এই জগতের ধ্বংস থেকে কীভাবে আপনি রক্ষা পেতে পারেন?
এই জগতের ধ্বংস থেকে কীভাবে আপনি রক্ষা পেতে পারেন?
এই বর্তমান বিধিব্যবস্থার ধ্বংসকে বাইবেল “ক্রোধের দিন, সঙ্কটের ও সঙ্কোচের দিন, নাশের ও সর্ব্বনাশের দিন, অন্ধকারের ও তিমিরের দিন, মেঘের ও গাঢ় তিমিরের দিন” বলে বর্ণনা করে। (সফনিয় ১:১৫, ১৬) অবশ্যই সাধারণভাবে যে দিনের জন্য আপনি অপেক্ষা করে থাকেন, এটা সেই দিন নয়! তবুও, প্রেরিত পিতর তার সহ খ্রীষ্টানদের পরামর্শ দিয়েছিলেন যে, “ঈশ্বরের সেই দিনের আগমনের অপেক্ষা ও আকাঙ্ক্ষা করিতে করিতে সেইরূপ হওয়া চাই, যে দিনের হেতু আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে, এবং মূলবস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে। কিন্তু তাঁহার প্রতিজ্ঞা অনুসারে আমরা এমন নূতন আকাশমণ্ডলের ও নূতন পৃথিবীর অপেক্ষায় আছি, যাহার মধ্যে ধার্ম্মিকতা বসতি করে।”—২ পিতর ৩:১২, ১৩.
পিতর এখানে আক্ষরিক আকাশমণ্ডলের ও পৃথিবীর ধ্বংসের কথা বলছিলেন না। এখানে পিতর যে “আকাশমণ্ডলের” ও “পৃথিবীর” কথা বলছিলেন, তা বর্তমান দিনের কলুষিত মনুষ্য সরকারগুলো এবং অধার্মিক মানব সমাজকে চিত্রিত করে। ‘ঈশ্বরের সেই দিন’ এই পৃথিবীকে ধ্বংস করবে না কিন্তু “তথাকার পাপীদিগকে তাহার মধ্য হইতে উচ্ছিন্ন” করবে। (যিশাইয় ১৩:৯) যারা আজকে দুষ্ট মানব সমাজের মধ্যে কৃত “সমস্ত ঘৃণার্হ কার্য্যের বিষয়ে . . . দীর্ঘনিঃশ্বাস ত্যাগ করে ও কোঁকায়,” তাদের জন্য যিহোবার দিন হবে পরিত্রাণের দিন।—যিহিষ্কেল ৯:৪.
তা হলে, কীভাবে একজন ‘সদাপ্রভুর ঐ মহৎ ও ভয়ঙ্কর দিনে’ রক্ষা পেতে পারে? তাঁর একজন ভাববাদীর কাছে প্রকাশিত “সদাপ্রভুর এই বাক্য” এভাবে এই প্রশ্নের উত্তর দেয়: “যে কেহ সদাপ্রভুর [“যিহোবার,” NW] নামে ডাকিবে, সেই রক্ষা পাইবে।” (যোয়েল ১:১; ২:৩১, ৩২) যিহোবার নামে ডাকার অর্থ কী তা জানার জন্য আপনাকে সাহায্য করতে পেরে যিহোবার সাক্ষিরা আনন্দিত হবেন।