সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠকদের থেকে প্রশ্নসকল

পাঠকদের থেকে প্রশ্নসকল

পাঠকদের থেকে প্রশ্নসকল

 তিনজন ইব্রীয়কে দূরা সমস্থলীতে নবুখদ্‌নিৎসর যে প্রকাণ্ড প্রতিমা তৈরি করেছিলেন তার সামনে যখন পরীক্ষা করা হয়েছিল, তখন দানিয়েল কোথায় ছিলেন?

বাইবেল এই সম্বন্ধে কিছু বলে না। তাই আজ কোন ব্যক্তি বলতে পারে না যে, সেই পরীক্ষার সময় দানিয়েল কোথায় ছিলেন।

কেউ কেউ মনে করেন যে শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগোর চেয়ে দানিয়েলের সরকারি পদমর্যাদা বড় ছিল অথবা তাদের চেয়ে তিনি নবুখদ্‌নিৎসরের প্রিয়পাত্র ছিলেন আর তাই দূরা সমস্থলীতে যাওয়া তার জন্য বাধ্যতামূলক ছিল না। দানিয়েল ২:৪৯ পদ ইঙ্গিত করে যে কিছু সময়ের জন্য তার তিনজন বন্ধুর চেয়ে দানিয়েলের পদ বড় ছিল। কিন্তু আমরা বলতে পারি না যে, এই কারণেই তিনি অন্যদের সঙ্গে সেই প্রতিমার সামনে একত্র হওয়া থেকে ছাড় পেয়েছিলেন।

দানিয়েলের অনুপস্থিত থাকার কারণ বোঝাতে গিয়ে অন্যরা বলেছেন যে, তিনি হয়তো কোন সরকারি কাজে বাইরে গিয়েছিলেন অথবা অসুস্থ ছিলেন আর তাই সেখানে যেতে পারেননি। কিন্তু বাইবেল তা বলে না। যা-ই হোক না কেন, দানিয়েলের কাজ কোন ভাবে সমালোচনার কারণ হতে পারে না কারণ তা যদি হতো, তাহলে কোন সন্দেহ নেই বাবিলনের ঈর্ষাপরায়ণ কর্মকর্তারা এই কাজের জন্য তার বিরুদ্ধে দোষ চাপিয়ে দিতেন। (দানিয়েল ৩:৮) এই ঘটনার আগে ও পরে দানিয়েল নিজেকে একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে প্রমাণ করেছিলেন এবং যে ধরনেরই পরীক্ষার মুখোমুখি তিনি হয়েছিলেন, তিনি ঈশ্বরের সামনে নিষ্ঠাবান ছিলেন। (দানিয়েল ১:৮; ৫:১৭; ৬:৪, ১০, ১১) তাই দূরা সমস্থলীতে দানিয়েল কেন উপস্থিত ছিলেন না সেই সম্বন্ধে যদিও বাইবেল কিছু বলে না, তবুও আমরা নিশ্চিত হতে পারি যে তিনি কোন আপোশ না করে যিহোবা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন।—যিহিষ্কেল ১৪:১৪; ইব্রীয় ১১:৩৩.