সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠকদের থেকে প্রশ্নসকল

পাঠকদের থেকে প্রশ্নসকল

পাঠকদের থেকে প্রশ্নসকল

 কলসীয় ১:১৬ পদ ঈশ্বরের পুত্র সম্বন্ধে বলে যে, “সকলই তাঁহার দ্বারা ও তাঁহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে।” কোন্‌ অর্থে সমস্ত কিছু ঈশ্বরের পুত্র যীশুর “নিমিত্ত” সৃষ্টি হয়েছে?

যিহোবা সমস্ত কিছু সৃষ্টি করার সময় তাঁর একজাত পুত্রকে প্রধান কার্যকারী হিসেবে ব্যবহার করেছিলেন অর্থাৎ যীশুকে ছাড়া বাকি সমস্ত কিছু সৃষ্টির জন্য যিহোবা তাঁকে ব্যবহার করেছিলেন। (হিতোপদেশ ৮:২৭-৩০; যোহন ১:৩) উপযুক্তভাবেই, পুত্র এই কাজগুলো থেকে আনন্দ পান এবং এই অর্থে এগুলো তাঁর “নিমিত্ত।”

আমরা জানি যে বাবামায়েরা যাদের জন্ম দেন অর্থাৎ তাদের ছেলেমেয়েদের কাছ থেকে তারা অনেক কিছু আশা করেন ও আনন্দ পান। তাই বাইবেলের প্রবাদ বাক্য ‘একজন ছেলের’ কথা বলে “যার মধ্যে [তার বাবা] আনন্দ খুঁজে পান।” (হিতোপদেশ ৩:১২, NW; ২৯:১৭) একইভাবে যিহোবার লোক ইস্রায়েলীয়রা যখন বিশ্বস্ত ছিল, তখন তিনি আনন্দ পেয়েছিলেন। (গীতসংহিতা ৪৪:৩; ১১৯:১০৮; ১৪৭:১১) এছাড়া, আমাদের দিন পর্যন্ত যে নিষ্ঠাবান ব্যক্তিরা বিশ্বস্ততা দেখিয়ে এসেছেন তাদের থেকেও তিনি আনন্দ পান।—হিতোপদেশ ১২:২২; ইব্রীয় ১০:৩৮.

তাই, এটা ঠিক যে ঈশ্বরও চেয়েছেন যেন তাঁর সহকার্যকারী যীশু, তাঁর কাজগুলো থেকে আনন্দ পান। আসলে হিতোপদেশ ৮:৩১ পদ বলে যে পুত্র ‘তাঁহার ভূমণ্ডলে আহ্লাদ করিত, মনুষ্য-সন্তানগণে তাঁহার আনন্দ হইত।’ এই অর্থে কলসীয় ১:১৬ পদ বলে: “সকলই তাঁহার দ্বারা ও তাঁহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।)