“তোমার নাভির স্বাস্থ্যস্বরূপ”
“তোমার নাভির স্বাস্থ্যস্বরূপ”
বেশির ভাগ মানুষই তাদের মানসিক চাপ যেমন ভয়, দুঃখ, হিংসা, বিরক্তি, ঘৃণা এবং অপরাধবোধের কারণে অসুস্থ হয় বলে মনে করা হয়। যদি তাই-ই হয়, তাহলে বাইবেলের এই কথাগুলো আমাদের কত সান্ত্বনাই না দেয় যে, ‘সদাপ্রভুর প্রতি ভয়’ “তোমার নাভির স্বাস্থ্যস্বরূপ হইবে, তোমার অস্থির মজ্জাস্বরূপ হইবে”!—হিতোপদেশ ৩:৭, ৮.
অস্থি বা হাড় শরীরের কাঠামোকে ঠিক রাখে। তাই বাইবেলে ‘অস্থি’ শব্দটাকে রূপকভাবে একজনের সত্তাকে বোঝায়, যা গভীর আবেগ-অনুভূতি দ্বারা প্রভাবিত হয়। কিন্তু, কীভাবে যিহোবার প্রতি ভয় “নাভির স্বাস্থ্যস্বরূপ”?
বাইবেলের এই পদে ‘নাভি’ শব্দটা সম্বন্ধে বিভিন্ন বাইবেল পণ্ডিত বিভিন্ন রকম মতামত তুলে ধরেছেন। একজন মন্তব্যকারী বলেন, ‘নাভি’ যেহেতু “শরীরের একেবারে মাঝখানে” তাই মনে হয় এটা সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গকে প্রতিনিধিত্ব করে। আরেকজন পণ্ডিত বলেন, ‘নাভি’ শব্দের মানে হয়তো নাভিসংলগ্ন নাড়ি, যা যিহিষ্কেল ১৬:৪ পদে ব্যবহার করা হয়েছে। যদি তাই-ই হয়, তাহলে হিতোপদেশ ৩:৮ পদে মনে হয় ঈশ্বরের ওপর আমাদের পুরোপুরি নির্ভর করার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে, ঠিক যেমন একজন অসহায় অজাত শিশু পুষ্টির জন্য সম্পূর্ণভাবে তার মায়ের ওপর নির্ভর করে। আরেকজন পণ্ডিত বলেন যে, এখানে ‘নাভি’ বলতে হয়তো মাংসপেশী এবং শরীরের পেশীবন্ধনীগুলোকে বোঝানো হয়েছে। এই পদের প্রসঙ্গে শরীরের এই অঙ্গপ্রত্যঙ্গগুলোকে হয়তো ‘অস্থির’ সঙ্গে তুলনা করা হয়েছে। অস্থি শরীরের এক কঠিন অংশ।
এর আসল অর্থ যাই হোক না কেন, একটা বিষয় একেবারে পরিষ্কার: যিহোবার প্রতি সশ্রদ্ধ ভয় হল প্রজ্ঞার পথ। ঈশ্বরের বাক্য মেনে চলা এখনই আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। এর চেয়েও বড় কথা হল এতে করে আমরা যিহোবার অনুমোদন পাব, যা আমাদেরকে আসন্ন নতুন জগতে শারীরিক এবং মানসিক দিক দিয়ে নিখুঁত স্বাস্থ্য নিয়ে অনন্ত জীবন পেতে সাহায্য করবে।—যিশাইয় ৩৩:২৪; প্রকাশিত বাক্য ২১:৪; ২২:২.