এক বিশেষ ঘোষণা
এক বিশেষ ঘোষণা
দুহাজার সালের ৭ই অক্টোবর, ওয়াচ টাওয়ার বাইবেল আ্যন্ড ট্র্যাক্ট সোসাইটি অফ পেনসিলভানিয়ার বার্ষিক সভার সভাপতি, পরিচালক গোষ্ঠীর একজন সদস্য জন ই. বার সভার শেষ দিকে এক বিশেষ ঘোষণা করেছিলেন। এই ঘোষণাটা আসলে থিওডোর জারাস এবং ড্যানিয়েল সিডলিক ওই দিন যে বক্তৃতাগুলো দিয়েছিলেন, সেগুলোর ওপর ভিত্তি করেই ছিল।—এই পত্রিকার ১২-১৬ এবং ২৮-৩১ পৃষ্ঠা দেখুন।
একটা জরুরি বিষয় উল্লেখ করে ভাই বার বলেছিলেন: “বৈধ সত্তাগুলোতে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের চেয়ে, ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাস’ এবং এর পরিচালক গোষ্ঠীকে আরও বেশি ও গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। এইরকম প্রত্যেকটা বৈধ সত্তার সনদপত্রে লিখিত আছে যে এগুলোর কাজ সীমিত। কিন্তু আমাদের নেতা যীশু খ্রীষ্ট, বিশ্বস্ত দাস শ্রেণীকে তাঁর ‘সর্ব্বস্বের’ বা সারা পৃথিবীর রাজ্যের কাজ দেখাশোনা করার জন্য নিযুক্ত করেছেন।”—মথি ২৪:৪৫-৪৭.
পেনসিলভানিয়া সত্তা সম্বন্ধে ভাই বার আরও বলেছিলেন: “১৮৮৪ সালে ওয়াচ টাওয়ার বাইবেল আ্যন্ড ট্র্যাক্ট সোসাইটি অফ পেনসিলভানিয়া বৈধ সত্তা হিসেবে নিবন্ধিত হওয়ার পর আমাদের আধুনিক দিনের ইতিহাসে এক বড় ভূমিকা রেখেছে। কিন্তু তবুও এটা শুধুই একটা বৈধ সত্তা, যা ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস’ কেবল প্রয়োজন হলে ব্যবহার করে থাকেন।”
ভাই সিডলিক ও ভাই জারাস তাদের বক্তৃতায় বলেছিলেন, ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাসকে’ সারা পৃথিবীতে প্রভুর সর্বস্ব দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছে ঠিকই কিন্তু তার মানে এই নয় যে, “অপর মেষ”-দের মধ্যে যে যোগ্য পুরুষেরা আছেন তাদেরকে দাস শ্রেণী সাধারণ প্রশাসনিক কাজের দায়িত্ব দিতে পারবেন না। (যোহন ১০:১৬, NW) এছাড়া বাইবেলেও এমন কিছু বলা নেই যে, যিহোবার সাক্ষিরা যে বৈধ সত্তাগুলোকে ব্যবহার করেন সেগুলোর সব কয়জন বা যে কোন একজন ডিরেক্টরকে অভিষিক্ত খ্রীষ্টান হতে হবে।
শ্রোতাদের উদ্দেশে ভাই বার বলেছিলেন যে কিছুদিন আগে যিহোবার সাক্ষিদের পরিচালক গোষ্ঠীর কয়েকজন সদস্য, যারা ডিরেক্টর ও অফিসার হিসেবে কাজ করতেন তারা আমেরিকাতে “বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাস” যে সত্তাগুলো ব্যবহার করতেন সেগুলোর সবকটার বোর্ড অফ ডিরেক্টর্স এর পদ স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন। তাদের জায়গায় অপর মেষদের মধ্যে থেকে নির্ভরযোগ্য ভাইদের নিযুক্ত করা হয়েছে।
এই সিদ্ধান্ত সত্যিই উপকারী। এর ফলে পরিচালক গোষ্ঠীর সদস্যরা এখন আধ্যাত্মিক খাদ্য তৈরি এবং সারা পৃথিবীর ভ্রাতৃসমাজের অন্যান্য আধ্যাত্মিক চাহিদাগুলো দেখাশোনা করার জন্য আগের চেয়ে আরও বেশি সময় দিতে পারবেন।
শেষে সভাপতি উৎফুল্ল শ্রোতাদের উদ্দেশে বলেছিলেন: “বিভিন্ন বৈধ ও প্রশাসনিক কাজগুলো যদিও অভিজ্ঞ অধ্যক্ষদের দেওয়া হয়েছে, . . . কিন্তু তারা সবাই পরিচালক গোষ্ঠীর আধ্যাত্মিক নির্দেশনার অধীনেই কাজ করেন। . . . আমরা সবাই যিহোবার কাছে প্রার্থনা করি যেন তিনি তাঁর ইচ্ছা পালন করার জন্য, তার মহৎ নামের সম্মান ও গৌরব আনার জন্য আমাদের সম্মিলিত চেষ্টাকে আশীর্বাদ করেন।”