সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাইবেল অধ্যয়ন এটা কি আপনার জন্য দরকার?

বাইবেল অধ্যয়ন এটা কি আপনার জন্য দরকার?

বাইবেল অধ্যয়ন এটা কি আপনার জন্য দরকার?

 “একজন পাদরির উপস্থিতি ছাড়া পড়বেন না।” ক্যাথলিকদের কিছু বাইবেলের শুরুতেই এই সতর্কবাণী চোখে পড়বে। লস এঞ্জেলসের ক্যাথলিক বাইবেল ইনস্টিটিউট এর কে মার্ডি বলেন, ‘আমরা ক্যাথলিকরা কখনোই বাইবেল পড়তাম না কিন্তু এখন সেই অবস্থার পরিবর্তন হচ্ছে।’ বাইবেল কীভাবে তাদের জীবনকে প্রভাবিত করতে পারে সেই বিষয়ে ক্যাথলিকরা যখন জানতে পারে তখন তারা কী করে সেই সম্বন্ধে তিনি বলেন, “বাইবেলের জন্য তারা তাদের তীব্র আকাঙ্ক্ষাকে প্রকাশ করে।”

এই পরিবর্তনের বিষয়ে ইউ.এস. ক্যাথলিক পত্রিকা একজন ধর্মীয় শিক্ষা সমন্বয়কারীর মন্তব্য তুলে ধরে। তিনি বলেছিলেন, বাইবেল অধ্যয়ন ক্লাসে যোগদানকারী ক্যাথলিকদের মনে হয়েছিল যে, “ক্যাথলিক হিসেবে তারা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছেন আর বাইবেলে মহামূল্যবান অনেক ধন রয়েছে। তারা এখন সেই মহামূল্যবান ধনের কিছুটা পেতে চান, যা থেকে তারা এতদিন বঞ্চিত হয়েছেন।”

যাই হোক, একজন বাইবেল ছাত্র বা ছাত্রী সেখানে কোন্‌ “মহামূল্যবান ধন” খুঁজে পাবেন? একটু চিন্তা করুন: আপনি কি জানতে চান, কীভাবে রোজকার জীবনের দুশ্চিন্তাগুলোকে সফলভাবে মোকাবিলা করবেন? কীভাবে পরিবারের মধ্যে শান্তি বজায় রাখবেন? কেন চারিদিকে এত খারাপ ও সমাজবিরোধী কার্যকলাপ দেখা যায়? কেন আজকের যুবক-যুবতীরা এত উগ্র? এগুলো সহ জটিল আরও অনেক প্রশ্নের যথাযথ উত্তর ঈশ্বরের বাক্য বাইবেল পাওয়া যায় আর এভাবেই তারা “মহামূল্যবান ধন” খুঁজে পাবেন। কিন্তু, এই মহামূল্যবান ধন শুধুমাত্র ক্যাথলিক বা প্রটেস্টান্টদের জন্য নয় সেইসঙ্গে বৌদ্ধ, হিন্দু, মুসলমান, শিন্টো আর এমনকি নাস্তিক এবং অজ্ঞেয়বাদীদের জন্যও। গীতরচক বলেছিলেন, ‘ঈশ্বরের বাক্য তাহার চরণের প্রদীপ, তাহার পথের আলোক।’ আপনার জন্যও এটা তা-ই হতে পারে।—গীতসংহিতা ১১৯:১০৫.