পাঠকদের থেকে প্রশ্নসকল
পাঠকদের থেকে প্রশ্নসকল
একজন ব্যক্তি যদি বাপ্তিস্ম নিতে চান অথচ চরম শারীরিক অক্ষমতা বা গুরুতর অসুস্থতার কারণে তার পক্ষে জলে নিমজ্জিত হওয়া অসুবিধাজনক হয়, তা হলে পুরোপুরি নিমজ্জিত হওয়ার কি দরকার আছে?
“বাপ্তিস্ম” শব্দটা গ্রিক ক্রিয়াপদ বাপটো থেকে অনুবাদ করা হয়েছে যার অর্থ “ডুবানো।” (যোহন ১৩:২৬) বাইবেলে “বাপ্তাইজ” এর মানে “নিমজ্জিত” হওয়ার সমান। ফিলিপের দ্বারা ইথিওপীয় নপুংসকের বাপ্তিস্মের বিষয়ে রোদারহামের, দি এমফাসাইসড বাইবেল বলে: “ফিলিপ ও নপুংসক দুজনেই জলের মধ্যে নামলেন এবং তিনি তাকে নিমজ্জিত করলেন।” (প্রেরিত ৮:৩৮) এভাবে একজন ব্যক্তির বাপ্তাইজিত হওয়ার অর্থ আসলে জলের নিচে ডুব দেওয়া।—মথি ৩:১৬; মার্ক ১:১০.
যীশু তাঁর শিষ্যদের নির্দেশনা দিয়েছিলেন: “অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর; . . . তাহাদিগকে বাপ্তাইজ কর।” (মথি ২৮:১৯, ২০) এর সঙ্গে মিল রেখে যিহোবার সাক্ষিরা জলাশয়, লেক, নদী বা অন্যান্য যে-জায়গায় পুরোপুরি নিমজ্জিত হওয়ার মতো পর্যাপ্ত জল আছে সেখানে বাপ্তিস্ম দেওয়ার ব্যবস্থা করেন। যেহেতু পুরোপুরি নিমজ্জিত হওয়ার মাধ্যমে বাপ্তিস্ম নেওয়ার বিষয়টা শাস্ত্রীয় একটা চাহিদা, তাই বাপ্তিস্ম নিতে বাধা দেওয়ার অধিকার মানুষের নেই। অতএব, একজন ব্যক্তির অবস্থার জন্য অস্বাভাবিক পদক্ষেপ নিতে হলেও তাকে বাপ্তিস্ম নিতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, যারা বয়স্ক বা বিশেষ করে যাদের স্বাস্থ্যের অবস্থা ভাল নয় তাদের জন্য বিরাট বাথটাব উপকারী প্রমাণিত হয়েছে। টাবের জল উষ্ণ হতে পারে এবং বাপ্তিস্ম প্রার্থী শান্তভাবে ও ধীরে ধীরে জলে নামতে পারেন আর এরপর এর সঙ্গে একবার ধাতস্ত হলে প্রকৃত বাপ্তিস্ম দেওয়া যেতে পারে।
এমনকি গুরুতর প্রতিবন্ধী ব্যক্তিদেরও বাপ্তিস্ম দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, যাদের কৃত্রিম উপায়ে শ্বাস নেওয়ার জন্য শ্বাসনালীতে অপারেশন করা হয়েছে আর এর ফলে গলায় স্থায়ী ছিদ্র রয়েছে বা যাদের বায়ুশোধক যন্ত্র ব্যবহার করতে হয়, তারাও নিমজ্জিত হয়েছেন। অবশ্য এইধরনের বাপ্তিস্ম নেওয়ার জন্য প্রস্তুতির দরকার। যদি পাওয়া যায়, তা হলে একজন দক্ষ নার্স বা ডাক্তার সঙ্গে থাকলে খুব বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু, বেশির ভাগ ক্ষেত্রেই বিশেষ যত্ন এবং আগে থেকে নেওয়া ব্যবস্থা থাকলে বাপ্তিস্ম দেওয়া যেতে পারে। তাই, একজন ব্যক্তির জলে বাপ্তিস্ম নেওয়ার জন্য সমস্ত উপযুক্ত চেষ্টা করা হবে, যদি এই বিষয়ে তার আন্তরিক আকাঙ্ক্ষা থাকে এবং এর সঙ্গে জড়িত ঝুঁকিগুলো মেনে নিতে তিনি রাজি থাকেন।