ভাল কাজের সার্টিফিকেট
ভাল কাজের সার্টিফিকেট
কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের আ্যসোসিয়েশন অফ কঙ্গোলিস আ্যন্ড আফ্রিকান জার্নালিস্ট ফর দ্যা ডেভেলপমেন্ট (এজেওসিএডি), “যে সমস্ত ব্যক্তি বা সামাজিক সংগঠন [কঙ্গোর] উন্নয়নে বিশেষ অবদান রেখেছে, তাদেরকে এই পুরস্কার” দিয়ে থাকে।
যিহোবার সাক্ষিদেরকে, “তাদের ছাপানো প্রকাশনাগুলোর [মাধ্যমে] শিক্ষা দিয়ে কঙ্গোর লোকেদের জীবনকে উন্নত করার পিছনে অবদান রাখার” জন্য ২০০০ সালের ১৭ই নভেম্বর, এই ভাল কাজের সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল।
এই পুরস্কারের বিষয়ে মন্তব্য করতে গিয়ে কিনশাসার খবরের কাগজ লি ফেরি বলেছিল: “কঙ্গোতে এমন কোন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না, যার হাতে যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত প্রহরীদুর্গ ও সচেতন থাক! অথবা অন্য কোন প্রকাশনা নেই। এই পত্রিকাগুলো জীবনের সমস্ত দিক নিয়ে [আলোচনা] করে।” ওই খবরের কাগজ আরও বলেছিল, এই প্রকাশনাগুলো “কীভাবে বর্তমানের সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করা যায়” তা জানায় এবং “সাম্প্রতিক ঘটনাবলির পশ্চাতে প্রকৃত অর্থের” প্রতি ইঙ্গিত করে। সচেতন থাক! পত্রিকার প্রত্যেকটা সংখ্যা “রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকে ও কোন একটা জাতিকে অন্যগুলোর থেকে প্রাধান্য দেয় না।” এছাড়াও, এই প্রকাশনাগুলো “শীঘ্রিই এই বর্তমান দুষ্ট, নীতিহীন বিধিব্যবস্থাকে অপসারিত করে একটা শান্তিপূর্ণ ও সুরক্ষিত নতুন জগৎ সম্বন্ধে সৃষ্টিকর্তার প্রতিজ্ঞার প্রতি আস্থা” গড়ে তোলে।
এজেওসিএডি মন্তব্য করেছে যে, যিহোবার সাক্ষিদের প্রকাশনাগুলো কঙ্গো প্রজাতন্ত্রের বেশির ভাগ লোকেদের জন্য উপকারী বলে প্রমাণিত হয়েছে। তাদের আশার বার্তা এখন শত শত ভাষায় পাওয়া যাচ্ছে আর তা আপনার জন্যও উপকারী হতে পারে।
সেগুলোর মাধ্যমে আপনি কীভাবে উপকার পেতে পারেন, তা জানার জন্য দয়া করে নিচে দেওয়া তথ্যটা পড়ুন।