যিহোবার প্রেমপূর্ণ-দয়া থেকে উপকার পাওয়া
যিহোবার প্রেমপূর্ণ-দয়া থেকে উপকার পাওয়া
“জ্ঞানবান কে? সে . . . সদাপ্রভুর বিবিধ দয়া [“যিহোবার প্রেমপূর্ণ-দয়ার কাজগুলো,” NW] আলোচনা করিবে।”—গীতসংহিতা ১০৭:৪৩.
১. বাইবেলে প্রথম কোথায় “প্রেমপূর্ণ-দয়া” শব্দটা ব্যবহার করা হয়েছে এবং এই গুণ সম্বন্ধে কোন্ প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব?
অব্রাহামের ভাইপো লোট প্রায় ৪,০০০ বছর আগে যিহোবা সম্বন্ধে বলেছিলেন: “আপনি . . . আপনার মহাদয়া [“প্রেমপূর্ণ-দয়া,” NW] প্রকাশ করিয়াছেন।” (আদিপুস্তক ১৯:১৯) পবিত্র শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) এর মধ্যে এই প্রথমবার “প্রেমপূর্ণ-দয়া” শব্দটা এসেছে, যা প্রায় ২৫০ বারের মতো আছে। কিন্তু, আমাদের বাইবেলে সাধারণত এটাকে ‘দয়া, সাধু কাজ, সদয়, দয়ার অনুরাগ’ ইত্যাদি শব্দ হিসেবে অনুবাদ করা হয়েছে। যাকোব, নয়মী, দায়ূদ এবং যিহোবার অন্যান্য দাসেরাও তাঁর এই গুণ সম্বন্ধে বলেছিলেন। (আদিপুস্তক ৩২:১০; রূতের বিবরণ ১:৮; ২ শমূয়েল ২:৬) কিন্তু, যিহোবার প্রেমপূর্ণ-দয়া কী? অতীতে কাদের প্রতি এই গুণ দেখানো হয়েছিল? আজকে আমরা এর থেকে কীভাবে উপকার পেতে পারি?
২. যে-ইব্রীয় শব্দকে “প্রেমপূর্ণ-দয়া” হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটা ব্যাখ্যা করা কেন অনেক কঠিন এবং এর উপযুক্ত বিকল্প অনুবাদিত শব্দটা কী?
২ শাস্ত্রে যে-ইব্রীয় শব্দ থেকে “প্রেমপূর্ণ-দয়া” শব্দটা অনুবাদ করা হয়েছে, সেটার অর্থ এত ব্যাপক যে, বেশির ভাগ ভাষায় একটা শব্দে সঠিকভাবে এর পুরো অর্থ প্রকাশ করা যায় না। তাই, এইধরনের অনুবাদগুলো যেমন, “প্রেম,” “করুণা” এবং “বিশ্বস্ততা,” এর অর্থ পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারে না। কিন্তু, অনুবাদিত “প্রেমপূর্ণ-দয়া” শব্দটা আরও বেশি স্পষ্ট এবং শব্দের অর্থকে অনেকটা প্রকাশ করে। পবিত্র শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ—প্রাসঙ্গিক বিষয়সহ উপযুক্তভাবেই “প্রেমপূর্ণ-দয়া” যে-ইব্রীয় শব্দ থেকে অনুবাদ করা হয়েছে, সেটার বিকল্প অনুবাদ হিসেবে “অনুগত প্রেম” দিয়েছে।—যাত্রাপুস্তক ১৫:১৩; গীতসংহিতা ৫:৭, পাদটীকা।
প্রেম এবং আনুগত্য থেকে আলাদা
৩. প্রেমপূর্ণ-দয়া কীভাবে প্রেম থেকে আলাদা?
