বাত্যা থেকে আচ্ছাদন
বাত্যা থেকে আচ্ছাদন
ইউরোপের আলপাইন পর্বতমালার চূড়ায় আপনি এক ধরনের শক্ত ঝোপ দেখতে পাবেন, যেগুলোকে আলপাইন রোজ বলা হয়। এই খাটো রোডোডেনড্রন প্রজাতি উঁচু ভূমির দমকা হাওয়া অর্থাৎ বাত্যা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রায়ই মাটির একেবারে গা ঘেঁষে ঘন ছোট্ট ঝোপ হিসেবে বেড়ে ওঠে। কিন্তু অনবরত বয়ে যাওয়া উত্তাল হাওয়া এদের তাপমাত্রাকে কমিয়ে দেয়, বাতাস ও মাটিকে শুষ্ক করে এবং এগুলোকে শিকড় সহ উপড়ে ফেলে আলপাইন গাছগুলোকে বাঁচতে দেয় না।
তবে পাথরগুলোর ফাটলে বেড়ে ওঠায় আলপাইন রোজ প্রায়ই এই উত্তাল হাওয়া থেকে রক্ষা পায়। এই জায়গার মাটি যদিও পর্যাপ্ত নয় কিন্তু পাথরের ফাটলগুলো হাওয়া থেকে গাছগুলোকে রক্ষা করে এবং জল সংরক্ষণ করে রাখতে সাহায্য করে। বছরের বেশির ভাগ সময়ই এদেরকে দেখা যায় না কিন্তু গ্রীষ্মের সময়ে এই রোডোডেনড্রন তাদের টকটকে লাল রঙের ফুল দিয়ে পর্বতকে সাজিয়ে তোলে।
যিশাইয় ভাববাদী বলেছিলেন যে, “শাসনকর্ত্তৃগণ” ঈশ্বর দ্বারা নিযুক্ত হবেন এবং প্রত্যেকে “বাত্যা হইতে আচ্ছাদন” হিসেবে কাজ করবেন। (যিশাইয় ৩২:১, ২) রাজা খ্রীষ্ট যীশুর নির্দেশনায় এই আত্মিক শাসকরা বা অধ্যক্ষরা কঠিন চাপ অথবা দুঃখকষ্টের সময়ে দৃঢ় পাথরের মতো স্থির থাকবেন। দুর্দশায় আছেন এমন ব্যক্তিদেরকে তারা নির্ভরযোগ্য আশ্রয় দেবেন এবং ঈশ্বরের বাক্যের আত্মিক জলের সঞ্চয়কে যাতে রক্ষা করতে পারে, সেইজন্য অভাবী ব্যক্তিদেরকে তারা সাহায্য জোগাবেন।
তাড়না, নিরুৎসাহ বা অসুস্থতার বাত্যা একজন খ্রীষ্টানের ওপর জোর আঘাত আনতে পারে, ফলে কোন সুরক্ষা না থাকলে তার বিশ্বাস নির্জীব হয়ে পড়তে পারে। এক্ষেত্রে খ্রীষ্টান প্রাচীনরা তার সমস্যাগুলোকে মনোযোগ দিয়ে শুনে, বাইবেল থেকে পরামর্শ দিয়ে এবং উৎসাহ ও ব্যবহারিক সাহায্য দিয়ে সুরক্ষা দিতে পারেন। তাদের মনোনীত রাজা খ্রীষ্ট যীশুর মতো তারা “ছিন্নভিন্ন” ব্যক্তিদেরকে সাহায্য করতে চান। (মথি ৯:৩৬) আর যারা মিথ্যা শিক্ষার বাত্যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকেও তারা সাহায্য করতে চান। (ইফিষীয় ৪:১৪) দরকারের সময়ে এইধরনের সাহায্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে।
মিরিয়াম বলেন, ‘আমার কিছু ঘনিষ্ঠ বন্ধু যখন সত্য ছেড়ে চলে গিয়েছিল ও একই সময়ে আমার বাবা মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে কষ্ট পাচ্ছিলেন, সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টকর এক সময়। আমি আমার হতাশাকে কাটিয়ে ওঠার জন্য জগতের এক ছেলেবন্ধুর সঙ্গে ডেটিং করতে শুরু করি। শীঘ্রিই নিজেকে অযোগ্য ভাবতে শুরু করি আর এর পর মণ্ডলীর প্রাচীনদেরকে জানিয়ে দিই যে, আমি সত্য ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি নিশ্চিত ছিলাম যে, যিহোবা আমাকে আর ভালবাসেন না।
‘এইরকম চরম অবস্থায় একজন সহানুভূতিশীল প্রাচীন আমাকে সেই বছরগুলোর কথা মনে করিয়ে দেন, যখন আমি একজন নিয়মিত অগ্রগামী হিসেবে সেবা করেছিলাম। তিনি আমাকে বলেছিলেন যে, তিনি সবসময় আমার বিশ্বস্ততার প্রশংসা করতেন এবং সদয়ভাবে আমাকে অনুরোধ করেছিলেন আমি যেন প্রাচীনদের সাহায্য করার সুযোগ দিই, যাতে তারা আমাকে যিহোবার ভালবাসা সম্বন্ধে নিশ্চিত করতে পারেন। আমার চারপাশ দিয়ে যখন আত্মিক ঝড় বয়ে যাচ্ছিল, সেই কঠিন সময়ে ভালবাসায় ভরা তাদের আগ্রহ আমার জন্য এক “আচ্ছাদন” হয়েছিল। এক মাসের মধ্যে আমি আমার ছেলেবন্ধুর সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলাম আর সেই থেকে আমি এখনও সত্যের পথে চলছি।’
প্রাচীনরা যখন দেখেন যে, উপযুক্ত সময়ে সহ খ্রীষ্টানদেরকে রক্ষা করার ফলে তারা আধ্যাত্মিকভাবে উন্নতি করছেন, তখন তারা অনেক খুশি হন। এইধরনের “আচ্ছাদন” আমাদেরকে ইঙ্গিত দেয় যে, খ্রীষ্টের হাজার বছরের রাজত্বের সময়ে আমরা প্রচুর আধ্যাত্মিক সাহায্য উপভোগ করব।