সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মধ্যআফ্রিকায় তারা ঈশ্বরের নাম ব্যবহার করেন

মধ্যআফ্রিকায় তারা ঈশ্বরের নাম ব্যবহার করেন

মধ্যআফ্রিকায় তারা ঈশ্বরের নাম ব্যবহার করেন

 মধ্য আফ্রিকার বেশির ভাগ লোকই ঈশ্বরে বিশ্বাস করেন। তাদের কোন সন্দেহ নেই যে, তিনিই সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। (প্রকাশিত বাক্য ৪:১১) কিন্তু, অন্যান্য জায়গার বেশির ভাগ লোকেদের মতো তারাও তাঁর ব্যক্তিগত নাম অর্থাৎ যিহোবা নামকে উপেক্ষা করেন।

মধ্য আফ্রিকা ও সেইসঙ্গে পৃথিবীর অন্যান্য জায়গার লোকেরা যখন প্রভুর প্রার্থনায় “তোমার নাম পবিত্র বলিয়া মান্য হউক” কথাগুলো বলে, তখন তারা ঈশ্বরের নামের বিষয়ে উল্লেখ করে। (মথি ৬:৯) কিন্তু, বহু বছর ধরে খুব কম লোকই সেই নামটা জানত। তবে, বছরের পর বছর ধরে যিহোবার সাক্ষিরা উদ্যোগের সঙ্গে প্রচারের ফলে ঈশ্বরের নামকে ব্যবহারের বিষয়ে লোকেদের মনোভাব পালটে গেছে। আজকে বেশির ভাগ লোকই ঈশ্বরের নাম জানে এবং অনেক আফ্রিকা-ভাষী লোকেরা এটাকে মেনে নিয়েছেন যেমন, জুলু (য়ুযেহোভা), ইয়োরুবা (যিহোফা), হোসা (য়ুইহোভা) এবং সোয়াহিলি (ইহোফা)। কিন্তু, এই ভাষাগুলোতে অনুবাদিত বেশির ভাগ বাইবেলে এখনও ঈশ্বরের নামকে ব্যবহার করা হয় না।

জান্ডি ভাষায় বাইবেলের এক ভাল অনুবাদে ঈশ্বরের নাম ব্যবহার করা হয়েছে, যে ভাষাতে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, সুদান এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের লোকেরা কথা বলে। পৃথিবীর সেই অংশে লোকেরা ঈশ্বরের নাম ব্যবহার করে আর তাদের মাতৃভাষায় এর বানান হচ্ছে ইকোভা। মাতৃভাষায় যেভাবেই ঈশ্বরের নামকে তুলে ধরা হোক না কেন, এটা ব্যবহার করা খুবই জরুরি। কেন? কারণ “যে কেহ প্রভুর [“যিহোবার,” NW] নামে ডাকে, সে পরিত্রাণ পাইবে।”—রোমীয় ১০:১৩.

[৩২ পৃষ্ঠার মানচিত্র/চিত্র]

(পুরোপুরি ফরম্যাট করা টেক্সটের জন্য এই প্রকাশনা দেখুন)

সুদান

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র

[সৌজন্যে]

The Complete Encyclopedia of Illustration/J. G. Heck