সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বর্তমান দিনের শহিদরা সুইডেনে সাক্ষ্য বহন করেন

বর্তমান দিনের শহিদরা সুইডেনে সাক্ষ্য বহন করেন

রাজ্য ঘোষণাকারীরা বিবৃতি দেয়

বর্তমান দিনের শহিদরা সুইডেনে সাক্ষ্য বহন করেন

 “সাক্ষি” এর জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়, তা হল মারটির যা থেকে ইংরেজি “মারটার” শব্দটা এসেছে আর এর অর্থ হল, “যে তার জীবন দিয়ে সাক্ষ্য বহন করে।” প্রথম শতাব্দীর অনেক খ্রীষ্টানরা তাদের বিশ্বাসের জন্য জীবন দিয়ে যিহোবার সম্বন্ধে সাক্ষ্য দিয়েছিলেন।

একইভাবে বিংশ শতাব্দীতে, হাজার হাজার সাক্ষি রাজনৈতিক এবং জাতীয়তাবাদের ব্যাপারে নিরপেক্ষ থাকার কারণে হিটলারের সমর্থকদের হাতে জীবন দিয়েছেন। আধুনিক সময়ের এই শহিদরাও এক জোরালো সাক্ষ্য দেন। কিছুদিন আগে, সুইডেনে তা-ই ঘটেছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ৫০তম বার্ষিকীতে সুইডেনের সরকার গণহত্যা সম্বন্ধে দেশের মধ্যে এক শিক্ষামূলক কার্যক্রম চালিয়েছিল। এই কার্যক্রমের নাম দেওয়া হয়েছিল জীবন্ত ইতিহাস। যিহোবার সাক্ষিদেরকে তাতে অংশগ্রহণ করার ও তাদের অভিজ্ঞতা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।

গণহত্যার শিকারের বিস্মৃত লোকেরা নামক এক প্রদর্শনী মঞ্চস্থ করার মাধ্যমে সাক্ষিরা এতে সাড়া দিয়েছিলেন। এটা স্ট্রাংনাসে যিহোবার সাক্ষিদের সম্মেলন হলে শুরু হয়েছিল। গণহত্যা থেকে যে সাক্ষিরা রক্ষা পেয়েছিলেন তারা তাদের অভিজ্ঞতাগুলো প্রথম দিনে উপস্থিত ৮,৪০০রও বেশি লোকেদের কাছে বলার সুযোগ পেয়েছিলেন। ১৯৯৯ সালের শেষের দিকে, সুইডেনে ১০০টারও বেশি জাদুঘরে এবং সেখানকার জাতীয় গ্রন্থাগারে এই প্রদর্শনী হয়েছিল এবং প্রায় ১,৫০,০০০ লোক তা দেখেছিল। দর্শকদের মধ্যে অনেক সরকারি কর্মকর্তাও ছিলেন, যারা সেগুলো দেখে অনেক প্রশংসা করেছিলেন।

সুইডেনে যিহোবার সাক্ষিদের কাজের সঙ্গে সম্পর্কযুক্ত আর কোন ঘটনা এত ব্যাপকভাবে প্রকাশিত বা এত বেশি প্রশংসা আদায় করতে পারেনি। অনেক দর্শক জিজ্ঞেস করেছিল: “আপনাদের এই গণহত্যার অভিজ্ঞতাগুলো সম্বন্ধে আমাদেরকে আগে কেন বলা হয়নি?”

একটা মণ্ডলী তাদের এলাকায় এই প্রদর্শনী দেখানোর পর সেখানকার গৃহ বাইবেল অধ্যয়ন ৩০ ভাগ বৃদ্ধি পেয়েছে বলে রিপোর্ট করেছিল। একজন সাক্ষি তার সহকর্মীকে এই প্রদর্শনী দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ওই সহকর্মী আমন্ত্রণ গ্রহণ করেছিলেন এবং তার বন্ধুকে সঙ্গে নিয়ে এসেছিলেন। পরে তার বন্ধু বলেছিলেন, তিনি কোন মতেই বুঝতে পারছেন না যে, কীভাবে লোকেদের এইরকম দৃঢ় বিশ্বাস থাকতে পারে যে তাদের বিশ্বাস পরিত্যাগ করতে হবে এইরকম এক দলিলে স্বাক্ষর করার চেয়ে বরং তারা মরতেও রাজি। এর ফলে আরও আলোচনা এবং তার সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করা হয়েছিল।

প্রথম শতাব্দীর শহিদদের মতো বিংশ শতাব্দীর এই বিশ্বস্ত শহিদরা সাহসের সঙ্গে সাক্ষ্য বহন করেছিলেন যে যিহোবা হলেন সত্য ঈশ্বর, যিনি আমাদের অটল বিশ্বাস এবং নিষ্ঠা পাওয়ার যোগ্য।—প্রকাশিত বাক্য ৪:১১.

[১৩ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

শিবিরের বন্দি: Panstwowe Muzeum Oswiecim-Brzezinka, courtesy of the USHMM Photo Archives