সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠকদের থেকে প্রশ্নসকল

পাঠকদের থেকে প্রশ্নসকল

পাঠকদের থেকে প্রশ্নসকল

 যেহেতু মুক্তির মূল্যের ভিত্তিতে যিহোবা পাপের ক্ষমা করেন, তাহলে খ্রীষ্টানদের কেন মণ্ডলীর প্রাচীনদের কাছে পাপ স্বীকার করা দরকার?

দায়ূদ ও বৎশেবার ঘটনায় এটা দেখা যায়। যদিও দায়ূদ গুরুতর পাপ করেছিলেন, তারপরও যিহোবা তাকে ক্ষমা করেছিলেন কারণ দায়ূদ সত্যিকারের অনুতাপ দেখিয়েছিলেন। ভাববাদী নাথন যখন তার কাছে এসেছিলেন তখন দায়ূদ অকপটে স্বীকার করেছিলেন: “আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি।”—২ শমূয়েল ১২:১৩.

একজন পাপী হৃদয় থেকে তার পাপ স্বীকার করলে যিহোবা তা মেনে নিয়ে তাকে শুধু ক্ষমাই করেন না, সেইসঙ্গে আধ্যাত্মিক দিক দিয়ে সুস্থ হয়ে উঠতে সাহায্য করার জন্য প্রেমপূর্ণ ব্যবস্থাও করেন। ভাববাদী নাথনের মাধ্যমে দায়ূদ সেই সাহায্যই পেয়েছিলেন। আজকে, খ্রীষ্টীয় মণ্ডলীতে আধ্যাত্মিক দিক দিয়ে পরিপক্ব বয়স্ক ব্যক্তি বা প্রাচীনরা আছেন। শিষ্য যাকোব বলেন: “তোমাদের মধ্যে কেহ কি [আধ্যাত্মিকভাবে] রোগগ্রস্ত? সে মণ্ডলীর প্রাচীনবর্গকে আহ্বান করুক; এবং তাঁহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুন। তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে, এবং প্রভু তাহাকে উঠাইবেন; আর সে যদি পাপ করিয়া থাকে, তবে তাহার মোচন হইবে।”—যাকোব ৫:১৪, ১৫.

অভিজ্ঞ প্রাচীনরা অনুতপ্ত পাপীর মনের দুঃখ কাটিয়ে উঠতে অনেক কিছু করতে পারেন। পাপী ব্যক্তিকে সাহায্য করার সময় তারা যিহোবাকে অনুসরণ করার জন্য প্রাণপণ চেষ্টা করেন। এমনকি কড়া শাসনের প্রয়োজন হলেও তারা কখনও কর্কশ হন না। বরং, তারা তার জরুরি চাহিদাগুলো করুণার সঙ্গে বিবেচনা করেন। ঈশ্বরের বাক্য ব্যবহার করে ধৈর্যের সঙ্গে তারা পাপী ব্যক্তির চিন্তাভাবনাকে আবার ঠিক করার জন্য চেষ্টা করেন। (গালাতীয় ৬:১) এমনকি একজন ব্যক্তি যদি নিজে থেকে তার পাপ স্বীকার না-ও করেন কিন্তু প্রাচীনরা তার সঙ্গে গিয়ে কথা বললে তিনি অনুতপ্ত হতে পারেন, যেমন নাথন আসার পর দায়ূদ হয়েছিলেন। প্রাচীনদের এইধরনের সাহায্য পাপী ব্যক্তিকে আবার পাপ করার ঝুঁকি এবং অনুতপ্তহীন পাপী হওয়ার ভয়াবহ পরিণতি এড়াতে সাহায্য করে।—ইব্রীয় ১০:২৬-৩১.

ক্ষমা পাওয়ার জন্য একজন ব্যক্তির পক্ষে তার লজ্জাজনক কাজগুলো অন্যদের কাছে স্বীকার করা সহজ নয়। এটা করতে মনের জোর দরকার। আর এটা করতে না পারলে কী হবে, তা একটু ভেবে দেখুন। একজন ব্যক্তি যিনি মণ্ডলীর প্রাচীনদের কাছে তার গুরুতর পাপ স্বীকার করতে পারেননি তিনি বলেছিলেন: “আমি সবসময় আমার মনের মধ্যে একটা কষ্ট অনুভব করতাম। আমি প্রচার কাজ বাড়িয়ে দিয়েছিলাম কিন্তু আমার বিবেক সবসময় আমাকে দংশন করত।” তিনি মনে করেছিলেন যে, প্রার্থনায় ঈশ্বরের কাছে পাপ স্বীকার করলেই হয়ে যাবে কিন্তু আসলে তা হয়নি বরং তার অনুভূতি ঠিক দায়ূদের মতো হয়েছিল। (গীতসংহিতা ৫১:৮, ১১) তাই, প্রাচীনদের মাধ্যমে যিহোবার প্রেমপূর্ণ সাহায্য গ্রহণ করা কতই না ভাল!