ঈশ্বরের প্রেমকে কি আপনি উপলব্ধি করেন?
ঈশ্বরের প্রেমকে কি আপনি উপলব্ধি করেন?
একবার ইয়োব এই কথাগুলো বলে অসিদ্ধ মানুষের অবস্থা সম্বন্ধে বর্ণনা করেছিলেন: “মনুষ্য, অবলাজাত সকলে, অল্পায়ু ও উদ্বেগে পরিপূর্ণ। সে পুষ্পের ন্যায় প্রস্ফুটিত হইয়া ম্লান হয়, সে ছায়ার ন্যায় চলিয়া যায়, স্থির থাকে না।” (ইয়োব ১৪:১, ২) ইয়োব সেই সময়ে যেধরনের জীবন ভোগ করছিলেন, তা যন্ত্রণা ও দুঃখে ভরা ছিল। আপনি কি কখনও সেরকম অনুভব করেছেন?
আমরা বিভিন্ন অসুবিধা ও সমস্যার মুখোমুখি হওয়া সত্ত্বেও, আমাদের জন্য ঈশ্বরের করুণা ও প্রেমের ওপর ভিত্তি করা এক সুদৃঢ় আশা রয়েছে। প্রথমত, আমাদের দয়ালু স্বর্গীয় পিতা মানবজাতিকে তাদের পতিত পাপপূর্ণ অবস্থা থেকে মুক্ত করার জন্য মুক্তির মূল্যের ব্যবস্থা করেছেন। যোহন ৩:১৬, ১৭ পদ অনুযায়ী যীশু খ্রীষ্ট বলেছিলেন: “ঈশ্বর [মানবজাতির] জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার একজাত পুত্ত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্ত্রকে [যীশুকে] জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাঁহার দ্বারা পরিত্রাণ পায়।”
এ ছাড়া, আমাদের মতো অসিদ্ধ মানুষের প্রতি ঈশ্বরের দয়ালু মনোভাব সম্বন্ধে বিবেচনা করুন। প্রেরিত পৌল বলেছিলেন: “তিনি এক ব্যক্তি হইতে মনুষ্যদের সকল জাতিকে উৎপন্ন করিয়াছেন, যেন তাহারা সমস্ত ভূতলে বাস করে; তিনি তাহাদের নির্দ্দিষ্ট কাল ও নিবাসের সীমা স্থির করিয়াছেন; যেন তাহারা ঈশ্বরের অন্বেষণ করে, যদি কোন মতে হাঁতড়িয়া হাঁতড়িয়া তাঁহার উদ্দেশ পায়; অথচ তিনি আমাদের কাহারও হইতে দূরে নহেন।” (প্রেরিত ১৭:২৬, ২৭) এই সম্বন্ধে চিন্তা করুন! যদিও আমরা অসিদ্ধ মানুষ, তবুও আমরা আমাদের প্রেমময় সৃষ্টিকর্তা, যিহোবা ঈশ্বরের সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করতে পারি।
ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেন ও আমাদের চির মঙ্গলের জন্য প্রেমের সঙ্গে ব্যবস্থা করেছেন, তা জেনে পূর্ণ আস্থা নিয়ে আমরা ভবিষ্যতের মুখোমুখি হতে পারি। (১ পিতর ৫:৭; ২ পিতর ৩:১৩) তাই, তাঁর বাক্য বাইবেল অধ্যয়ন করে আমাদের প্রেমময় ঈশ্বর সম্বন্ধে শেখার জোরালো কারণ নিশ্চয়ই আমাদের রয়েছে।