সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“আপনি ভুল নম্বরে ডায়াল করেছেন”

“আপনি ভুল নম্বরে ডায়াল করেছেন”

রাজ্য ঘোষণাকারীরা বিবৃতি দেয়

“আপনি ভুল নম্বরে ডায়াল করেছেন”

 দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে লেসলি এবং ক্যারোলাইন পালা করে এমন এক এলাকায় টেলিফোনে সাক্ষ্য দিচ্ছিলেন, যেখানে অবসরপ্রাপ্ত লোকেরা থাকেন এবং সহজে ঢুকতে দেওয়া হয় না। তারা অল্প কিছু লোকেদের ঘরে পেয়েছিলেন এবং তাদের খ্রীষ্টীয় বার্তার প্রতি তারা তেমন একটা আগ্রহ দেখাননি, তাই একজন মহিলা যখন উত্তর দেন ক্যারোলাইন খুব উৎসাহ পেয়েছিলেন।

“আপনি কি মিসেস বি—?” ক্যারোলাইন জিজ্ঞেস করেন।

মিষ্টি স্বরে কেউ একজন বলেন “না, না, আমি মিসেস জি—। আপনি ভুল নম্বরে ডায়াল করেছেন।”

তার মিষ্টি স্বর শুনে ক্যারোলাইন বলেন: “ঠিক আছে, তাহলে মিসেস বি—কে আমি যা বলতে চেয়েছিলাম, তা আপনাকেই বলি।” এরপর তিনি ঈশ্বরের আসন্ন রাজ্যের আশীর্বাদগুলো নিয়ে আলোচনা করেন। তিনি যখন তাকে ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশারটা দিতে আসবেন বলে জানান, তখন মিসেস জি—জিজ্ঞেস করেন: “ভাল কথা, আপনি কোন্‌ ধর্মের?”

ক্যরোলাইন উত্তর দেন, “আমরা যিহোবার সাক্ষি।”

“ওহ্‌, আবার সেই ধর্ম! আমার মনে হয় না আপনাকে আর আসতে হবে।”

“কিন্তু মিসেস জি—,” ক্যারোলাইন কোমল স্বরে বলেন, “২০ মিনিট ধরে আমি আপনাকে এক অপূর্ব আশা সম্বন্ধে বলেছি এবং বাইবেল থেকে তুলে ধরেছি যে খুব শীঘ্রিই ঈশ্বরের রাজ্য মানবজাতির জন্য কী করবে। এগুলো শুনে আপনি অত্যন্ত আনন্দিত এমনকি রোমাঞ্চিত হয়েছিলেন এবং আরও জানতে চেয়েছেন। যিহোবার সাক্ষিদের সম্বন্ধে আপনি আসলে কী জানেন? আপনি যদি অসুস্থ হয়ে যান, তাহলে আপনি কি একজন মিস্ত্রির কাছে যাবেন? যিহোবার সাক্ষিরা কী বিশ্বাস করেন অন্তত সেই সম্বন্ধে আমাকে বলার সুযোগ দিন না কেন?”

কিছুক্ষণ চুপ থাকার পর তিনি উত্তর দেন: “আমার মনে হয় আপনি ঠিক বলছেন। আপনি বরং আসলেই ভাল হয়। কিন্তু মনে রাখবেন, আপনি কখনও আমাকে ধর্মান্তরিত করতে পারবেন না!”

“মিসেস জি—আমি চাইলেও কখনও আপনাকে ধর্মান্তরিত করতে পারব না” ক্যারোলাইন উত্তর দেন। “একমাত্র যিহোবা তা করতে পারেন।”

ব্রোশার দিতে গিয়ে সাক্ষাৎ ভালই হয় এবং মিসেস জি— (বেটি) আবারও তাকে আসার অনুমতি দেন। ক্যারোলাইন যখন আবারও তার কাছে আসেন, তখন বেটি বলেন যে তার এলাকার মহিলাদেরকে তিনি বলেছেন যে, যিহোবার সাক্ষিদের সঙ্গে তিনি আলোচনা করছেন। অবাক হয়ে এবং হাল ছেড়ে দিয়ে তারা জিজ্ঞেস করেছিলেন, ‘কীভাবে তুমি তা করলে? ওই লোকেরা তো যীশুকে পর্যন্ত বিশ্বাস করে না!’

ক্যারোলাইন সঙ্গে সঙ্গে বেটিকে ঈশ্বরের রাজ্য সম্বন্ধে তাদের গত আলোচনার মূল বিষয়টার কথা মনে করিয়ে দেন।

“কে রাজা হবেন?” ক্যারোলাইন জিজ্ঞেস করেন।

“কেন, যীশু?” বেটি উত্তর দেন।

ক্যারোলাইন বলেন, “ঠিক বলেছেন।” এরপর তিনি ব্যাখ্যা করেন যে যিহোবার সাক্ষিরা বিশ্বাস করেন, যীশু হলেন ঈশ্বরের পুত্র কিন্তু ত্রিত্বের শিক্ষার মতো তিনি ঈশ্বরের সমান নন।—মার্ক ১৩:৩২; লূক ২২:৪২; যোহন ১৪:২৮.

আরও কয়েকটা সাক্ষাতের পর, জানা যায় যে যদিও বেটি আশাবাদী এবং হাসিখুশি ছিলেন কিন্তু তার শরীর খুব একটা ভাল ছিল না। তার ক্যান্সার ছিল এবং তিনি মৃত্যুর ভয়ে ভীত ছিলেন। তিনি বলেন, “আমি যদি কয়েক বছর আগে এই বিষয়গুলো ও আপনাদের বিশ্বাস সম্বন্ধে জানতে পারতাম, তাহলে খুব ভাল হতো!” ক্যারোলাইন তাকে শাস্ত্র থেকে এই কথা বলে সান্ত্বনা দেন যে, মৃত্যু হচ্ছে গভীর ঘুমের মতো যেখান থেকে একজন ব্যক্তি পুনরুত্থানের সময় উঠতে পারেন। (যোহন ১১:১১, ২৫) এটা শুনে বেটি অনেক উৎসাহ পেয়েছিলেন আর তিনি এখন নিয়মিত বাইবেল অধ্যয়ন করছেন। একমাত্র তার স্বাস্থ্যের অবস্থা দিন-দিন আরও খারাপ হচ্ছে বলে তিনি নিয়মিত কিংডম হলের সভাগুলোতে যোগ দিতে পারছেন না।

ক্যারোলাইন বলেন, “আমি পুরোপুরি নিশ্চিত যে, স্বর্গদূতেরা এই কাজে পরিচালনা দিচ্ছেন। ‘ভুল করে’ বেটির ‘নম্বরে ডায়াল করা হয়েছিল’ আর ভেবে দেখুন যে, তার বয়স এখন ৮৯ বছর!”—প্রকাশিত বাক্য ১৪:৬.