সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বিশ্বব্যাপী এক ভ্রাতৃসমাজ যারা একে অন্যের জন্য চিন্তা করেন

বিশ্বব্যাপী এক ভ্রাতৃসমাজ যারা একে অন্যের জন্য চিন্তা করেন

বিশ্বব্যাপী এক ভ্রাতৃসমাজ যারা একে অন্যের জন্য চিন্তা করেন

 যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। এদের মধ্যে অনেকে বৃদ্ধ, আবার তাদের কেউ কেউ এতটাই দুর্বল যে হাঁটতেও পারেন না। এছাড়া, গর্ভবতী মহিলারা এবং কোলে ছোট ছেলেমেয়ে সহ অল্পবয়স্ক অনেক দম্পতিও রয়েছেন। পুরুষ, মহিলা, ছেলেমেয়ে এরা সকলেই শরণার্থী কারণ গৃহযুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য কারণে তারা তাদের নিজেদের বাড়িঘর ছেড়ে প্রতিবেশী দেশে শরণার্থী হিসেবে থাকতে বাধ্য হচ্ছেন। কিছু ব্যক্তিকে তাদের বাড়িঘর থেকে বার বার জোর করে বের করে দেওয়া হয়েছে। নিজ দেশে অস্থির পরিবেশ অথবা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেওয়া মাত্রই তারা সামান্য কিছু জিনিসপত্র ও ছেলেমেয়েদেরকে নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে আসেন। এরপর, পরিস্থিতি শান্ত হয়ে এলে অনেক শরণার্থী নিজ দেশে ফিরে গিয়ে আবার তাদের বাড়িঘর তৈরি করে বসবাস করতে শুরু করেন।

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র বছরের পর বছর ধরে বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীদের সাদরে গ্রহণ করেছে। সম্প্রতি, যুদ্ধ-বিপর্যস্ত কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে হাজার হাজার ব্যক্তি সুরক্ষার জন্য প্রতিবেশী দেশ, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন আর তাদের মধ্যে অনেক যিহোবার সাক্ষিও ছিলেন।

ভাইয়েরা সাহায্য করতে এগিয়ে আসেন

মানুষের কল্যাণের জন্য কাজ করাকে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সাক্ষিরা একটা বড় সুযোগ বলে মনে করেন। আগত খ্রীষ্টান ভাইবোনদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। প্রথমে তাদের জন্য স্থানীয় ভাইবোনদের ঘরে থাকার ব্যবস্থা করা হয় কিন্তু শরণার্থীদের সংখ্যা বাড়তে থাকায় আরও বেশি থাকার ব্যবস্থা করার দরকার হয়ে পড়ে। বেশ কয়েকটা কিংডম হলে থাকার ব্যবস্থা করা হয়। সেখানে যারা থাকবে তাদের সুবিধার জন্য স্থানীয় সাক্ষিরা স্বেচ্ছায় অতিরিক্ত আলো ও জলের ব্যবস্থা করেছিলেন এবং মেঝে পাকা করে দিয়েছিলেন। অস্থায়ীভাবে থাকার জন্য এই জায়গাগুলো ঠিক করতে স্থানীয় ভাইদের সঙ্গে শরণার্থী ব্যক্তিরাও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিলেন। লিঙ্গালা ভাষাতে সবকটা খ্রীষ্টীয় সভার ব্যবস্থা করা হয়েছিল, যাতে করে ওই সব ব্যক্তিদের জন্য জীবন রক্ষাকারী আধ্যাত্মিক খাবারের পর্যাপ্ত সরবরাহ থাকে। আন্তর্জাতিক ভ্রাতৃত্ব যে এক বাস্তব বিষয়, স্থানীয় সাক্ষি আর তাদের অতিথিদের মাঝে ঘনিষ্ঠ সহযোগিতায় সেটা প্রমাণ হয়েছিল।

