রেলিয়া থেকে স্বেচ্ছাসেবকরা এসে নির্মাণ কাজে সাহায্য করেছিলেন। শেষে অবশ্য স্বেচ্ছাসেবকদের নিজেদের দেশে ফিরে যেতে হয়েছিল কিন্তু চলে যাবার আগে তারা সেখানকার ভাইবোনদের প্রশিক্ষণ দিয়েছিলেন, যাতে ওই কাজটা তারা শেষ করতে পারেন। হলের জন্য স্টিলের তৈরি প্রয়োজনীয় সমস্ত সামগ্রী অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছিল। সেই সময় বাইরের লোকেদের অনেক নির্মাণ কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে ছিল কিন্তু উপাসনার জন্য সাক্ষি ভাইবোনেরা এক চমৎকার হল বানিয়েছিলেন। নিঃসন্দেহে এই কাজ যিহোবার নামের এবং ভাইবোনদের প্রেমের পক্ষে ভাল সাক্ষ্য দেবে।

ঈশ্বরের মতো আমরাও জগৎকে প্রেম করি

১২. যারা যিহোবার সাক্ষি নন, তাদের প্রতি আমরা কীভাবে যিহোবার মতো মনোভাব দেখাতে পারি?

১২ আমরা কি শুধু আমাদের পরিবারের লোকেদের ও আমাদের খ্রীষ্টান ভাইবোনদেরই প্রেম করি? না, “ঈশ্বরের অনুকারী” হলে আমরা শুধু তাদেরকেই প্রেম দেখাই না। যীশু বলেছিলেন: “ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার একজাত পুত্ত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) (ইফিষীয় ৫:১; যোহন ৩:১৬) যিহোবা ঈশ্বরের মতো আমরা সকলকে, এমনকি যারা যিহোবার সাক্ষি নয় তাদেরকেও প্রেম করি। (লূক ৬:৩৫, ৩৬; গালাতীয় ৬:১০) আমরা যে তাদেরকে ভালবাসি, তা দেখাতে গিয়ে তাদের কাছে আমরা রাজ্যের সুসমাচার প্রচার করি এবং লোকেদের জন্য প্রেম দেখাতে গিয়ে ঈশ্বর যে মহৎ কাজ করেছেন সেই বিষয়ে তাদেরকে জানাই। যারা শোনেন তারা পরিত্রাণ পেতে পারেন।—মার্ক ১৩:১০; ১ তীমথিয় ৪:১৬.

১৩, ১৪. এমন কিছু উদাহরণ কী, যেগুলো দেখায় যে কয়েকজন ভাইবোন ত্যাগস্বীকার করেও, সাক্ষি নন এমন লোকেদের প্রতি প্রেম দেখিয়েছেন?

১৩ নেপালের চারজন বিশেষ অগ্রগামীর কথা চিন্তা করুন। এই চারজন ভাইবোনকে দেশের দক্ষিণপশ্চিমাঞ্চলের একটা শহরে প্রচার করার দায়িত্ব দেওয়া হয়েছিল আর তারা গত পাঁচ বছর ধৈর্য ধরে এই শহর ও বিচ্ছিন্ন গ্রামগুলোতে প্রচার করে তাদের ভালবাসা দেখিয়েছেন। পুরো এলাকায় প্রচার করে শেষ করার জন্য প্রায়ই তারা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি তাপমাত্রায় ঘন্টার পর ঘন্টা সাইকেলে করে ভ্রমণ করেন। তাদের প্রেম ও “সৎক্রিয়ায় ধৈর্য্য” ভাল ফল এনেছিল যখন তারা একটা গ্রামে মণ্ডলীর বই অধ্যয়ন শুরু করতে পেরেছিলেন। (রোমীয় ২:৭) ২০০০ সালের মার্চ মাসে অতিথি সীমা অধ্যক্ষের জনসাধারণের উদ্দেশে দেওয়া বক্তৃতা শোনার জন্য ৩২ জন লোক এসেছিলেন। গত বছর নেপালে সর্বোচ্চ ৪৩০ জন প্রকাশক ছিলেন আর সেখানে শতকরা ৯ ভাগ বৃদ্ধি পেয়েছে। এটা খুবই পরিষ্কার যে, ওই দেশের ভাইবোনদের প্রেম ও উদ্যোগকে যিহোবা আশীর্বাদ করে চলেছেন।

