সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আমরা একসময় নেকড়ে ছিলাম—এখন মেষ হয়েছি!

আমরা একসময় নেকড়ে ছিলাম—এখন মেষ হয়েছি!

আমরা একসময় নেকড়ে ছিলাম—এখন মেষ হয়েছি!

 ছোট থাকতে সাকিনা ও আমি পাশাপাশি বাড়িতে থাকতাম। সাকিনার স্বাস্থ্য ভাল ও শক্তসবল ছিল কিন্তু আমি পাতলা ও খাটো ছিলাম। বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই আমাদের মধ্যে কথা কাটাকাটি হতো কিন্তু একদিন প্রচণ্ড ঝগড়া বেঁধে যায়। সেদিন থেকে আমরা একে অন্যের সঙ্গে কথা বলা তো দূরের কথা, দুজনের মুখ দেখাদেখিও বন্ধ করে দিই। শেষে আমরা দুজনেই সেই জায়গা ছেড়ে চলে যাই ও কে কোথায় থাকি, সেই সম্বন্ধে কিছুই জানতাম না।

১৯৯৪ সালে, আমি যিহোবার সাক্ষিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করি এবং ধীরে ধীরে আমার ব্যক্তিত্ব বদলাতে থাকে। চার বছর পর বুরুন্ডির বুজামবুরাতে আমাদের এক বিশেষ অধিবেশনে গিয়ে আমি সাকিনাকে দেখে খুবই অবাক হয়ে যাই। তাকে দেখে আমি খুশি হয়েছিলাম, তবে আমরা দুজন ততটা আন্তরিকতা নিয়ে শুভেচ্ছা বিনিময় করিনি। কিন্তু ওইদিনই পরে আমি যখন দেখি যে সে বাপ্তিস্ম প্রার্থীদের মাঝে বসে আছে, তখন আমি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না! সে-ও অনেক পালটে গিয়েছিল। সে এখন আর আগের মতো ঝগড়াটে নয়, যার সঙ্গে আমি প্রায়ই ঝগড়া করতাম। ঈশ্বরের কাছে তার উৎসর্গীকরণের প্রমাণ হিসেবে সে জলে বাপ্তিস্ম নিচ্ছে দেখা কত চমৎকারই না ছিল!

সে যখন জল থেকে উঠে আসে, তখন আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরি এবং তার কানে কানে বলি: “তোমার মনে আছে, আমরা কীভাবে ঝগড়া করতাম?” সে বলে, ‘হ্যাঁ মনে আছে, কিন্তু সেটা তো অনেক আগের কথা। এখন আমি একজন নতুন ব্যক্তি।’

বাইবেলের সত্য, যা আমাদেরকে এক করেছে ও আমাদের নেকড়ের মতো ব্যক্তিত্বকে বদলে মহান পালক, যিহোবা ঈশ্বরের মেষ হতে সাহায্য করেছে, তা খুঁজে পাওয়ায় আমরা দুজনেই অনেক খুশি। আসলেই, বাইবেলের সত্য জীবনকে পরিবর্তন করে।