৩ প্রেমপূর্ণ-দয়া বা অনুগত প্রেম, এইরকম গুণগুলো যেমন, প্রেম ও আনুগত্যের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। কিন্তু, বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক দিয়ে এই শব্দটা এগুলো থেকে আলাদা। বিবেচনা করুন যে, প্রেমপূর্ণ-দয়া এবং প্রেম কীভাবে আলাদা। প্রেম শব্দটা বস্তু ও ধারণার ক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে। বাইবেল ‘দ্রাক্ষারস ও তৈল ভালবাসা’ এবং ‘প্রজ্ঞা ভালবাসার’ বিষয়ে বলে। (হিতোপদেশ ২১:১৭; ২৯:৩) কিন্তু, প্রেমপূর্ণ-দয়া লোকেদের সঙ্গে জড়িত, কোন ধারণা বা জড় বস্তুর সঙ্গে নয়। উদাহরণ হিসেবে বলা যায়, যাত্রাপুস্তক ২০:৬ পদ যখন বলে যে, যিহোবা ‘সহস্র [পুরুষ] পর্য্যন্ত দয়া [“প্রেমপূর্ণ-দয়া,” NW] করেন,’ তখন এর সঙ্গে লোকেরা জড়িত।
৪. প্রেমপূর্ণ-দয়া কীভাবে আনুগত্য থেকে আলাদা?
৪ যে-ইব্রীয় শব্দ থেকে “প্রেমপূর্ণ-দয়া” শব্দটা অনুবাদ করা হয়েছে, সেটার অর্থ “আনুগত্য” শব্দ থেকে আরও ব্যাপক। কিছু ভাষায় “আনুগত্য” শব্দটা প্রায়ই উচ্চশ্রেণীর লোকেদের প্রতি নিম্নশ্রেণীর লোকেদের যে-আচরণ দেখানো উচিত, সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু একজন গবেষিকা বলেন যে, বাইবেলের দৃষ্টিকোণ থেকে প্রেমপূর্ণ-দয়া “প্রায়ই ঠিক এর বিপরীত দিক বা সম্পর্কের বিষয়ে উল্লেখ করে: ক্ষমতাবান ব্যক্তি, দুর্বল বা প্রয়োজন রয়েছে এমন অথবা আশ্রিত লোকের প্রতি অনুগত থাকেন।” তাই, রাজা দায়ূদ যিহোবার কাছে অনুরোধ করে বলেছিলেন: “তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্জল কর, তোমার দয়াতে [“প্রেমপূর্ণ-দয়াতে,” NW] আমাকে পরিত্রাণ কর।” (গীতসংহিতা ৩১:১৬) ক্ষমতাবান ব্যক্তি যিহোবাকে দায়ূদের প্রতি প্রেমপূর্ণ-দয়া বা অনুগত প্রেম দেখাতে অনুরোধ করা হয়েছিল, যা কিনা দায়ূদের প্রয়োজন ছিল। ক্ষমতাবান ব্যক্তির ওপর যেহেতু প্রয়োজন রয়েছে, এমন ব্যক্তির কোন অধিকার থাকে না, তাই এইরকম ক্ষেত্রে যে-প্রেমপূর্ণ-দয়া দেখানো হয়, তা স্বেচ্ছায় দেখানো হয়, জোর করে নয়।
৫. (ক) ঈশ্বরের প্রেমপূর্ণ-দয়ার কোন্ বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে তাঁর বাক্যে তুলে ধরা হয়েছে? (খ) যিহোবার প্রেমপূর্ণ-দয়ার কোন্ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব?
৫ “জ্ঞানবান কে,” রাজা দায়ূদ জিজ্ঞেস করেছিলেন। “সে . . . যিহোবার প্রেমপূর্ণ-দয়ার কাজগুলো আলোচনা করিবে।” (গীতসংহিতা ১০৭:৪৩) যিহোবার প্রেমপূর্ণ-দয়া উদ্ধার করতে এবং বাঁচিয়ে রাখতে পারে। (গীতসংহিতা ৬:৪; ১১৯:৮৮, ১৫৯) এটা হল একটা সুরক্ষা এবং এমন এক বিষয়, যা সমস্যা থেকে স্বস্তি এনে দেয়। (গীতসংহিতা ৩১:১৬, ২১; ৪০:১১; ১৪৩:১২) এই গুণের কারণে পাপ থেকে আরোগ্য লাভ করা সম্ভব হয়। (গীতসংহিতা ২৫:৭) শাস্ত্রের কিছু ঘটনা পুনরালোচনা করে এবং বাইবেলের অন্যান্য পদ বিবেচনা করে আমরা দেখব যে, যিহোবার প্রেমপূর্ণ-দয়া (১) নির্দিষ্ট কয়েকটা কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে এবং (২) তাঁর বিশ্বস্ত দাসেরা তা অভিজ্ঞতা করেছেন।
উদ্ধার—প্রেমপূর্ণ-দয়ার এক প্রকাশ
৬, ৭. (ক) লোটের ক্ষেত্রে যিহোবা কীভাবে তাঁর প্রেমপূর্ণ-দয়া দেখিয়েছিলেন? (খ) লোট কখন যিহোবার প্রেমপূর্ণ-দয়া সম্বন্ধে উল্লেখ করেছিলেন?