১৪ কলম্বিয়ায় কয়েকজন কিছু দিনের জন্য বিশেষ অগ্রগামীর কাজ করেছিলেন আর তারা উয়াইও আদিবাসীদের কাছে প্রচার করার জন্য গিয়েছিলেন। এখানে প্রচার করার জন্য তাদেরকে নতুন ভাষা শিখতে হয়েছিল আর তাদের এই আগ্রহ পুরস্কৃত হয়েছিল যখন প্রচুর বৃষ্টির মধ্যেও জনসাধারণের উদ্দেশে বক্তৃতা শোনার জন্য ২৭ জন লোক এসেছিলেন। এই অগ্রগামীদের উদ্যোগের জন্যই কলম্বিয়ায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল আর এখন এখানে সর্বোচ্চ ১,০৭,৬১৩ জন প্রকাশক আছে। ডেনমার্কে একজন বয়স্কা বোন অন্যদের কাছে সুসমাচার প্রচার করতে চেয়েছিলেন কিন্তু তিনি হাঁটতে চলতে পারতেন না। হাল ছেড়ে না দিয়ে তিনি আগ্রহী লোকেদের কাছে চিঠি লিখে প্রচার করতে শুরু করেন। এখন তিনি ৪২ জন ব্যক্তিকে নিয়মিত চিঠি লেখেন এবং ১১টা বাইবেল অধ্যয়ন করান। গত বছর ডেনমার্কে সর্বোচ্চ ১৪,৮৮৫ জন প্রকাশক রিপোর্ট করেছিলেন আর এর মধ্যে এই বয়স্কা বোনও আছেন।

আপনার শত্রুদের প্রতি প্রেম দেখান

১৫, ১৬. (ক) আমাদের কতখানি প্রেম দেখানো উচিত বলে যীশু বলেছিলেন? (খ) একজন ব্যক্তি যিনি যিহোবার সাক্ষিদের বিরুদ্ধে মিথ্যা কথা লিখেছিলেন, তার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত ভাইয়েরা কীভাবে প্রেমের সঙ্গে ব্যবহার করেছিলেন?

১৫ যীশু ব্যবস্থাবেত্তাকে বলেছিলেন যে, একজন শমরীয় ব্যক্তিকেও প্রতিবেশী মনে করা যায়। পাহাড়ের ওপর বসে যীশু যে উপদেশ দিয়েছিলেন সেখানে তিনি আরও বলেছিলেন: “তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, ‘তোমার প্রতিবাসীকে প্রেম করিবে,’ এবং ‘তোমার শত্রুকে দ্বেষ করিবে।’ কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, এবং যাহারা তোমাদিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও; যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও।” (মথি ৫:৪৩-৪৫) কেউ যখন আমাদের বিরোধিতা করেন, তখনও আমরা ‘উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করার’ চেষ্টা করি। (রোমীয় ১২:১৯-২১) সম্ভব হলে আমরা তাকেও আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদের ভাগ দিই অর্থাৎ সত্য জানাই।

১৬ ইউক্রেনে ক্রেমেনচুক হেরাল্ড খবরের কাগজে একটা প্রবন্ধে যিহোবার সাক্ষিদেরকে বিপদজনক সম্প্রদায় বলা হয়। এটা খুবই গুরুতর ব্যাপার ছিল কারণ ইউরোপের কিছু ব্যক্তিরা যিহোবার সাক্ষিদের বিপদজনক সম্প্রদায় বলে, যাতে যিহোবার সাক্ষিদের কাজে বিধিনিষেধ আরোপ করা হয় বা তাদের কাজকে একেবারেই নিষেধ করে দেওয়া হয়। তাই, কয়েকজন ভাই গিয়ে ওই সম্পাদককে বলেছিলেন এটা যেন সংশোধন করে লেখা হয়। তিনি তা করতে রাজি হয়েছিলেন কিন্তু সেই প্রবন্ধের সঙ্গে লিখে দিয়েছিলেন যে, আগের প্রবন্ধটা সত্য ছিল। তাই, দায়িত্বপ্রাপ্ত ভাইয়েরা এই বিষয়ে আরও তথ্য নিয়ে তার কাছে গিয়েছিলেন। শেষে ওই সম্পাদক বুঝতে পেরেছিলেন যে, আগের প্রবন্ধটা মিথ্যে ছিল আর তাই তিনি ওটা বাতিল করে আবার প্রবন্ধ ছাপিয়েছিলেন। এই ব্যক্তির সঙ্গে খোলাখুলি ও শান্তভাবে কথা বলায় ওই সমস্যা মিটমাট হয়ে গিয়েছিল আর তা ভাল ফল নিয়ে এসেছিল।

কীভাবে আমরা প্রেম গড়ে তুলতে পারি?

১৭. কী দেখায় যে অন্যদের প্রেম দেখানো এত সহজ নয়?

