সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাইবেল—বোঝার জন্য সাহায্য দরকার

বাইবেল—বোঝার জন্য সাহায্য দরকার

বাইবেল—বোঝার জন্য সাহায্য দরকার

 বাইবেল এক অতুলনীয় বই। এর লেখকরা দাবি করেন যে, ঈশ্বরের অনুপ্রেরণায় তারা এটা লিখেছিলেন আর এর বিষয়বস্তু জোরালো প্রমাণ দেয় যে তাদের এই দাবি সত্য। (২ তীমথিয় ৩:১৬) অন্যান্য অনেক বিষয়ের সঙ্গে বাইবেল এও জানায় যে আমরা কোথা থেকে এসেছি, কেন এখানে আছি এবং কোথায়ই বা যাচ্ছি। সত্যিই, এটা বিবেচনা করে দেখার মতো একটা বই!

আপনি সম্ভবত বাইবেল পড়ার চেষ্টা করেছেন কিন্তু পড়তে গিয়ে দেখেছেন যে, এটা বোঝা খুব কঠিন। হয়তো আপনি জানেন না যে আপনার প্রশ্নের উত্তরগুলো কোথায় রয়েছে। যদি তা-ই হয়, তাহলে এমনটা কেবল আপনার বেলায়ই ঘটেনি। আপনার অবস্থা প্রথম শতাব্দীর একজন ব্যক্তির মতোই। তিনি রথে চড়ে যিরূশালেম থেকে তার নিজের দেশ ইথিওপিয়ায় যাচ্ছিলেন। এই ইথিওপিয় সরকারি কর্মকর্তা তখন জোরে জোরে বাইবেলের ভবিষ্যদ্বাণীমূলক যিশাইয় বই পড়ছিলেন, যা তখন থেকে আরও সাতশ বছরেরও বেশি আগে লেখা হয়েছিল।

হঠাৎ করেই তিনি রথের পাশে দৌড়াতে থাকা একজন ব্যক্তির সম্ভাষণ শুনতে পান। এই ব্যক্তি ছিলেন যীশুর একজন শিষ্য ফিলিপ আর তিনি ওই ইথিওপিয় ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলেন: “আপনি যাহা পাঠ করিতেছেন, তাহা কি বুঝিতে পারিতেছেন?” ইথিওপিয় উত্তরে বলেছিলেন: “কেহ আমাকে বুঝাইয়া না দিলে কেমন করিয়া বুঝিতে পারিব?” পরে তিনি ফিলিপকে রথে তুলে নিয়েছিলেন। ইথিওপিয় যে অংশটুকু পড়ছিলেন ফিলিপ তাকে সেই বিষয়ে বুঝিয়ে দিয়েছিলেন আর তার কাছে “যীশু-বিষয়ক সুসমাচার” প্রচার করেছিলেন।—প্রেরিত ৮:৩০-৩৫.

অনেক বছর আগে ফিলিপ যেমন ওই ইথিওপিয়কে ঈশ্বরের বাক্য বুঝতে সাহায্য করেছিলেন, ঠিক তেমনই আজকে যিহোবার সাক্ষিরাও লোকেদেরকে বাইবেল বুঝতে সাহায্য করছেন। তারা আপনাকেও সাহায্য করতে পারলে খুশি হবেন। সাধারণত, শাস্ত্রের মৌলিক শিক্ষাগুলো দিয়ে শুরু করে সুশৃঙ্খলভাবে বাইবেল অধ্যয়ন করা সবচেয়ে ভাল। (ইব্রীয় ৬:১) আপনি যখন উন্নতি করে চলবেন, তখন পৌল যেটাকে “কঠিন খাদ্য” বলেছিলেন অর্থাৎ সেই গভীর সত্যগুলো গ্রহণ করতে সক্ষম হবেন। (ইব্রীয় ৫:১৪) যদিও আপনি মূলত বাইবেলই অধ্যয়ন করছেন কিন্তু অন্যান্য প্রকাশনাগুলো অর্থাৎ বাইবেল অধ্যয়নে সাহায্যকারী বইপত্রিকাগুলো আপনাকে বিভিন্ন বিষয়ের ওপর বাইবেলের বিবরণগুলো খুঁজে পেতে ও বুঝতে সাহায্য করতে পারে।

সাধারণত আপনার সুবিধামতো সময়ে এবং জায়গায় অধ্যয়নের ব্যবস্থা করা হয়। কেউ কেউ টেলিফোনেও অধ্যয়ন করেন। এই অধ্যয়ন ক্লাসরুমের মতো পরিবেশে করানো হয় না; এটা আপনার পরিস্থিতি ও সেইসঙ্গে অভিজ্ঞতা, জ্ঞান ও শিক্ষা অনুযায়ী ব্যক্তিগতভাবে করানোর ব্যবস্থা করা হয়। বাইবেল অধ্যয়নের জন্য আপনাকে কোন টাকাপয়সা দিতে হবে না। (মথি ১০:৮) এতে কোন পরীক্ষা দিতে হবে না এবং আপনাকে কোনরকম অস্বস্তির মধ্যেও ফেলা হবে না। আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে আর আপনি জানতে পারবেন, কীভাবে ঈশ্বরের আরও নিকটবর্তী হওয়া যায়। কিন্তু, কেন আপনার বাইবেল অধ্যয়ন করা উচিত? কিছু কারণ দেখুন যে, কেন বাইবেল অধ্যয়ন আপনার জীবনে আনন্দ নিয়ে আসতে পারে।