৬ সম্ভবত, যিহোবার প্রেমপূর্ণ-দয়ার পরিধি সম্বন্ধে বোঝার সবচেয়ে ভাল উপায় হল, এই গুণের সঙ্গে জড়িত শাস্ত্রীয় ঘটনাগুলো পরীক্ষা করা। আদিপুস্তক ১৪:১-১৬ পদে আমরা দেখি যে, অব্রাহামের ভাইপো লোটকে শত্রুবাহিনীর লোকেরা ধরে নিয়ে গিয়েছিল। কিন্তু, অব্রাহাম লোটকে উদ্ধার করেছিলেন। যিহোবা যখন দুষ্ট শহর সদোমকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নেন, যেখানে লোট ও তার পরিবার বাস করতেন, তখনও লোটের জীবন বিপদের মুখে ছিল।—আদিপুস্তক ১৮:২০-২২; ১৯:১২, ১৩.
৭ সদোমকে ধ্বংস করে দেওয়ার ঠিক আগে যিহোবার দূতেরা লোট ও তার পরিবারকে শহরের বাইরে নিয়ে এসে রক্ষা করেন। সেই সময় লোট বলেছিলেন: “দেখুন, আপনার দাস আপনার কাছে অনুগ্রহ প্রাপ্ত হইয়াছে; আমার প্রাণরক্ষা করাতে আপনি আমার প্রতি আপনার প্রেমপূর্ণ-দয়া প্রকাশ করিয়াছেন।” (আদিপুস্তক ১৯:১৬, ১৯) এই কথাগুলোর মাধ্যমে লোট স্বীকার করেছিলেন যে, তাকে রক্ষা করে যিহোবা বিশেষ প্রেমপূর্ণ-দয়া দেখিয়েছেন। এই ক্ষেত্রে ঈশ্বরের প্রেমপূর্ণ-দয়া উদ্ধার করার ও বাঁচিয়ে রাখার মধ্যে প্রকাশ পেয়েছে।—২ পিতর ২:৭.
যিহোবার প্রেমপূর্ণ-দয়া এবং তাঁর নির্দেশনা
৮, ৯. (ক) অব্রাহামের দাসকে কী আদেশ দেওয়া হয়েছিল? (খ) সেই দাস কেন যিহোবার প্রেমপূর্ণ-দয়া চেয়ে প্রার্থনা করেছিলেন এবং তার প্রার্থনার পরপরই কী হয়েছিল?
৮ আদিপুস্তক ২৪ অধ্যায়ে আমরা আরেকটা ঘটনা সম্বন্ধে পড়ি, যেখানে ঈশ্বরের প্রেমপূর্ণ-দয়া বা অনুগত প্রেম প্রকাশ পেয়েছে। বিবরণ বলে যে অব্রাহাম তার দাসকে আদেশ দিয়েছিলেন, যেন তিনি অব্রাহামের আত্মীয়দের দেশে গিয়ে তার ছেলে ইস্হাকের জন্য একজন স্ত্রী খুঁজে নিয়ে আসেন। (২-৪ পদ) ওই দায়িত্ব অনেক কঠিন ছিল কিন্তু সেই দাসকে আশ্বাস দেওয়া হয়েছিল যে, যিহোবার দূত তাকে নির্দেশনা দেবেন। (৭ পদ) পরে সেই দাস ‘নাহোর নগরের’ (হারণ বা কাছাকাছি কোন জায়গায়) বাইরে একটা কুয়োর কাছে আসেন আর ঠিক সেই সময় স্ত্রীলোকেরা সেখানে জল নিতে আসে। (১০, ১১ পদ) তিনি যখন স্ত্রীলোকেদের কাছে আসতে দেখেন, তখন বুঝতে পারেন যে, তার কার্যভারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এসে গেছে। কিন্তু, কীভাবে তিনি সঠিক স্ত্রীলোককে চিনতে পারবেন?