শরণার্থী পরিবারগুলোর সবাই একসঙ্গে আসেননি। আলাদা হয়ে যাওয়া পরিবারের সদস্যরা একসময়ে তাদের গন্তব্যস্থলে পুনর্মিলিত হয়েছিলেন। যারা নিরাপদে এসে পৌঁছেছিলেন তাদের একটা তালিকা প্রত্যেকটা কিংডম হলে রাখা হতো। যারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন তাদেরকে খোঁজার ব্যবস্থা করা হয়েছিল। যে শাখা অফিস সেই দেশের যিহোবার সাক্ষিদের সমস্ত কাজ পরিচালনা করে, তারা পথের মধ্যে যে সকল সাক্ষিরা ছিলেন তাদেরকে সাহায্য করতে এবং হারিয়ে যাওয়া সাক্ষিদেরকে খুঁজে বের করার জন্য প্রতিদিন তিনটে গাড়ির ব্যবস্থা করেছিল। এই গাড়িগুলোকে খুব সহজেই চেনা যেত কারণ এদের গায়ে বড় করে লেখা ছিল, “প্রহরী দুর্গ—যিহোবার সাক্ষিরা।”

বাবামা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সাতজন শরণার্থী ছেলেমেয়ে যখন যিহোবার সাক্ষিদের একটা গাড়ি দেখেছিল তখন তাদের আনন্দের কথা চিন্তা করুন। তারা সেই গাড়ির কাছে দৌড়ে গিয়ে নিজেদেরকে সাক্ষি হিসেবে পরিচয় দিয়েছিল। ভাইয়েরা তাদেরকে গাড়িতে উঠতে সাহায্য করেছিলেন এবং কিংডম হলে নিয়ে এসেছিলেন, যেখানে তারা পরিবারের সঙ্গে মিলিত হতে পেরেছিল।

কোন্‌ বিষয়টা এই আন্তরিক খ্রীষ্টানদেরকে বার বার এইরকম পরিস্থিতিকে মোকাবিলা করতে সাহায্য করেছিল? বাইবেলে বলা ভবিষ্যদ্বাণী অনুযায়ী তারা দৃঢ় নিশ্চিত ছিলেন যে, আমরা শেষ কালে বাস করছি।—২ তীমথিয় ৩:১-৫; প্রকাশিত বাক্য ৬:৩-৮.

তাই তারা জানেন যে শীঘ্রিই যিহোবা সমস্ত যুদ্ধ, ঘৃণা, দৌরাত্ম্য এবং শত্রুতাকে দূর করবেন। শরণার্থী সমস্যা অতীতের এক বিষয় হবে। আর তা না আসা পর্যন্ত যিহোবার সাক্ষিরা ১ করিন্থীয় ১২:১৪-২৬ পদে বলা প্রেরিত পৌলের কথার সঙ্গে মিল রেখে একে অন্যের যত্ন নিয়ে থাকেন। যদিও নদনদী, দেশের সীমান্ত, ভাষা ও দূরত্বের কারণে তারা বিচ্ছিন্ন কিন্তু তারপরও তারা একে অন্যের বিষয়ে চিন্তা করেন আর তাই যখন কারও দরকার হয়, দেরি না করে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন।—যাকোব ১:২২-২৭.

[৩০ পৃষ্ঠার মানচিত্র]

(পুরোপুরি ফরম্যাট করা টেক্সটের জন্য এই প্রকাশনা দেখুন)

[সৌজন্যে]

Mountain High Maps® Copyright © ১৯৯৭ Digital Wisdom, Inc.

আফ্রিকা

মধ্য আফ্রিক প্রজাতন্ত্র

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র

[৩০ পৃষ্ঠার চিত্রগুলো]

তিনটে কিংডম হলকে অভ্যর্থনা কেন্দ্রে পরিণত করা হয়েছিল

[৩১ পৃষ্ঠার চিত্র]

সঙ্গে সঙ্গে রান্নাঘরের ব্যবস্থা করা হয়েছিল

[৩১ পৃষ্ঠার চিত্র]

আরও অনেক শরণার্থী এসেছিল

[৩১ পৃষ্ঠার চিত্রগুলো]

শরণার্থী হিসেবে জন্ম নেওয়া শিশু