১৭ কোন বাচ্চা জন্মনোর পর তাকে এক নজর দেখেই বাবামা ভালবেসে ফেলে। কিন্তু, কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ভালবাসা সবসময় ততটা সহজ হয় না। আর সেইজন্যই বাইবেল আমাদেরকে বার বার একে অন্যকে প্রেম করতে বলে তবে এটা এমনি এমনি হয় না, গড়ে তুলতে হয়। (১ পিতর ১:২২; ৪:৮; ১ যোহন ৩:১১) যীশু যখন বলেছিলেন যে, আমাদের খ্রীষ্টান ভাইবোনদেরকে “সত্তর গুণ সাত বার পর্য্যন্ত” ক্ষমা করতে হবে তখন যীশু জানতেন এর মাধ্যমেই বোঝা যাবে যে, তাদের জন্য আমাদের কতখানি প্রেম আছে। (মথি ১৮:২১, ২২) পৌলও আমাদের বলেছিলেন, “পরস্পর সহনশীল হও।” (কলসীয় ৩:১২, ১৩) তাই আশ্চর্যের বিষয় নয় যে, আমাদেরকে বলা হয়েছে: “প্রেমের অনুধাবন কর।” (১ করিন্থীয় ১৪:১) কিন্তু, কীভাবে আমরা তা করতে পারি?

১৮. অন্যদের জন্য প্রেম গড়ে তুলতে কী আমাদের সাহায্য করবে?

১৮ প্রথমত, যিহোবার জন্য আমাদের যে প্রেম আছে তা আমরা সবসময় মনে রাখতে পারি। যিহোবার প্রতি প্রেমই আমাদেরকে প্রতিবেশীদের প্রতি প্রেম দেখাতে প্রেরণা দেবে। কেন? কারণ আমরা যখন প্রতিবেশীদের প্রতি প্রেম দেখাই তখন তাতে স্বর্গীয় পিতার সুনাম হয় এবং লোকেরা তাঁর গৌরব ও প্রশংসা করে। (যোহন ১৫:৮-১০; ফিলিপীয় ১:৯-১১) দ্বিতীয়ত, যিহোবা বিভিন্ন বিষয়কে যেভাবে দেখেন আমরাও সেভাবে দেখার চেষ্টা করতে পারি। আমরা যতবার পাপ করি ততবারই যিহোবার বিরুদ্ধে পাপ করে থাকি কিন্তু তিনি বার বার আমাদের ক্ষমা করেন এবং আমাদের ভালবাসা দেখান। (গীতসংহিতা ৮৬:৫; ১০৩:২, ৩; ১ যোহন ১:৯; ৪:১৮) আমরা যদি যিহোবার মতো মনোভাব গড়ে তুলতে চাই, তাহলে আমরা অন্যদেরকে ভালবাসব ও আমাদের বিরুদ্ধে তারা কোন অন্যায় করলেও তাদেরকে ক্ষমা করব। (মথি ৬:১২) তৃতীয়ত, আমরা অন্যদের কাছ থেকে যেমন আশা করি, তাদের সঙ্গেও একইরকম ব্যবহার করতে পারি। (মথি ৭:১২) আমরা অসিদ্ধ তাই আমাদের বার বার ক্ষমা পাওয়া দরকার। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা যখন অন্যদেরকে আঘাত দিয়ে কিছু বলি তখন আমরা আশা করি, তারা ভুলে যাবে না যে মাঝে মাঝে প্রত্যেকেই খারাপ কথা বলে পাপ করে ফেলে। (যাকোব ৩:২) আমরা যদি অন্যদের কাছ থেকে এইরকমটা আশা করি, তাহলে তাদের প্রতিও আমাদের তা করতে হবে।

১৯. প্রেম গড়ে তুলতে গিয়ে আমরা কীভাবে পবিত্র আত্মার সাহায্য পেতে পারি?