৯ ঈশ্বরের সাহায্য দরকার বুঝতে পেরে অব্রাহামের দাস প্রার্থনা করেছিলেন: “হে সদাপ্রভু, আমার কর্ত্তা অব্রাহামের ঈশ্বর, বিনয় করি, অদ্য আমার সম্মুখে শুভফল উপস্থিত কর, আমার প্রভু অব্রাহামের প্রতি দয়া [“প্রেমপূর্ণ-দয়া,” NW] কর।” (১২ পদ) যিহোবা কীভাবে তাঁর প্রেমপূর্ণ-দয়া প্রকাশ করেছিলেন? সেই দাস একটা নির্দিষ্ট চিহ্ন চেয়েছিলেন, যার মাধ্যমে তিনি ঈশ্বরের মনোনীত স্ত্রীলোককে চিনতে পারেন। (১৩, ১৪ পদ) যিহোবার কাছ থেকে তিনি যে-চিহ্ন চেয়েছিলেন, একজন স্ত্রীলোক ঠিক তা-ই করেছিলেন। এটা এমন ছিল যেন ওই স্ত্রীলোক তার প্রার্থনা শুনেছেন! (১৫-২০ পদ) অবাক হয়ে সেই দাস “তাঁহার প্রতি একদৃষ্টে চাহিয়া . . . রহিলেন।” তা সত্ত্বেও, কিছু গুরুত্বপূর্ণ বিষয় মীমাংসা হওয়ার দরকার ছিল। এই সুন্দরী স্ত্রীলোক কি অব্রাহামের আত্মীয়দের মধ্যে একজন? তিনি কি এখনও অবিবাহিতা? তাই, সেই দাস “সদাপ্রভু তাঁহার যাত্রা সফল করেন কি না, তাহা জানিবার জন্য নীরব” ছিলেন।—১৬, ২১ পদ।
১০. অব্রাহামের দাস কেন বলতে পেরেছিলেন যে, যিহোবা তার প্রভুর প্রতি প্রেমপূর্ণ-দয়া দেখিয়েছেন?
১০ এর অল্প কিছু সময় পরেই সেই স্ত্রীলোক নিজের পরিচয় দিয়েছিলেন যে, তিনি “বথূয়েলের কন্যা, যিনি মিল্কার পুত্ত্র, যাঁহাকে তিনি [অব্রাহামের ভাই] নাহোরের জন্য প্রসব করিয়াছিলেন।” (আদিপুস্তক ১১:২৬; ২৪:২৪) সেই মুহূর্তে ওই দাস বুঝতে পারেন যে, যিহোবা তার প্রার্থনার উত্তর দিয়েছেন। অভিভূত হয়ে তিনি মাথা নত করে বলেন: “আমার কর্ত্তা অব্রাহামের ঈশ্বর সদাপ্রভু ধন্য হউন, তিনি আমার কর্ত্তার সহিত আপন দয়া [“প্রেমপূর্ণ-দয়া,” NW] ও সত্য ব্যবহার নিবৃত্ত করেন নাই; সদাপ্রভু আমাকেও পথঘটনাতে আমার কর্ত্তার জ্ঞাতিদের বাটীতে আনিলেন।” (২৭ পদ) নির্দেশনা জুগিয়ে ঈশ্বর সেই দাসের প্রভু অব্রাহামের প্রতি প্রেমপূর্ণ-দয়া দেখিয়েছিলেন।
ঈশ্বরের প্রেমপূর্ণ-দয়া স্বস্তি এবং সুরক্ষা নিয়ে আসে
১১, ১২. (ক) কোন্ পরীক্ষাগুলোর সময়ে যোষেফ যিহোবার প্রেমপূর্ণ-দয়া লাভ করেছিলেন? (খ) যোষেফের ক্ষেত্রে কীভাবে ঈশ্বরের প্রেমপূর্ণ দয়া প্রকাশ পেয়েছে?
