সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“বন্ধুর দেওয়া আঘাত”

“বন্ধুর দেওয়া আঘাত”

“বন্ধুর দেওয়া আঘাত”

 প্রেরিত পৌল দেখেছিলেন যে, প্রথম শতাব্দীর গালাতীয় খ্রীষ্টানদেরকে কিছু ব্যাপারে সংশোধন করার জন্য পরামর্শ দেওয়ার দরকার আছে। এর জন্য তাদের যাতে কোন ক্ষোভ না থাকে, তাই তিনি জিজ্ঞেস করেছিলেন: “তবে তোমাদের কাছে সত্য বলাতে কি তোমাদের শত্রু হইয়াছি?”—গালাতীয় ৪:১৬.

“সত্য বলাতে” পৌল তাদের শত্রু হয়ে যাননি। আসলে, তিনি বাইবেলের এই নীতির সঙ্গে মিল রেখে কাজ করছিলেন: “বন্ধুর দেওয়া আঘাত বিশ্বস্ততায় পূর্ণ।” (হিতোপদেশ ২৭:৬, কিং জেমস ভারসন) পৌল জানতেন যে, যারা ভুল করেছেন তাদের আত্মসম্মানে আঘাত লাগতে পারে। কিন্তু তিনি এও জানতেন যে, একজন পাপীর জন্য যে শাসনের দরকার তা না করলে এর মানে হবে যিহোবা ঈশ্বরের ভালবাসা ওই পাপীর প্রতি দেখানো হবে না। (ইব্রীয় ১২:৫-৭) তাই, একজন বিশ্বস্ত বন্ধু হিসেবে, বিশেষ করে মণ্ডলীর ভালর কথা চিন্তা করে পৌল সংশোধন করার জন্য পরামর্শ দিতে দ্বিধা করেননি।

বর্তমান দিনে, যিহোবার সাক্ষিরা ‘সমুদয় জাতিকে শিষ্য করিবার; . . . [যীশু খ্রীষ্ট] যাহা যাহা আজ্ঞা করিয়াছিলেন সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেওয়ার’ কাজ করছেন। (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) এটা করে এই আন্তরিক খ্রীষ্টানরা বাইবেলের সত্য, যেগুলো মতবাদসংক্রান্ত ভুল এবং অখ্রীষ্টীয় আচরণকে প্রকাশ ও নিন্দা করে, সেগুলোর সঙ্গে আপোশ করেন না। (মথি ১৫:৯; ২৩:৯; ২৮:১৯, ২০; ১ করিন্থীয় ৬:৯, ১০) তারা শত্রু নয় যে তাদের থেকে আপনার দূরে থাকতে হবে বরং তারা প্রকৃত বন্ধুর মতো আপনার প্রতি সত্যিকারের আগ্রহ দেখাচ্ছেন।

ঈশ্বরের অনুপ্রেরণায় পাওয়া বুদ্ধির দ্বারা গীতরচক লিখেছিলেন: “ধার্ম্মিক লোক আমাকে প্রহার করুক, সেটী দয়া; সে আমাকে অনুযোগ করুক, তাহা মস্তকের তৈল; আমার মস্তক তাহা অগ্রাহ্য না করুক।”—গীতসংহিতা ১৪১:৫.