পাঠকদের থেকে প্রশ্নসকল
পাঠকদের থেকে প্রশ্নসকল
দানিয়েল ৯:২৪ পদের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, “মহাপবিত্রকে” কখন অভিষেক করা হয়েছিল?
দানিয়েল ৯:২৪-২৭ পদগুলোতে “অভিষিক্ত ব্যক্তি, নায়ক” খ্রীষ্টের আগমন সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। তাই, “মহাপবিত্রকে” অভিষেক করার বিষয়ে ভবিষ্যদ্বাণীটা যিরূশালেম মন্দিরের অতি পবিত্র স্থানের অভিষেকের কথা বোঝাচ্ছে না। বরং, এখানে ‘মহাপবিত্র’ বলতে ঈশ্বরের স্বর্গীয় পবিত্র স্থানকে অর্থাৎ যিহোবার মহান আত্মিক মন্দিরের স্বর্গীয় অতি পবিত্র স্থানকে বোঝাচ্ছে। *—ইব্রীয় ৮:১-৫; ৯:২-১০, ২৩.
ঈশ্বরের আত্মিক মন্দির কখন থেকে কার্যকর হতে শুরু করে? এটা জানার জন্য, সা.কা. ২৯ সালে যীশু যখন বাপ্তিস্ম নিয়েছিলেন তখন কী হয়েছিল তা ভেবে দেখুন। তখন থেকে যীশু গীতসংহিতা ৪০:৬-৮ পদের কথাগুলো পূর্ণ করেছিলেন। প্রেরিত পৌল পরে বলেছিলেন যে, যীশু ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন: “তুমি যজ্ঞ ও নৈবেদ্য ইচ্ছা কর নাই, কিন্তু আমার জন্য দেহ রচনা করিয়াছ।” (ইব্রীয় ১০:৫) যীশু জানতেন যে, যিরূশালেম মন্দিরে সবসময়ই পশু বলিদান করা হবে তা ঈশ্বর ‘ইচ্ছা করেননি।’ এর বদলে যীশুর জন্য যিহোবা এক সিদ্ধ দেহ রচনা করেছিলেন, যাতে বলি হিসেবে তা তিনি উৎসর্গ করতে পারেন। মনপ্রাণ দিয়ে তা পালন করতে চেয়ে যীশু বলেছিলেন: “আমি আসিয়াছি,—গ্রন্থখানিতে আমার বিষয় লিখিত আছে—হে ঈশ্বর, যেন তোমার ইচ্ছা পালন করি।” (ইব্রীয় ১০:৭) আর এর উত্তরে যিহোবা কী বলেছিলেন? মথির সুসমাচার জানায়: “পরে যীশু বাপ্তাইজিত হইয়া অমনি জল হইতে উঠিলেন; আর দেখ, তাঁহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল, এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপোতের ন্যায় নামিয়া আপনার উপরে আসিতে দেখিলেন। আর দেখ, স্বর্গ হইতে এই বাণী হইল, ‘ইনিই আমার প্রিয় পুত্ত্র, ইঁহাতেই আমি প্রীত।’”—মথি ৩:১৬, ১৭.
যীশুর দেহকে বলি হিসেবে মেনে নিয়ে যিহোবা ঈশ্বর দেখিয়েছিলেন যে, যিরূশালেম মন্দিরের আক্ষরিক বেদির চেয়ে আরও মহান এক বেদি কার্যকর হয়েছিল। এটা ছিল ঈশ্বরের ‘ইচ্ছার’ এক বেদি অর্থাৎ যীশুর মানব দেহকে বলি হিসেবে গ্রহণ করার জন্য একটা ব্যবস্থা। (ইব্রীয় ১০:১০) যীশুকে পবিত্র আত্মা দ্বারা অভিষেক করা বুঝিয়েছিল যে, ঈশ্বর তখন থেকে তাঁর পুরো আত্মিক মন্দির ব্যবস্থাকে কার্যকর করেছিলেন। * তাই, যীশুর বাপ্তিস্মের সময় ঈশ্বরের স্বর্গীয় আবাসকে, মহান আত্মিক মন্দির ব্যবস্থায় ‘মহাপবিত্র’ হিসেবে অভিষিক্ত অথবা আলাদা করা হয়েছিল।
[পাদটীকাগুলো]
^ ঈশ্বরের আত্মিক মন্দিরের বিভিন্ন বৈশিষ্ট্য সম্বন্ধে আরও বেশি জানার জন্য ১৯৯৬ সালের ১লা জুলাই প্রহরীদুর্গ এর ১৪-১৯ পৃষ্ঠা দেখুন।
^ এই বিষয়ে দানিয়েলের ভবিষ্যদ্বাণীতে মনোযোগ দিন (ইংরেজি) বইয়ের ১৯৫ পৃষ্ঠায় পরোক্ষভাবে উল্লেখ করা আছে।
[২৭ পৃষ্ঠার চিত্র]
যীশুর বাপ্তিস্মের সময় “মহাপবিত্রকে” অভিষেক করা হয়েছিল