১১ এরপর আসুন আমরা আদিপুস্তক ৩৯ অধ্যায় দেখি। এটা অব্রাহামের প্রপৌত্র যোষেফকে কেন্দ্র করে, যাকে মিশরে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছিল। তবুও, যিহোবা যোষেফের সঙ্গে সঙ্গে ছিলেন। (১, ২ পদ) এমনকি যোষেফের প্রভু পোটীফরও বুঝতে পেরেছিলেন যে, “সদাপ্রভু তাঁহার সহবর্ত্তী আছেন।” (৩ পদ) কিন্তু, যোষেফ অনেক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন। তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দেওয়া হয়েছিল যে, তিনি পোটীফরের স্ত্রীর সঙ্গে জোর করে যৌন সম্পর্ক করতে চেয়েছিলেন আর তাই তাকে জেলে ভরা হয়েছিল। (৭-২০ পদ) এটা ছিল ‘কারাকূপ’ যেখানে “লোকে বেড়ী দ্বারা তাঁহার চরণকে ক্লেশ দিল; তাঁহার প্রাণ লৌহে বদ্ধ হইল।”—আদিপুস্তক ৪০:১৫; গীতসংহিতা ১০৫:১৮.
১২ ঠিক সেই কঠিন সময়ে কী ঘটেছিল? “সদাপ্রভু যোষেফের সহবর্ত্তী ছিলেন, এবং তাঁহার প্রতি দয়া [“প্রেমপূর্ণ-দয়া,” NW] করিলেন।” (২১ক পদ) প্রেমপূর্ণ-দয়ার এক বিশেষ কাজ কয়েকটা ঘটনার মধ্যে দিয়ে শুরু হয়, যা পরে যোষেফ যে-সমস্যাগুলোর মুখোমুখি হয়েছিলেন, সেগুলো থেকে স্বস্তি দিয়েছিল। যিহোবা যোষেফকে “কারারক্ষকের দৃষ্টিতে অনুগ্রহপাত্র” করিলেন। (২১খ পদ) এর ফলে সেই কারারক্ষক যোষেফকে এক দায়িত্বপূর্ণ কাজে নিযুক্ত করেন। (২২ পদ) পরে যোষেফের সঙ্গে এক ব্যক্তির দেখা হয়, যিনি শেষ পর্যন্ত তাকে মিশরের শাসক ফরৌণের সামনে নিয়ে আসেন। (আদিপুস্তক ৪০:১-৪, ৯-১৫; ৪১:৯-১৪) এরপর মিশর দেশে প্রচণ্ড দুর্ভিক্ষের সময় জীবন রক্ষাকারী কাজ করার জন্য সেই দেশের রাজা যোষেফকে মিশরের দ্বিতীয় শাসকের পদে উন্নীত করেন। (আদিপুস্তক ৪১:৩৭-৫৫) ১৭ বছর বয়স থেকে যোষেফের কষ্ট শুরু হয় আর তা বার বছরেরও বেশি সময় ধরে স্থায়ী থাকে! (আদিপুস্তক ৩৭:২, ৪; ৪১:৪৬) কিন্তু, সেই হতাশা এবং দুর্দশাপূর্ণ সময়ে যোষেফকে সমস্ত দুর্যোগ থেকে রক্ষা করে এবং ঐশিক উদ্দেশ্যে বিশেষ ভূমিকা পালন করার জন্য তাকে বাঁচিয়ে রেখে যিহোবা ঈশ্বর তার প্রতি প্রেমপূর্ণ-দয়া দেখিয়েছিলেন।
যিহোবার প্রেমপূর্ণ-দয়া কখনও ব্যর্থ হয় না
১৩. (ক) গীতসংহিতা ১৩৬ অধ্যায়ে যিহোবার প্রেমপূর্ণ-দয়া সম্বন্ধে কোন্ অভিব্যক্তিগুলো পাওয়া যায়? (খ) প্রেমপূর্ণ-দয়া আসলে কী?
