সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা

ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা

ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা

 এটা ছিল যীশু খ্রীষ্টের মৃত্যুর ঘটনা। কেন তা এত গুরুত্বপূর্ণ ছিল? বেশ কয়েকটা কারণ রয়েছে।

মৃত্যু পর্যন্ত যীশুর বিশ্বস্ততা প্রমাণ করে যে, একজন মানুষ ঈশ্বরের প্রতি আনুগত্য বজায় রাখতে পারে।

খ্রীষ্টের মৃত্যু কিছুজনকে স্বর্গে তাঁর সঙ্গে সহ শাসক হিসেবে কাজ করার সুযোগ খুলে দিয়েছে। এছাড়া, এটা অনেকের জন্য পরমদেশ পৃথিবীতে অনন্ত জীবন উপভোগ করার সুযোগও খুলে দিয়েছে।

যীশু তাঁর মৃত্যুর আগের সন্ধ্যায়, মানুষ হিসেবে তাঁর প্রেমময় বলিদানের প্রতীক হিসেবে তাড়িশূন্য রুটি ও অমিশ্রিত দ্রাক্ষারস ব্যবহার করেছিলেন। আর তিনি তাঁর শিষ্যদেরকে বলেছিলেন: “ইহা আমার স্মরণার্থে করিও।” (লূক ২২:১৯) আপনি কি এই গুরুত্বপূর্ণ ঘটনাটাকে স্মরণে রাখবেন?

যিহোবার সাক্ষিরা আপনাকে তাদের সঙ্গে যীশুর মৃত্যুর স্মরণার্থক সভা উদ্‌যাপনে যোগ দেওয়ার জন্য উষ্ণ আমন্ত্রণ জানান। এই বছর ২৮শে মার্চ, বৃহস্পতিবার, সূর্যাস্তের পর তা উদ্‌যাপন করা হবে। আপনি হয়তো আপনার বাড়ির সবচেয়ে কাছের কিংডম হলে যোগ দিতে পারেন। সঠিক সময় ও স্থান জানার জন্য আপনার এলাকার যিহোবার সাক্ষিদেরকে জিজ্ঞেস করুন।