সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“লোকেদের স্বাস্থ্যের জন্য এক গুপ্ত বিপদ”

“লোকেদের স্বাস্থ্যের জন্য এক গুপ্ত বিপদ”

“লোকেদের স্বাস্থ্যের জন্য এক গুপ্ত বিপদ”

 সম্প্রতি, অন-লাইন সেক্সের ওপর করা এক জরিপে দেখা গেছে যে আমেরিকাতে প্রাপ্তবয়স্ক ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় এক তৃতীয়াংশ যৌনতা-বিষয়ক ওয়েব সাইডগুলো দেখেছেন। আজকে বহু লোকই ইন্টারনেটের মাধ্যমে তাদের যৌন স্পৃহাকে চরিতার্থ করছেন। এই বিষয়ের ওপর জরিপ করেছেন এমন একজন মনোবিজ্ঞানী, ডা. আল কুপার বলেন: “এটা হল লোকেদের স্বাস্থ্যের জন্য এক গুপ্ত বিপদ কারণ বেশির ভাগ লোকই এর বিপদ সম্বন্ধে বুঝতে পারেন না বা এটাকে গুরুত্বের সঙ্গে নেন না।”

এইধরনের সাইবারসেক্স বিশেষ করে কাদের ক্ষতি করে থাকে? ড. কুপার বলেন: “সেইসব ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হন, যাদের যৌন আকাঙ্ক্ষাগুলোকে উপেক্ষা করা হয়েছে এবং যারা তাদের যৌন আকাঙ্ক্ষা মেটানোর খুব বেশি সুযোগ পাননি” কিন্তু তারা ইন্টারনেটে “হঠাৎ করেই যৌনতার বিষয়গুলো অবাধে পেতে থাকেন।”

অন্যদিকে, যৌনতা-বিষয়ক ওয়েব সাইডগুলো যারা প্রায়ই দেখে থাকেন তাদের বেশির ভাগই এই বিষয়টাকে ক্ষতিকর বলে মনে করেন না। কিন্তু, আসলেই কি তাই? যেমন একজন মাদকাসক্ত ব্যক্তি একপর্যায়ে মাদকদ্রব্যকে সহ্য করে নেন, ঠিক তেমনই সাইবারসেক্সে আসক্ত অনেক ব্যক্তিরাও তাদের কামনা-বাসনাগুলো তৃপ্ত করতে ইন্টারনেটে আরও অধিক “মাত্রার” যৌনতার বিষয়গুলো পাওয়ার জন্য চেষ্টা করে থাকেন। আর এই কারণে তারা হয়তো তাদের চাকরি হারাতে পারেন এবং বিবাহিত সাথির সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে!

কিন্তু, যারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চান তারা আরও অনেক কারণে ইন্টারনেটের যৌনতা-বিষয়ক ওয়েব সাইডগুলো দেখা এড়িয়ে চলেন। ঈশ্বরের বাক্য বাইবেল সতর্ক করে বলে: “অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুসাৎ কর, যথা, বেশ্যাগমন, অশুচিতা, মোহ, কুঅভিলাষ, এবং লোভ, এ ত প্রতিমাপূজা। এই সকলের কারণ অবাধ্যতার সন্তানগণের প্রতি ঈশ্বরের ক্রোধ উপস্থিত হয়।” (কলসীয় ৩:৫, ৬) নোংরা যৌন আকাঙ্ক্ষার বিষয়ে ‘তার অঙ্গ সকল মৃত্যুসাৎ করতে’ একজন ব্যক্তির যিহোবা ঈশ্বরের জন্য গভীর প্রেম গড়ে তোলা দরকার। (গীতসংহিতা ৯৭:১০) লোকেদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সাইবারসেক্সের প্রতি যদি তিনি প্রলুব্ধ হন, তাহলে ঈশ্বরের বাক্য বাইবেল অধ্যয়ন করে যিহোবার প্রতি তার প্রেমকে আরও শক্তিশালী করা উচিত। যিহোবার সাক্ষিদের সঙ্গে স্থানীয় কিংডম হলে গঠনমূলক মেলামেশা একজন ব্যক্তির যিহোবাকে সন্তুষ্ট করার দৃঢ় সংকল্পকে আরও শক্তিশালী করতে সাহায্য করতে পারে।