১৩ যিহোবা ইস্রায়েল জাতির প্রতি বারবার তাঁর প্রেমপূর্ণ-দয়া দেখিয়েছিলেন। গীতসংহিতা ১৩৬ অধ্যায় দেখায় যে, তাঁর প্রেমপূর্ণ-দয়ার কারণে তিনি তাদেরকে উদ্ধার করেছিলেন (১০-১৫ পদ), নির্দেশনা দিয়েছিলেন (১৬ পদ) এবং সুরক্ষা জুগিয়েছিলেন। (১৭-২০ পদ) এ ছাড়া, আরও অনেকের প্রতি যিহোবা তাঁর প্রেমপূর্ণ-দয়া দেখিয়েছিলেন। একজন ব্যক্তি তার সহ মানবদের জরুরি প্রয়োজনগুলো মেটানোর জন্য স্বেচ্ছায় কাজ করার মাধ্যমে তার প্রতি প্রেমপূর্ণ-দয়া দেখান। প্রেমপূর্ণ-দয়া সম্বন্ধে বাইবেল-বিষয়ক একটা বই বলে: “এটা হল এমন একটা কাজ, যা জীবন রক্ষা করে এবং জীবনকে সমৃদ্ধ করে, জীবনে উন্নতি এনে দেয়। এটা দুর্ঘটনা কবলিত বা হতাশাগ্রস্ত ব্যক্তির পক্ষে কাজ করে।” একজন পণ্ডিত এটাকে এভাবে ব্যাখ্যা করেছেন যে, “প্রেম কাজে পরিণত হয়েছে।”
১৪, ১৫. কেন আমরা নিশ্চিত হতে পারি যে, লোট ঈশ্বরের অনুমোদিত দাস ছিলেন?
১৪ আদিপুস্তকের বিবরণ পরীক্ষা করে আমরা দেখেছি যে, যারা যিহোবাকে ভালবাসেন তাদের প্রতি প্রেমপূর্ণ-দয়া দেখাতে তিনি কখনও ব্যর্থ হন না। লোট, অব্রাহাম এবং যোষেফ ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ছিলেন এবং ভিন্ন ভিন্ন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন। অসিদ্ধ মানুষ হলেও, তারা যিহোবার অনুমোদিত দাস ছিলেন এবং তাদের ঈশ্বরের সাহায্যের দরকার ছিল। আমরা এটা জেনে সান্ত্বনা পেতে পারি যে, আমাদের স্বর্গীয় পিতা এইধরনের ব্যক্তিদের প্রতি প্রেমপূর্ণ-দয়া দেখান।
১৫ লোট কিছু অবিবেচনাপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন, যা অনেক কষ্ট নিয়ে এসেছিল। (আদিপুস্তক ১৩:১২, ১৩; ১৪:১১, ১২) কিন্তু, তারপরও তিনি প্রশংসাযোগ্য গুণাবলি দেখিয়েছিলেন। ঈশ্বরের দুজন দূত যখন সদোমে যান, তখন লোট তাদের প্রতি আতিথেয়তা দেখিয়েছিলেন। (আদিপুস্তক ১৯:১-৩) বিশ্বাস দেখিয়ে তিনি তার মেয়ে-জামাইদের সদোমের আসন্ন ধ্বংস সম্বন্ধে সাবধান করে দিয়েছিলেন। (আদিপুস্তক ১৯:১৪) লোটের সম্বন্ধে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি আমরা ২ পিতর ২:৭-৯ পদে পাই, যেখানে আমরা পড়ি: “[যিহোবা] সেই ধার্ম্মিক লোটকে উদ্ধার করিলেন, যিনি ধর্ম্মহীনদের স্বৈরাচারে ক্লিষ্ট হইতেন। কেননা সেই ধার্ম্মিক ব্যক্তি তাহাদের মধ্যে বাস করিতে করিতে, দেখিয়া শুনিয়া তাহাদের অধর্ম্মকার্য্য প্রযুক্ত দিন দিন আপন ধর্ম্মশীল প্রাণকে যাতনা দিতেন। ইহাতে জানি, প্রভু ভক্তদিগকে পরীক্ষা হইতে উদ্ধার করিতে, এবং অধার্ম্মিকদিগকে দণ্ডাধীনে বিচারদিনের জন্য রাখিতে জানেন।” হ্যাঁ, লোট একজন ধার্মিক ব্যক্তি ছিলেন এবং এই কথাগুলো দেখায় যে, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি ঈশ্বরের প্রতি ভক্তি দেখাতেন। তার মতো আমরাও ঈশ্বরের প্রেমপূর্ণ-দয়া পেতে পারি যদি আমরা ‘পবিত্র আচার ব্যবহার ও ভক্তির’ কাজগুলো করি।—২ পিতর ৩:১১, ১২.
