সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের নামের ওপর আসা নিন্দা দূর করা হয়েছিল

ঈশ্বরের নামের ওপর আসা নিন্দা দূর করা হয়েছিল

রাজ্য ঘোষণাকারীরা বিবৃতি দেয়

ঈশ্বরের নামের ওপর আসা নিন্দা দূর করা হয়েছিল

 ঈশ্বরের বাক্য বাইবেল বলে: “আর পরজাতীয়দের মধ্যে আপন আপন আচার ব্যবহার উত্তম করিয়া রাখ; তাহা হইলে তাহারা যে বিষয়ে দুষ্কর্ম্মকারী বলিয়া তোমাদের পরীবাদ করে, স্বচক্ষে তোমাদের সৎক্রিয়া দেখিলে সেই বিষয়ে তত্ত্বাবধানের দিনে ঈশ্বরের গৌরব করিবে।” (১ পিতর ২:১২) তাই, সত্য খ্রীষ্টানেরা আচার ব্যবহার উত্তম রাখার চেষ্টা করেন, যাতে তারা যিহোবার নামের ওপর আসা নিন্দা এড়াতে পারেন।

জাম্বিয়ার বিচ্ছিন্ন একটা এলাকা সেনানগায় একজন স্কুলশিক্ষকের বাড়ি থেকে তার একটা রেডিও চুরি হয়ে যায়। যেহেতু যিহোবার সাক্ষিরা সেই এলাকাতে প্রচার করছিলেন, তাই সেই স্কুলশিক্ষক তাদেরকেই চোর বলে দোষী করেন। তিনি পুলিশের কাছে এ বিষয়ে রিপোর্ট করেন আর বলেন যে সাক্ষিরাই তার রেডিওটা চুরি করেছে। সাক্ষিরাই যে তার বাড়িতে এসেছিল, তা প্রমাণ করার জন্য তিনি পুলিশকে একটা ট্র্যাক্ট দেখান, যেটা তিনি ঘরের মেঝেতে পেয়েছিলেন। কিন্তু, পুলিশ তার কথা বিশ্বাস করেননি। তারা তাকে ঘরে গিয়ে আরও ভাল করে খোঁজখবর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

ওই দিন যে সাক্ষিরা সেই শিক্ষকের পাড়ায় প্রচার করেছিলেন তাদেরকে প্রাচীনগোষ্ঠী শিক্ষকের বাড়িতে গিয়ে এই বিষয়ে তার সঙ্গে কথা বলার জন্য উৎসাহিত করেছিলেন। তাই, তাদের পরামর্শ মতো কয়েকজন ভাই তার বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেন ও তাকে বুঝিয়ে বলেন যে, তারা যিহোবার নামের ওপর আসা নিন্দা দূর করতে চান। সাক্ষিরা আলোচনা করার সময় তাকে বলেছিলেন যে তারা যখন তার বাড়িতে এসেছিলেন, সেই সময় এক যুবকের সঙ্গে তাদের দেখা হয়েছিল ও তারা তাকে একটা ট্র্যাক্ট দিয়েছিলেন। তাদের বর্ণনা শুনে শিক্ষক যুবকটাকে চিনতে পেরেছিলেন। আসলে তারা একই গির্জার সদস্য। শিক্ষক সেই যুবকের সঙ্গে কথা বলেন কিন্তু সে তা অস্বীকার করে। তাই, শিক্ষক যুবকের বাবামার সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলেন ও তারপর বাড়ি ফিরে আসেন। এর এক ঘন্টার মধ্যেই সেই যুবকের মা চুরি যাওয়া রেডিওটা তাকে ফিরিয়ে দেন।

নিজের ভুলের জন্য অনুশোচনা করে, শিক্ষক প্রাচীনগোষ্ঠীর কাছে যান ও সাক্ষিদেরকে মিথ্যা দোষারোপ করার জন্য ক্ষমা চান। প্রাচীনরা তা মেনে নেন কিন্তু তারা তাকে অনুরোধ করেন যে কীভাবে তিনি তার রেডিওটা খুঁজে পেয়েছেন সে কথা যেন জনসাধারণের কাছে জানান, যাতে সকলেই জানতে পারে যে সাক্ষিরা নির্দোষ। তাই, স্কুলে একটা ঘোষণা দেওয়া হয় আর এইভাবে যিহোবার নামের ওপর আসা নিন্দা দূর করা হয়েছিল। যিহোবার সাক্ষিরা সেই এলাকায় স্বাধীনভাবে প্রচার কাজ চালিয়ে যেতে পারছেন।

[১৯ পৃষ্ঠার মানচিত্রগুলো/চিত্র]

(পুরোপুরি ফরম্যাট করা টেক্সটের জন্য এই প্রকাশনা দেখুন)

আফ্রিকা

জাম্বিয়া

[সৌজন্যে]

Mountain High Maps® Copyright © ১৯৯৭ Digital Wisdom, Inc.