১৯ চতুর্থত, আমরা পবিত্র আত্মার সাহায্য চাইতে পারি কারণ প্রেম আত্মার ফলেরই একটা অংশ। (গালাতীয় ৫:২২, ২৩) বন্ধুর জন্য ভালবাসা, পরিবারের লোকেদের জন্য মায়া-মমতা এবং রোমান্টিক প্রেম সাধারণত সহজাতভাবেই আসে। কিন্তু যিহোবার মতো প্রেম যা সিদ্ধির যোগবন্ধন, তা গড়ে তোলার জন্য আমাদের যিহোবার আত্মার সাহায্য দরকার। ঈশ্বরের আত্মার অনুপ্রেরণায় লেখা বাইবেল পড়ে আমরা পবিত্র আত্মার সাহায্য পেতে পারি। যেমন আমরা যদি যীশুর জীবনী অধ্যয়ন করি, তাহলে আমরা দেখব যে কীভাবে তিনি লোকেদের সঙ্গে আচরণ করেছিলেন আর আমরাও তাঁর মতো আচরণ করতে শিখতে পারি। (যোহন ১৩:৩৪, ৩৫; ১৫:১২) এছাড়াও, আমরা যিহোবার কাছে পবিত্র আত্মা চাইতে পারি, বিশেষ করে সেই সময় যখন কাউকে প্রেম দেখানো আমাদের জন্য কঠিন হয়ে ওঠে। (লূক ১১:১৩) সর্বোপরি, আমরা খ্রীষ্টীয় মণ্ডলীর সঙ্গে লেগে থেকে প্রেম দেখিয়ে চলতে পারি। প্রেমময় খ্রীষ্টান ভাইবোনদের সঙ্গে মেলামেশা আমাদেরকে প্রেম গড়ে তুলতে সাহায্য করবে।—হিতোপদেশ ১৩:২০.

২০, ২১. ২০০০ সালের পরিচর্যা বছরে যিহোবার সাক্ষিরা কোন্‌ উল্লেখযোগ্য কাজ করে দেখিয়েছেন যে তারা অন্যদের প্রেম দেখান?

২০ গত বছর সারা পৃথিবীতে সর্বোচ্চ ৬০,৩৫,৫৬৪ জন প্রকাশক রাজ্যের সুসমাচার প্রচার করেছেন। তারা মোট ১১৭,১২,৭০,৪২৫ ঘন্টা প্রচার করেছেন। প্রেমই তাদেরকে গ্রীষ্ম, বর্ষা, শীত উপেক্ষা করে এই কাজ করতে সাহায্য করেছে। প্রেম আছে বলেই তারা সহপাঠীদের এবং সহকর্মীদের কাছে ও রাস্তায় বা অন্য কোন জায়গায় সম্পূর্ণ অপরিচিত লোকেদের কাছে সুসমাচার প্রচার করেছেন। সাক্ষিরা যাদের কাছে গেছেন তাদের মধ্যে অনেকে তাদের কথা শোনেননি ও অল্প কিছু ব্যক্তিরা বিরোধিতা করেছিলেন। কিন্তু, কেউ কেউ আগ্রহ দেখিয়েছিলেন আর এর ফলে ৪৩,৩৪,৫৪,০৪৯টা পুনর্সাক্ষাৎ এবং ৪৭,৬৬,৬৩১টা বাইবেল অধ্যয়ন করা সম্ভব হয়েছিল। *

২১ এই সমস্ত উদাহরণ দেখায় যে, ঈশ্বর ও প্রতিবেশীদের জন্য যিহোবার সাক্ষিদের কত প্রেম আছে! এই প্রেম কখনও শীতল হয়ে যাবে না। আমরা নিশ্চিত যে, ২০০১ সালের পরিচর্যা বছরে আমরা আরও অনেক অনেক লোকেদের কাছে সুসমাচার প্রচার করব। যিহোবার বিশ্বস্ত ও উদ্যোগী উপাসকেরা যখন তাদের ‘সকল কার্য্য প্রেমে দেখান’ তখন যিহোবা যেন তাদের আশীর্বাদ করে চলেন!—১ করিন্থীয় ১৬:১৪.

[পাদটীকা]

^ ২০০০ সালের পরিচর্যা বছরের পুরো রিপোর্ট জানার জন্য ১৮-২১ পৃষ্ঠার তালিকা দেখুন।

আপনি কি বলতে পারেন?

• আমরা যখন আমাদের প্রতিবেশীদেরকে প্রেম দেখাই তখন কাকে অনুকরণ করি?

• আমাদের কতখানি প্রেম দেখানো উচিত?

• কিছু উদাহরণ কী, যা খ্রীষ্টীয় প্রেমকে প্রকাশ করে?

• কীভাবে আমরা খ্রীষ্টীয় প্রেম গড়ে তুলতে পারি?

[অধ্যয়ন প্রশ্নাবলি]

[১৮-২১ পৃষ্ঠার তালিকা]

বিশ্বব্যাপী যিহোবার সাক্ষিদের ২০০০ পরিচর্যা বছরের রিপোর্ট

(বাঁধাই করা খণ্ড দেখুন)

[১৫ পৃষ্ঠার চিত্রগুলো]

খ্রীষ্টীয় প্রেম পারিবারিক বন্ধনকে অটুট রাখে

[১৭ পৃষ্ঠার চিত্রগুলো]

আমাদের আশা সম্বন্ধে অন্যদের জানাতে প্রেমই আমাদেরকে প্রেরণা জোগায়