১৬. অব্রাহাম এবং যোষেফের সম্বন্ধে বাইবেলে কোন্ প্রশংসাবাক্য রয়েছে?
১৬ আদিপুস্তক ২৪ অধ্যায়ের ঘটনা স্পষ্টভাবে দেখায় যে, যিহোবার সঙ্গে অব্রাহামের এক কাছের সম্পর্ক ছিল। প্রথম পদ বলে যে, “সদাপ্রভু অব্রাহামকে সর্ব্ববিষয়ে আশীর্ব্বাদ করিয়াছিলেন।” অব্রাহামের দাস যিহোবাকে “আমার কর্ত্তা অব্রাহামের ঈশ্বর” বলেছিলেন। (১২, ২৭ পদ) আর শিষ্য যাকোব বলেন যে, অব্রাহাম “ধার্ম্মিক গণিত হইলেন” এবং “‘ঈশ্বরের বন্ধু’ এই নাম পাইলেন।” (যাকোব ২:২১-২৩) যোষেফের বেলায় একই বিষয় সত্য। যিহোবা এবং যোষেফের মধ্যে কাছের সম্পর্কের বিষয়ে আদিপুস্তক ৩৯ অধ্যায়ে তুলে ধরা হয়েছে। (২, ৩, ২১, ২৩ পদ) এ ছাড়া, যোষেফের সম্বন্ধে শিষ্য স্তিফান বলেছিলেন: “ঈশ্বর তাঁহার সঙ্গে সঙ্গে ছিলেন।”—প্রেরিত ৭:১০.
১৭. লোট, অব্রাহাম এবং যোষেফের উদাহরণগুলো থেকে আমরা কী শিখতে পারি?
১৭ এইমাত্র আমরা আলোচনা করেছি যে, যে-ব্যক্তিরা প্রেমপূর্ণ-দয়া পেয়েছেন তাদের সঙ্গে ঈশ্বরের এক উত্তম সম্পর্ক ছিল এবং তারা বিভিন্ন উপায়ে ঈশ্বরের উদ্দেশ্য পূরণ করেছেন। তারা এমন সমস্যাগুলোর মুখোমুখি হয়েছিলেন, যেগুলো তারা নিজেরা কাটিয়ে উঠতে পারতেন না। লোটের জীবন, অব্রাহামের বংশ রক্ষা এবং যোষেফের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ছিল। একমাত্র যিহোবাই এই ধার্মিক ব্যক্তিদের প্রয়োজনগুলো মেটাতে পারতেন আর প্রেমপূর্ণ-দয়ার কাজগুলো করে তিনি তা করেছেনও। আমরা যদি চিরকাল যিহোবার প্রেমপূর্ণ-দয়া লাভ করতে চাই, তা হলে আমাদেরও তাঁর সঙ্গে এক কাছের সম্পর্ক রাখতে হবে এবং তাঁর ইচ্ছা পালন করে চলতে হবে।—ইষ্রা ৭:২৮; গীতসংহিতা ১৮:৫০.
ঈশ্বরের দাসেরা অনুগ্রহ পান
১৮. যিহোবার প্রেমপূর্ণ-দয়া সম্বন্ধে বাইবেলের বিভিন্ন পদ কী জানায়?
