সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাবামারা সন্তানদের চাহিদা পূরণ করুন!

বাবামারা সন্তানদের চাহিদা পূরণ করুন!

বাবামারা সন্তানদের চাহিদা পূরণ করুন!

 সন্তানদের, বিশেষ করে তাদের বাবামাদের কাছ থেকে নির্দেশনা ও প্রেমপূর্ণ শাসনের দরকার আছে। এই সম্বন্ধে তানিয়া জাগুরি নামে ব্রাজিলের একজন শিক্ষিকা বলেন: “প্রত্যেকটা সন্তানেরই আনন্দ খোঁজার প্রবণতা রয়েছে। তাই সীমা আরোপ করা দরকার। আর বাবামাদেরই তা করতে হবে। যদি তারা তা না করেন, তাহলে সন্তানরা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।”

কিন্তু, অনেক দেশে ব্যক্তিগত স্বাধীনতাকে প্রশ্রয় দেয় এমন এক সমাজের প্রভাবের জন্য এই উপদেশকে মেনে চলা কঠিন হতে পারে। তাহলে, সাহায্যের জন্য বাবামারা কোথায় যেতে পারেন? ঈশ্বর-ভয়শীল বাবামারা জানেন যে, তাদের সন্তানরা “সদাপ্রভুদত্ত অধিকার।” (গীতসংহিতা ১২৭:৩) তাই, তারা তাদেরকে মানুষ করে তোলার জন্য ঈশ্বরের বাক্য বাইবেলের নির্দেশনার ওপর নির্ভর করেন। উদাহরণ হিসেবে বলা যায়, হিতোপদেশ ১৩:২৪ পদ বলে: “যে দণ্ড না দেয়, সে পুত্ত্রকে দ্বেষ করে; কিন্তু যে তাহাকে প্রেম করে, সে সযত্নে শাস্তি দেয়।”

বাইবেলে ব্যবহৃত “দণ্ড” শব্দটা শুধু শারীরিকভাবে শাস্তি দেওয়াকে বোঝায় না; এটা আসলে সংশোধন করার উপায়কে বোঝায়, তা সে যেভাবেই করা হোক। আসলে, কোন সন্তানের ভুল পথকে শোধরানোর জন্য শুধু মুখে বলে শাসন করাই প্রায়ই যথেষ্ট হতে পারে। হিতোপদেশ ২৯:১৭ পদ বলে: “তোমার পুত্ত্রকে শাস্তি দেও, সে তোমাকে শান্তি দিবে, সে তোমার প্রাণকে আনন্দিত করিবে।”

খারাপ আচরণগুলোকে দূর করার জন্য সন্তানদের প্রেমপূর্ণ শাসনের দরকার আছে। এইরকম দৃঢ় অথচ স্নেহভরা সংশোধন প্রমাণ করে যে, একজন বাবামা তাদের সন্তানের জন্য চিন্তা করেন। (হিতোপদেশ ২২:৬) তাই, বাবামারা নিরুৎসাহ হবেন না! বাইবেলের যুক্তিপূর্ণ ও বাস্তবসম্মত পরামর্শকে মেনে চলে আপনি যিহোবা ঈশ্বরকে খুশি করতে এবং আপনার সন্তানদের কাছ থেকে সম্মান অর্জন করতে পারবেন।