সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

স্থায়ী প্রভাবগুলো

স্থায়ী প্রভাবগুলো

স্থায়ী প্রভাবগুলো

 প্রতি বছর যিহোবার সাক্ষিরা তাদের দেশে খ্রীষ্টীয় অধিবেশন এবং সম্মেলনগুলোতে মিলিত হন। আধ্যাত্মিক দিক দিয়ে গড়ে ওঠে এমন নির্দেশনা পাওয়ার এবং গঠনমূলক মেলামেশার জন্য তারা মিলিত হন। কিন্তু, তাদের মিলিত হওয়ার অন্যান্য বিষয়গুলোও সেখানে আসা নতুন ব্যক্তিদের ওপর এক স্থায়ী প্রভাব ফেলতে পারে।

মোজাম্বিকের হাজার হাজার সাক্ষিরা ১৯৯৯ সালের জুলাই মাসে, তিন দিনের “ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্য” জেলা সম্মেলনে যোগ দেওয়ার জন্য মিলিত হয়েছিলেন। এদের মধ্যে অনেকে প্রথমবারের মতো সম্মেলনে এসেছিলেন। সেখানে মঞ্চ থেকে যা বলা হয়েছিল শুধু তা শুনেই নয়, সেইসঙ্গে তারা তাদের চারপাশের পরিবেশ দেখেও প্রভাবিত হয়েছিলেন।

মাপুটু সম্মেলন হলের একজন এইরকম মন্তব্য করেছিলেন: “আমার জীবনে আমি কখনও এইরকম সুন্দর জায়গা দেখিনি! বাথরুমে সাবান এবং আয়না ছিল আর সেখানে এমনকি কোন দুর্গন্ধ ছিল না। চারপাশে অনেক শান্তিময় পরিবেশ ছিল, ছেলেমেয়েদের কোন চিৎকার চেঁচামেচি ছিল না। কোন ধাক্কাধাক্কি ছিল না! আমি হাশিখুশি যুবক-যুবতীদেরকে উৎসাহমূলক কথার্বাতা বলতে দেখেছি। এছাড়াও, সবার পরিপাটি পোশাকআশাকও আমার মনে বিরাট ছাপ ফেলেছিল। পরের বার আমি আমার স্বামী এবং ছেলেমেয়েদেরকে নিয়ে আসব এবং আমার স্বামীকে বোঝাব যে এই সম্মেলনে আমাদের অবশ্যই যোগ দেওয়া দরকার।”

হ্যাঁ, যিহোবার সাক্ষিদের সততা, আনুগত্য এবং শারীরিক পরিচ্ছন্নতা কারও নজর এড়ায় না। সাক্ষিরা অন্যদের থেকে কেন আলাদা? কারণ বাইবেল থেকে তারা যা শেখেন, তা নিজেদের জীবনে কাজে লাগানোর জন্য তারা প্রকৃত চেষ্টা করেন। এই বছর তাদের নিজের দেশে যে সম্মেলন রয়েছে বা স্থানীয় কিংডম হলে তাদের যে সাপ্তাহিক সভাগুলো হয়, সেখানে যোগ দিয়ে নিজের চোখেই তা দেখুন না কেন?

[৩২ পৃষ্ঠার চিত্র]

জাম্বিয়া

[৩২ পৃষ্ঠার চিত্র]

কেনিয়া

[৩২ পৃষ্ঠার চিত্র]

মোজাম্বিক