সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

 আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন?যদি পড়ে থাকেন, তাহলে দেখুন আপনি নিচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

রোমীয় ৫:৩-৫ পদে প্রেরিত পৌল প্রত্যাশাকে কেন তালিকার সবচেয়ে শেষে রেখেছিলেন?

খ্রীষ্টানরা যে বিষয়গুলো ভোগ করে থাকেন তার একটা তালিকা পৌল তুলে ধরেছিলেন আর সেগুলো হল ক্লেশ, ধৈর্য, পরীক্ষাসিদ্ধতা এবং প্রত্যাশা। “প্রত্যাশা” বলতে বাইবেলের কথা শুনে প্রথমে একজনের মধ্যে যে আশা জেগেছিল তা নয় বরং এটা হল আরও মজবুত, আরও গভীর, আমাদের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া আশা যা সময়ের সঙ্গে সঙ্গে একজন খ্রীষ্টান লাভ করেন।—১২/১৫, পৃষ্ঠা ২২-৩.

• প্রাচীন গ্রিসে অনুষ্ঠিত দৌড় প্রতিযোগিতার বিষয়ে কেন আজকে একজন খ্রীষ্টান আগ্রহী হতে পারেন?

বাইবেলে বেশ কয়েকটা পদ এই প্রতিযোগিতাগুলোর বৈশিষ্ট্য ও নিয়ম সম্বন্ধে স্পষ্ট ধারণা দিতে পারে। এর মধ্যে কয়েকটা হল, ‘বিধিমত যুদ্ধ [“প্রতিযোগিতা,” NW] করা,’ ‘সমস্ত বোঝা ফেলিয়া দিয়া যীশুর উদাহরণের প্রতি দৃষ্টি রাখা,’ ‘নিরূপিত পথের শেষ পর্য্যন্ত দৌড়ানো’ এবং মুকুট বা পুরস্কার লাভ করা। (২ তীমথিয় ২:৫; ৪:৭, ৮; ইব্রীয় ১২:১, ২; ১ করিন্থীয় ৯:২৪, ২৫; ১ পিতর ৫:৪)—১/১, পৃষ্ঠা ২৮-৩০.

১৯১৪ সালের জানুয়ারি মাসে সুসমাচার প্রচার করার জন্য নতুন কোন্‌ উপায় চালু করা হয়েছিল?

সেই সময় “ফটো-ড্রামা অফ ক্রিয়েশন” দেখানো হয়েছিল। এই চলচ্চিত্রটা চার ভাগে দেখানোর মতো করে তৈরি করা হয় এবং এতে শত শত রঙিন কাঁচের স্লাইড ব্যবহার করা হয় আর এগুলোর বেশির ভাগের সঙ্গে ফনোগ্রাফে রেকর্ড করা বক্তৃতা তৈরি করা হয়েছিল। এই ড্রামার প্রতিটা ভাগকে কুড়িটা করে তৈরি করা হয়েছিল এবং লোকেদেরকে বাইবেলের সংবাদ জানাতে এটাকে অনেক ব্যবহার করা হয়েছিল।—১/১৫, পৃষ্ঠা ৮-৯.

পরিচালক গোষ্ঠী ও বৈধ সত্তার মধ্যে কীভাবে পার্থক্য রয়েছে?

কোন বৈধ সত্তার সদস্যদের ভোটের মাধ্যমে এর পরিচালকদের নির্বাচিত করা হয় কিন্তু পরিচালক গোষ্ঠীর সদস্যরা কোন মানুষের মাধ্যমে নয় বরং যীশু খ্রীষ্ট তাদের মনোনীত করেন। যিহোবার সাক্ষিরা যে বৈধ সত্তাগুলো ব্যবহার করেন সেগুলোর পরিচালকদের, পরিচালক গোষ্ঠীর সদস্য হওয়ার দরকার নেই। সম্প্রতি, ওয়াচ টাওয়ার বাইবেল আ্যন্ড ট্রাক্ট সোসাইটি অফ পেনসিলভানিয়ার বার্ষিক সভায় পরিচালক গোষ্ঠীর সদস্যরা যারা ডিরেক্টর ও অফিসার হিসেবে কাজ করতেন, তারা স্বেচ্ছায় এর সবকটা পদ ছেড়ে দিয়েছেন। এই পদগুলো “অপর মেষ”দের পরিপক্ব ভাইদের দিয়ে পূরণ করা হয়েছে। (যোহন ১০:১৬, NW) এর ফলে পরিচালক গোষ্ঠীর সদস্যরা এখন আধ্যাত্মিক খাদ্য তৈরি এবং সারা পৃথিবীর ভ্রাতৃসমাজের অন্যান্য আধ্যাত্মিক চাহিদাগুলো দেখাশোনা করার জন্য আগের চেয়ে আরও বেশি সময় দিতে পারবেন।—১/১৫, পৃষ্ঠা ২৯, ৩১.

