সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কি মূল্য বিবেচনা করেন?

আপনি কি মূল্য বিবেচনা করেন?

আপনি কি মূল্য বিবেচনা করেন?

 যীশু খ্রীষ্ট তাঁর শিষ্যদের অনন্ত জীবনের আশা সম্বন্ধে জানিয়েছিলেন কিন্তু সেইসঙ্গে তিনি তাদের একজন খ্রীষ্টান হওয়ার মূল্য বিবেচনা করে দেখার জন্যও পরামর্শ দিয়েছিলেন। তিনি এই বিষয়টা জিজ্ঞেস করে তা স্পষ্ট করেছিলেন: “দুর্গ নির্ম্মাণ করিতে ইচ্ছা হইলে তোমাদের মধ্যে কে অগ্রে বসিয়া ব্যয় হিসাব করিয়া [বা মূল্য বিবেচনা করে] না দেখিবে, সমাপ্ত করিবার সঙ্গতি তাহার আছে কি না?” (লূক ১৪:২৮) এখানে যীশু কোন্‌ মূল্যের কথা বুঝিয়েছিলেন?

প্রত্যেক খ্রীষ্টান বিভিন্ন পরিক্ষায় পরীক্ষিত হন, সেগুলোর মধ্যে কোন কোনটা খুবই কঠিন। (গীতসংহিতা ৩৪:১৯; মথি ১০:৩৬) তাই, আমাদের মানসিক ও আধ্যাত্মিকভাবে তৈরি থাকা দরকার, যাতে আমরা তাড়না বা অন্যান্য সমস্যার মুখোমুখি হওয়ার সময় হতভম্ব না হয়ে পড়ি। খ্রীষ্টের শিষ্য হওয়ার মূল্য বিবেচনা করার সময় এইরকম কঠিন বিষয়গুলোর যে মুখোমুখি হতে হবে, তা ইতিমধ্যে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। আর আমরা জানি যে পাপ ও মৃত্যু থেকে পরিত্রাণ পাওয়ার যে-পুরস্কার, তা বর্তমান বিধিব্যবস্থা আমাদেরকে যা কিছুই দিক না কেন, তার চেয়ে হাজার গুণ বেশি মূল্যবান। হ্যাঁ, ঈশ্বর যা কিছু ঘটতে অনুমতি দেন এমন কোন কিছুই—এমনকি মৃত্যুও—স্থায়ীভাবে আমাদের ক্ষতি করতে পারে না, যদি আমরা তাঁর সেবা করে চলি।—২ করিন্থীয় ৪:১৬-১৮; ফিলিপীয় ৩:৮.

কীভাবে আমাদের বিশ্বাস এতটা মজবুত হতে পারে? প্রতিবার আমাদের বিশ্বাস আরেকটু বেশি মজবুত হয়, যখন আমরা সঠিক সিদ্ধান্ত নিই, খ্রীষ্টীয় নীতিগুলো দৃঢ়ভাবে মেনে চলি অথবা ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিল রেখে কোন কাজ করি—বিশেষ করে সেই সময়ে যখন আমাদের ওপর এগুলো করার চাপ আসে। আমাদের বিশ্বস্ত কাজের ফলে যখন আমরা ব্যক্তিগতভাবে যিহোবার আশীর্বাদ পাই, তখন আমাদের বিশ্বাস আরও বেশি মজবুত ও শক্তিশালী হয়। এভাবে আমরা যীশুর, তাঁর প্রথম শিষ্যদের এবং যুগ যুগ ধরে ঈশ্বরকে সেবা করার জন্য সঠিকভাবে ‘মূল্য বিবেচনা করেছেন’ এমন সমস্ত বিশ্বাসী নারী-পুরুষের উদাহরণ মেনে চলি।’—মার্ক ১:১৬-২০; ইব্রীয় ১১:৪, ৭, ১৭, ২৪, ২৫, ৩২-৩৮.