১৮ ঈশ্বরের প্রেমপূর্ণ-দয়াতে “পৃথিবী পরিপূর্ণ” আর যিহোবার এই গুণের জন্য আমরা কত কৃতজ্ঞ! (গীতসংহিতা ১১৯:৬৪) আমরা পূর্ণহৃদয়ে গীতরচকের এই গানের সঙ্গে সুর মিলাই: “লোকে সদাপ্রভুর স্তব করুক, তাঁহার দয়া [“প্রেমপূর্ণ-দয়া,” NW] প্রযুক্ত, মনুষ্য-সন্তানদের জন্য তাঁহার আশ্চর্য্য কর্ম্ম প্রযুক্ত।” (গীতসংহিতা ১০৭:৮, ১৫, ২১, ৩১) আমরা আনন্দ করি যে, যিহোবা তাঁর অনুমোদিত দাসদের প্রতি প্রেমপূর্ণ-দয়া দেখান, তা সে আলাদা আলাদাভাবেই হোক বা দলগতভাবেই হোক। প্রার্থনায় ভাববাদী দানিয়েল যিহোবাকে বলেছিলেন: “সেই মহান্ ও ভয়াবহ ঈশ্বর, যিনি তাহাদের সহিত নিয়ম ও দয়া [“প্রেমপূর্ণ-দয়া,” NW] রক্ষা করেন, যাহারা তাঁহাকে প্রেম করে ও তাঁহার আজ্ঞা পালন করে।” (দানিয়েল ৯:৪) রাজা দায়ূদ প্রার্থনা করেছিলেন: “যাহারা তোমাকে জানে, তুমি তাহাদের প্রতি তোমার দয়া [“প্রেমপূর্ণ-দয়া,” NW] . . . কর।” (গীতসংহিতা ৩৬:১০) আমরা কত কৃতজ্ঞ যে, যিহোবা তাঁর দাসদের প্রতি প্রেমপূর্ণ-দয়া দেখান!—১ রাজাবলি ৮:২৩; ১ বংশাবলি ১৭:১৩.
১৯. পরের প্রবন্ধে আমরা কোন্ প্রশ্নগুলো আলোচনা করব?
১৯ সত্যিই যিহোবার লোক হিসেবে আমরা অনুগ্রহ পাই! এ ছাড়া, সমস্ত মানুষের প্রতি দেখানো ঈশ্বরের প্রেম থেকে উপকার পাওয়া ছাড়াও আমরা আমাদের স্বর্গীয় পিতার প্রেমপূর্ণ-দয়া বা অনুগত প্রেম থেকে বিশেষ আশীর্বাদগুলো পাই। (যোহন ৩:১৬) বিশেষ করে দরকারের সময় যিহোবার এই মূল্যবান গুণ থেকে আমরা উপকার পাই। (গীতসংহিতা ৩৬:৭) কিন্তু, কীভাবে আমরা যিহোবার প্রেমপূর্ণ-দয়া অনুকরণ করতে পারি? আমরা কি আলাদা আলাদাভাবে এই উল্লেখযোগ্য গুণ দেখাতে পারি? এগুলো এবং এর সঙ্গে সম্পর্কযুক্ত প্রশ্নগুলো পরের প্রবন্ধে আলোচনা করা হবে।
আপনি কি মনে করতে পারেন?
• শাস্ত্রে প্রেমপূর্ণ-দয়ার বিকল্প অনুবাদ কী?
• প্রেমপূর্ণ-দয়া কীভাবে প্রেম এবং আনুগত্য থেকে আলাদা?
• যিহোবা কোন্ কোন্ উপায়ে লোট, অব্রাহাম ও যোষেফের প্রতি প্রেমপূর্ণ-দয়া দেখিয়েছেন?
• অতীতে যিহোবা যে-প্রেমপূর্ণ-দয়া দেখিয়েছেন, তা থেকে আমরা কোন্ আশ্বাস পেতে পারি?
[অধ্যয়ন প্রশ্নাবলি]
[১৩ পৃষ্ঠার চিত্র]
আপনি কি জানেন যে, লোটের প্রতি ঈশ্বর কীভাবে প্রেমপূর্ণ-দয়া দেখিয়েছিলেন?
[১৫ পৃষ্ঠার চিত্রগুলো]
যিহোবা তাঁর প্রেমপূর্ণ-দয়ার মাধ্যমে অব্রাহামের দাসকে পরিচালনা দিয়েছিলেন
[১৬ পৃষ্ঠার চিত্রগুলো]
যোষেফকে রক্ষা করে যিহোবা প্রেমপূর্ণ-দয়া দেখিয়েছিলেন