উৎসাহ হারিয়ে ফেললে তা কীভাবে কাটিয়ে ওঠা যায়, সেই বিষয়ে আমরা বাইবেলের কোন্‌ দুটো উদাহরণ পরীক্ষা করে দেখতে পারি?

একজন হলেন শমূয়েলের মা হান্না। ইস্রায়েলের মহাযাজক এলি যখন তাকে ভুল বুঝেছিলেন তখন তিনি হয়তো খুব সহজেই উৎসাহ হারিয়ে ফেলতে পারতেন। কিন্তু, এর পরিবর্তে তিনি খোলাখুলিভাবে ও সম্মান দেখিয়ে তার কাছে আসল কথা বলেছিলেন। এছাড়া, তিনি এলির বিরুদ্ধে তার মনে কোন অসন্তোষ পুষে রাখেননি। আরেকজন হলেন মার্ক, যাকে প্রেরিত পৌল তার মিশনারি যাত্রায় সঙ্গে নিতে চাননি বলে তিনি হয়তো কিছুটা উৎসাহ হারিয়ে ফেলেছিলেন। কিন্তু এই সুযোগ হারিয়ে ভেঙে না পড়ে, তিনি তার কাজ চালিয়ে গিয়েছিলেন এবং বার্ণবার সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন।—২/১, পৃষ্ঠা ২০-২.

কমপিউটার সফ্টওয়্যার প্রোগ্রামগুলোর কপি অন্যদের দেওয়া বা নেওয়ার ব্যাপারে খ্রীষ্টানদেরকে কেন সতর্ক হওয়া উচিত?

বেশির ভাগ কমপিউটার প্রোগ্রামের (যার মধ্যে কমপিউটার গেমস্‌ও রয়েছে) লাইসেন্স থাকে, যার ফলে কমপিউটারের মালিক/ব্যবহারকারী প্রোগ্রামকে একটা কমপিউটারে ঢোকাতে পারেন। কিন্তু অন্যের জন্য কপি তৈরি করলে, এমনকি বিনামূল্যে তাদেরকে সেগুলো দিলে সর্বস্বত্ব সংরক্ষণের আইনকে লঙ্ঘন করা হয়। খ্রীষ্টানরা ‘কৈসরের যাহা যাহা, কৈসরকে দেওয়ার’ আইন পালন করতে চান। (মার্ক ১২:১৭)—২/১৫, পৃষ্ঠা ২৮-৯.

সিরিল এবং মেথোডিয়াস কারা আর বাইবেল অধ্যয়নে সাহায্য করতে তারা কোন্‌ অবদান রেখেছিলেন?

সিরিল এবং মেথোডিয়াস ছিলেন দুই ভাই, যারা নবম শতাব্দীতে গ্রিসের থিষলনীকীতে জন্ম নিয়েছিলেন। তারা স্লাভ ভাষাগুলোর জন্য একটা লিখিত বর্ণমালা তৈরি করেছিলেন এবং বাইবেলের বেশির ভাগ অংশকে স্লাভনিক ভাষায় অনুবাদ করেছিলেন।—৩/১, পৃষ্ঠা ২৮-৯.

“আত্মার ভাব” মানে কী?—রোমীয় ৮:৬.

আত্মার ভাব মানে যিহোবার কার্যকারী শক্তির দ্বারা নিয়ন্ত্রিত, প্রভাবিত ও চালিত হওয়া। বাইবেল পড়ে ও অধ্যয়ন করে, মনপ্রাণ দিয়ে ঈশ্বরের নিয়ম পালন করে এবং ঈশ্বরের আত্মার জন্য প্রার্থনা করে আমরা আমাদের ওপর ঈশ্বরের আত্মাকে কাজ করতে দিই।—৩/১৫, পৃষ্ঠা ১৫.

যদি মনে হয় কেউ আমাদেরকে ভুল বুঝেছে, তাহলে আমরা কী করতে পারি?

প্রেমের সঙ্গে বিষয়টাকে মিটিয়ে ফেলার চেষ্টা করা গুরুত্বপূর্ণ। এরপরও যদি সফল না হন, তাহলে হতাশ হবেন না। যিহোবা যিনি “হৃদয় সকল তৌল করেন,” তাঁর কাছে বোঝার ক্ষমতা ও সাহায্য চান। (হিতোপদেশ ২১:২; ১ শমূয়েল ১৬:৭)—৪/১, পৃষ্ঠা ২১-৩.